Hi everyone
বিসমিল্লাহির রহমানির রহিম
আস-সালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি।রেসিপি নাম হলো সবজি রোল
চলোন দেরি না করে কিভাবে তেরি করা যায়।
প্রথমে একটি পাতিলে পরিমাণ মত ময়দা আর পানি মিশে ভালোভাবে ঘন মিশ্রণ তৈরি করি।
মিশ্রন তৈরি হলে এবার সবজি রান্না করতে হবে।সবজি ভিতর মিষ্টি লাউ,লুডুস,গাজর,বরবটি, দিয়ে ভালো ভাবে সবজি রান্না করে নিতে হবে।
এরপর ময়দা দিয়ে তৈরি মিশ্রণ টি ফ্রাইপেন এ পরিমাণ মত দিয়ে এক মিনিট রেখে গোল রুটি মত বানায়ে নিতে হবে
গোল বৃত্ত মত রুটির ভিতর রান্না করা সবজি পরিমাণ মত দিয়ে গোল রোলিং করে লম্বা রোল বানায়ে নিতে হবে।
এরপর টোস্ট বিস্কুট আগে থেকে মিহি গুড়া করে রাখতে হবে।কাচা রোলটি মিশ্রন ময়দা ভিতর একটা ডুবিয়ে গুড়া করা টোস্ট বিস্কুট ভালো করে রোলের গায়ে লাগিয়ে নিতে হবে এতে রোলে সুন্দর কালার আসবে এবং রোল খেতেও অনেক টেস্ট লাগবে।
এরপর রোল ভাজার পালা।এখন সোয়াবিন তেল দশ মিনিট গরম করে নিতে হবে।এরপর বিস্কুট মাখা রোল টি গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে।লক্ষ রাখতে হবে ভিতর যেন কাচা না থাকে।
ভাজা হয়ে গেলে সুন্দর লাল রং হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে।এরপর ওপরে শশা এবং সস দিয়ে খাওয়া জন্য রেডি।
ফাস্ট ফুড কার না পছন্দ? ছোট বড় সবারি প্রিয় খাবার হলো ফাস্ট ফুড। তার মধ্যে আমার সব থেকে প্রিয় খাবার সবজি রোল।এটিই ভিতর এ সবজি থাকার কারণে আমাদের শরীরে ভিটামিন অভাব দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
সবার সতর্কতা হতে হবে কারণ আমরা বাইরে থেকে যেসকল ফাস্ট ফুড খায় সেগুলো একই তেল দিয়ে বার বার ভাজি করে বিভিন্ন রকম খাবার। একই তেল বার বার অনেক দিন ব্যবহার করলে সেগুলো নষ্ট হয়ে যায় এবং আমাদের শরীরে জন্য খুব ক্ষতিকর।এতে আমাদের ক্যান্সার মত মরণঘাতী রোগও হতে পারে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই সবার সচেতন হতে হবে আর কমদামের ফুটপাতে খাবার গ্রহন করা থেকে বিরত থাকতে হবে।
বেশি করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এইসব নোংরা কমদামি খাবার গুলো।শিশুদের সাস্থ বৃদ্ধি বাধা সৃষ্টি করে। শরীর দূর্বল এবং চিকন ছেলে যায়।
Device | Name |
---|---|
Android | Infinix X688B |
Camera | 13M Dual camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @kamrul21 |
প্রথমেই ধন্যবাদ জানাই সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এই সবজি রেসিপি কিভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দিয়েছে তবে সবচাইতে ভালো হয় এগুলোতে কতটুকু পরিমাণ ময়দা চিনি অথবা সবজি তেল ব্যবহার করা হয় এবং কোন কোন উপাদান ব্যবহার করা হয় এগুলো উল্লেখ করা সবচাইতে ভালো।
দেখতে পেলাম এর উপকারিতা সম্পর্কে কিছুটা লিখেছ। রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভিটামিন এর ঘাটতি পূরণ হয়। এর মধ্যে উল্লেখ রয়েছে একি তেল বারবার ব্যবহার করে যদি পাসপোর্ট খাবার তৈরি করা হয় তাহলে সেগুলোর উপকারিতা।
এক্টিভিটি বৃদ্ধি করো নিজেকে হাইলাইট করো। আশা করি অনেক দূর অগ্রসর হতে পারবে দোয়া রইল অবিরাম সাথেই থাকো। (ধন্যবাদ)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি চাইলে এই পোস্ট দেখতে পারো এর মধ্যে উল্লেখ রয়েছে কিভাবে রেসিপি পোস্ট শেয়ার করতে হয় অর্থাৎ একটি রেসিপি পোস্ট কেমন হয় তা এই পোস্ট দেখলে বোঝা যাবে। https://steemit.com/hive-120823/@sampabiswas/4djx3s
ভয়ের কোন কারণ নেই ধীরে ধীরে সবই শিখতে পারবে শুধু একটু ধৈর্য ধরো এবং অ্যাক্টিভিটি বৃদ্ধি করো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবজীর রোল বলেন আর মাংসের রোল বলেন দুটোই আমার কাছে অনেক সুস্বাদু লাগে ৷ খেতেও মচমচে করে এই সবজী রোল গুলো ৷ আপনার পোস্ট এ থাকা সবজীর রোল দেখে জিভে পানি চলে আসলো ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে অসংখ্য ধন্যবাদ,,,, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে রেসিপি পোস্ট শেয়ার করার মধ্যে কিছু নিয়মাবলী রয়েছে। সেগুলো আমার আপনার প্রত্যেকেরই ফলো করা উচিত।
আপনি ফাস্টফুড সম্পর্কে অনেকগুলো তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। একই তেল বারবার ব্যবহার করলে। আমাদের শরীরের জন্য ক্ষতি হয় সেটাও বলেছেন।
এবং এই সবজির রোল খাওয়ার উপকারিতা অপকারিতা সম্পর্কেও,,, আমাদের সাথে আলোচনা করেছেন। তথ্যগুলো জানতে পেরে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে এভাবে দেখিয়ে দেখিয়ে খান না একটু আরে আপডেলে খান আমাদের তো লোভ লেগে যাবে যেভাবে মজা করে আপনি খাচ্ছেন
অনেক ভালো লাগলো আপনার এই সবজি রোল ভাজির পুরো প্রসেসটি যেভাবে আপনি এটা তৈরি করলেন একে একে সব কিছুই আপনি শেয়ার করলেন যে কেউ খুব সহজেই আপনার এই লেখা অনুসরণ করে এই সবজি রোল ভাজি খুব সহজে তৈরি করতে পারবে অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit