অসম্ভব সুন্দর,❤️ কিছু হলুদ রঙের ফুলের ফটোগ্রাফি।

in hive-120823 •  3 months ago 

Neutral Minimalist Romantic Photo Collage.png
Photo edited by canva
ফুল পছন্দ করে না, এমন মানুষ খুঁজলে হয়তো বা খুব কমই পাওয়া যাবে, আমি তো ভীষণ রকমের পছন্দ করি, যখন যেখানেই যে রকম,, যে ধরনের এই ফুল দেখি না কেন যদি হাতে ফোন থাকে। তাহলে ফুলের ছবি আমি তুলি পারলে সাথে নিজেরও একটা ছবি তুলে নেই।

সত্যি কথা বলতে আমার বদ অভ্যাস আছে কারো সামনে বা পিছনে যদি ফুল পছন্দ হয় ওটা কে ছিড়ে হাতে নেওয়া, যদিও এই অভ্যাসটা খানিক টা কমে গিয়েছে, এই কাজটা আমি স্কুল জীবনে অনেক বেশি করেছি। এতই বেশি করেছি যে মাঝে মধ্যে ফুল গাছের মালিকের বকাও খেয়েছি।

তবে কখনো এই ফুল কাউকে দেওয়া সৌভাগ্য আমার হয়নি কখনোই না,কেউ কে বলতে আমি এখানে পছন্দের বা ভালোবাসার মানুষটি কে বুঝিয়েছি।মাঝেমধ্যে ফুল দেখলে ভীষণ রকমের আফসোস জাগতো ভিতরে, এই যুগে এসেও কাছের মানুষটিকে একটা ফুল পর্যন্ত দিতে পারিনি। শুধু একটু হাতে নিতাম ঘুড়িয়ে দেখতাম পারলে নিজের খোপায় গুঁজে দিতাম।

তবে আমার এই আফসোস টা এখন আর নেই কারণ, এখন ফুল দেওয়ার মত মানুষ আমি পেয়ে গিয়েছি, তবে একালের দেওয়া আর সেকালের দেওয়া তার ভিতরে বেশ খানিক টা পার্থক্য রয়েছে,,,এবং দুই টা আনন্দ অন্যরকম, তবে হ্যাঁ আমার মতন এরকম ভুল করবেন না, যদি বিয়ের আগে পছন্দের মানুষ থাকে তাহলে অবশ্যই তাকে ফুল দিবেন ,,,।

আর হ্যাঁ বিয়ের পরে তো আমার মনে হয় হাসবেন্ড কে অবশ্যই আরো বেশি বেশি ফুল দেওয়া উচিত কারণ,,ওই যে মাঝে মধ্যে যে একটু ঝগড়া করি ঐ টা ভুলে যাওয়ার জন্য।।। ঝগড়া ভুলানোর জন্য হোক বা সম্পর্ক মজবুত করার জন্য হোক পছন্দের মানুষকে এবং কাছের মানুষকে ফুল দিলে কিন্তুু আরো বেশি ভালো লাগে,, কি ঠিক না?

সারাদিন বাসায় থাকার পরে কিন্তুু ভালো লাগে না। বিকেল বেলা যদি একটু কাছের মানুষটা ঘুরতে নিয়ে যায় তাহলে ভালো লাগে তবে তোমার হাজবেন্ড বেশ অলস,,এতই অলস যে কোথায় ঘুরতে যাওয়ার কথা বলতে হলে, আগে থেকে তাকে বলতে বলতে কানের মধ্যে একদম ভালো ভাবে ঢুকিয়ে দিতে হয়,,,।

তো আজ সে নিজে থেকে বলছিলো আমাদের এখানে কিছু হলুদ রঙের ফুল রয়েছে যেগুলো দেখতে নাকি অনেক সুন্দর,,এই সুযোগে আমিও বললাম তাহলে সেখানে যাওয়া যাক। এরপর সে নিয়ে গেলো এবং গিয়ে দেখি সত্যি ফুলগুলো অনেক সুন্দর,,,।ফুল গুলোর থেকে চোখ ফেরানো যাবে না তবে এ ফুলগুলোর নাম আমরা জানি না।। কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

যাইহোক এর পরে ফুল গুলোর কাছে গিয়ে নানা ঢঙ্গে কিছু ফটোগ্রাফি করি, এবং একটা প্রজাপতি ফুলের উপর এত সুন্দর ভাবে বসেছিল যেটা দেখার মত। আমার তো অনেক ভালোই লেগেছিলো,শুধু হলুদ রঙের ফুল না এখানে আরো বেশ কিছু ফুলও ছিলো,হলুদ রঙের ফুলটা এতই সুন্দর যে এটাকে আর ছিড়তে পারলাম না মায়া করছিলো,,।

যেহেতু আমার হাজব্যান্ড এখানে নিয়ে এসেছে, তাই তাকে একটু ধন্যবাদ দেয়ার জন্য আমি একটা ফুল দিলাম বেগুনি রঙের।তবে আমি এখানে ফুল দেওয়ার কথা বলেছি দেখে আবার কেউ গাছ থেকে ছিড়ে ছিড়ে ফুলগুলো কাউকে দিতে যাবেন না। কারণ ফুল কিন্তুু গাছেই সুন্দর মানায় আমাদের হাতে যতটা সুন্দর দেখায় ফুল তার থেকে ও বেশি হাজার গুনে সুন্দর লাগে গাছে। তাই অকারণে ফুল খুব একটা না ছিঁড়ে ফেলা এই ভালো ।।

একটু ঘুরতে গিয়েছিলাম এই হলুদ রঙের ফুল দেখার জন্য, তাই ভাবলাম যেহেতু আমার কাছে নতুন হয়তো বা আপনারাও কেউ কেউ আছেন এর ফুল সম্পর্কে নতুন।তাই আপনাদের সাথে শেয়ার করা আর আমি আমার সব সময় সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, যাইহোক সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ।।

🌹........................................................🌹


"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আসলেই ফুলগুলোর ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগছে। ফুল দেখলে ফটোগ্রাফি করার অভ্যাস আমারও রয়েছে। তবে আমি গাছ থেকে ফুল ছিড়ি না ফুল গাছেই সব থেকে বেশি সুন্দর লাগে।

ফুল হলো ভালোবাসার প্রতীক। হলুদ ফুলের উপর প্রজাতি বসার মুহুর্তটা অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

আপনার তোলা ফুলের ছবিগুলি আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে। এই ফুলটা আমার খুব পরিচিত। কারণ আগে আমাদের বাসায় এই ফুলের গাছ ছিল।
তবে আমার অবশ্য এই ফুল কাউকে কখনো দেয়া হয় নাই। কারণ গাছ থেকে ফুল চেরার অভ্ভাস আমার নেই। আমার কাছে মনে হয় ফুল গাছেই বেশি সুন্দর।

আমি নিজে ব্যক্তিগত ভাবে এতটুকু বলতে পারি ফুল গাছের জিনিস সব চেয়ে বেশি গাছেই মানানসই। ফুলের সৌন্দর্য কখনো মানুষের হাতে হয় না গাছে যতটা সুন্দর লাগে মানুষের হাতে ততটা সুন্দর লাগে না। যেহেতু এই বদ অভ্যাসটি আপনার পরিবর্তন হয়েছে আশা করি ভবিষ্যতে আরো পরিবর্তন হয়ে যাবে। ফুলের সামনে থেকে নিজের ছবি ধারণ করা একটি আনন্দর বিষয়। এবং এটা জানতে পেরে আমার খারাপ লাগছে যে আপনি কখনো কাউকে ফুল দিতে পারেননি। যাই হোক এখন আর এই সব চিন্তা করে কোনো লাভ নেই। তবে আপনার হাসবেন্ড কে আপনি ফুল দিতে পেরেছেন এটা জানতে পেরে ভালো লাগলো। এবং আপনার ধারণ করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিলো। ধন্যবাদ আপনাকে হলুদ রঙের অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।