আজ কাটানো আমার খুব সুন্দর একটা দিন।

in hive-120823 •  19 days ago 

আসসালামু আলাইকুম,

  • আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আবারও আপনাদের মাঝে ফিরতে পেরে। আজকের দিন টা আমি খুব সুন্দর কাটিয়েছি কিছু ভালোবাসা, কিছু পাওয়া এবং হাসি আনন্দের মাঝে কেটেছে আমার দিনটা।

বর্তমানে আমি শ্বশুর বাড়িতে আছি গত এক দিন হলো আমি এসেছি। আমার শ্বশুর অসুস্থ ছিলেন তবে এখন খানিকননটা সুস্থ তাই নিজের কাছে ভীষণ ভালো লাগছে। এবং আমি এবং আমার মেয়ে শ্বশুরবাড়িতে আসার কারণে শ্বশুর শাশুড়ি দুই জনে এই খুশি, আর তাদেরই খুশি দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল।

IMG_20250105_094533.jpg

যদিও এর আগেই আমি এ বাড়িতে আসতাম তবে আমার ব্যক্তিগত কিছু কাজ থাকার কারণে আমি বাড়িতে আসতে পারিনি তাই আগামী এক সপ্তাহ এখানেই থাকবো এরপরে ঢাকায় ফিরবো,আমার শ্বশুর বাড়িতে শুধু শ্বশুর-শাশুড়ি থাকেন এখন আমরা দুই জন মোট চারজন,,।

যদিও আমার শ্বশুর অসুস্থ তবুও চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলো বাজার থেকে আনার জন্য আমার মেয়ের কোনটা প্রয়োজন সেটা বোঝার, যদিও নিষেধ করি অসুস্থ শরীরে কি দরকার আছে বাজারে যাওয়ার কিন্তু তবুও আবার বেশি বলিও না তাহলে হয়তো বা রাগ করবে।

IMG_20250104_131117.jpg

মা হয়েছি তাই খানিকটা বুঝতে পারছি ছেলে মেয়ের জন্য কতটুকু মায়া হয় কষ্ট হয় দূরে থাকলে, হয়তো বা সেই কারণে তাদেরও আমাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা,,যেহেতু দীর্ঘ সময় তাদের কাছে ছিলাম না। আগে থেকেই আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আম্মা রান্না করতো, আর এখন তো বেড়াতে এসেছি রান্না করার ঝামেলা আমাকে নিতে হয় না।

মাঝেমধ্যে কাজের খালাম্মার সাথে আমিও একটু সাহায্য করি, সকাল বেলা খুব সুন্দর নুডুলস রান্না খেয়েছিলাম, এটা আমার শাশুড়ি মা রান্না করেছিলেন সাথে চা এবং বিস্কুট ছিলো,চা টা প্রতিনিয়ত খাওয়া হয়না তবে গ্রামে থাকলে চা খাওয়া হয়। কারণ আমার শশুর শাশুড়ির ঘুম থেকে উঠে চা খায়,,।

IMG_20250103_225300.jpg

এরপরে হালকা রোদে বসে, একটু মাথায় তেল দিয়েছিলাম, এরপরে তাদেরকে নিয়ে একটু ফল কেটে খেয়ে ছিলাম। হালকা রোদে বসে কিছু খেতে ভীষণ ভালো লাগে, আর শীতের সময় তো কথাই নেই, শহরের তুলনায় গ্রামে অনেক শীত, আরে শীতের সময় হালকা মিষ্টি রোদ একটা লোভনীয় ব্যাপার।

এরপরে আমার শাশুড়ি আম্মা দুপুরে রান্না করেছিলেন, ইলিশ মাছ বেগুন ভাজা, সেই সাথে আমার পছন্দের গুড়া মাছের চচ্চড়ি, এবং দেশি মুরগির মাংসের ঝোল,,। আমার বিয়ের পর থেকে একটা জিনিস খেয়াল করেছি আমার শাশুড়ি আম্মা রান্না করতে গেলে আগে আমাদের কাছে জিজ্ঞাসা করে কি কি রান্না করবো যদিও সব কিছু ঘরে থাকে তবুও এটা তার একটা অভ্যাস হয়ে গিয়েছে।।

IMG_20250105_115038.jpg

তাই আমার কাছে মনে হয় এটা হয়তোবা আমাদের ভালোলাগার একটা জায়গা থেকেই সে জানতে চায়, তাই আজকেও আমি তাকে বলে দিয়েছিলাম,,। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে সবাই মিলে গল্প করছিলাম কম্বলের নিচে বসে কারণ বিকাল হওয়ার আগেই ঠান্ডার একটা ভাব পড়ে যায়।

আর এর মাঝে আমার শাশুড়ি আম্মা আমাকে এই গিফট টা এনে দিলা, আমি এই বাড়িতে আসার আগেই তিনি আমার জন্য এ থ্রিপিস টা কিনে নিয়ে এসেছিলেন,,,আমি কখনোই পড়ি না খুবই কম আমার মনে নেই আমি শেষ কবে শাড়ি পড়েছি,, তাই তিনি আমার জন্য একটা থ্রি পিস কিনে এনেছেন, যাতে এটা তৈরি করে আমি পড়তে পারি। কারণ সে জানে শাড়ি কিনে দিলে আমার ঘরেই পড়ে থাকবে।

IMG_20250105_101008.jpg

থ্রি পিস টা পেয়ে আমি খুব খুশি হয়েছি, এটা কেমন দাম দিয়ে কিনেছে, এটা দেখতে কেমন, এটার কাপড় কেমন, আমার কাছে এগুলো বড় ব্যাপার নয় আমি মনে করি, তিনি নিজের হাতে আমার জন্য যে জিনিসটা কিনে দিয়েছে সেটা অনেক বেশি মূল্যবান অনেক দামি জিনিস। হয়তো এটা কিছুদিন ব্যবহার করার পরে ছিড়ে যাবে তবে এই স্মৃতিটা টা আমার কাছে থেকে যাবে,,।

  • খুব ভালো লাগছিলো আমার, তাই আমি আমার আনন্দের দিনটা আপনাদের সাথে উপভোগ করলাম, দোয়া করবেন আমাদের জন্য, যেন ভাল এবং সুস্থ থাকতে পারে। যাইহোক সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার গল্পটি খুবই সুন্দর এবং হৃদয়স্পর্শী। শ্বশুরবাড়িতে আপনার থাকার সময়টুকু, শ্বশুর-শাশুড়ির খুশি, তাদের কাছ থেকে ভালোবাসা এবং যত্ন এসবই খুবই মূল্যবান মুহূর্ত। আপনার শাশুড়ি মা আপনার পছন্দের খাবার তৈরি করছেন, এবং আপনি একে অপরের সাথে সময় কাটাচ্ছেন, এসব ছোট ছোট জিনিসই জীবনের সুন্দরতা তৈরি করে। থ্রি-পিসটি পেয়ে আপনার আনন্দের যে অনুভূতি তা সত্যিই স্পর্শকাতর। এমন সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে রেখে জীবনের পথে এগিয়ে চলতে হবে। আল্লাহ আপনার পরিবারকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন।

ভালো থাকবেন।

আমার কাছে মনে হয় উপহার এই ভালোবাসা জীবনের সঞ্চয়, কোন একটা সময় এসব মনে করে যখন মুখের কোনায় একটু হাসি থাকবে এটাই প্রাপ্তি।
জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা দিন যদি এভাবে কাটতো তাহলে মন্দ হতো না, খুব বেশি আনন্দিত হয়েছিলাম, তাদের কাছ থেকে এরকম ভালোবাসা পেয়ে খুবই ভালো লাগছে, ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য।

@karobiamin71 উপহারের মূল্যায়ন কখনও বাজার দর দিয়ে হয় না!
তারমধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে উপহার মূল্যায়িত হয়।

আপনার শ্বশুরবাড়িতে আপনার সম্মান আর ভালবাসা অক্ষুন্ন থাকুক এই কামনা করি।
আপনার সুট পিসের রঙটা এবং কারুকাজ বেশ পছন্দ হয়েছে।
যদি, পাশে থাকতাম হয়তো একদিন পরার জন্য ধার নিতাম😂

সে উপায় নেই, তবে আপনাকে পড়লে কতটা সুন্দর লাগবে সে অনুমান করতে পারছি।
এই সময় আপনার শারীরিক জানতেন প্রয়োজন সেটা তারা উপলব্ধি করেছেন, এটাই অনেক বড় বিষয়।

ভালো থাকুন সবসময় তিলোত্তমা।

জি দিদি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, এবং আপনাদের দোয়া যদি থাকে তাহলে অবশ্যই আমার সম্মানটুকু অটুট থাকবে।
আর আপনার কথাটা একদম খাঁটি উপহার কখনো বাজারের দর দিয়ে মূল্যায়ন হয় না। আমি এই উপহারটি পেয়ে ভীষণ খুশি,,।
খানিকটা হেসেছে সমস্যা তবে, নেই মনের টান থাকলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও পৌঁছানো যায়। কোন একদিন কুরিয়ার করে।।

আর তাও যদি না পারি এটা পরে ফটোগ্রাফি করে তো দিতেই পারবো।। খুব ভালো লেগেছে সুন্দর একটি কমেন্ট পড়ে।।

Loading...

আপনার বিগত পোস্টে আমি পড়েছিলাম। আপনার শ্বশুর অসুস্থ !আজকের পোস্টে জানতে পারলাম , সে এখন সুস্থ জেনে অনেক ভালো লাগলো। গ্রামের বাড়িতে গেলে এই রকম ফ্রেস শাক-সবজি, মাছ, ফল ইত্যাদি সবকিছুই টাটকা পাওয়া যায়! শহরে চলে আসলে, এই গুলো পাবেন না, তাই বেশি-বেশি করে খেয়ে নেন! এত সুন্দর একটা আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।ভাল থাকবেন,সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

আপনি অনেক ভাগ্যবান এরকম শশুর শাশুড়ি পেয়েছেন যারা কিনা আপনাকে নিজের মেয়ের মতই দেখে।। এটা একদম সঠিক যখন কেউ মা হয় তখন সন্তানের মর্ম খুব ভালোভাবে বুঝতে পারে।। না বলে কেউ কোন কিছু গিফট করলে সত্যি অনেক আনন্দ লাগে।। দোয়া করি আজীবন যেন শশুর শাশুড়ির সাথে এভাবেই আনন্দে জীবন যাপন করতে পারেন।

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার শাশুড়ি মা খুব ভালো মনের মানুষ। এবং আপনিও খুব ভাগ্যবান। ভাগ্যবান বলেই এমন একটি শাশুড়ি মা পেয়েছেন।

আপনার শ্বশুর অসুস্থ থাকা সত্ত্বেও আপনারা কি খাবেন, কি খেয়ে ভালোবাসেন সে জিনিসগুলো বাজারে আনতে গিয়েছে। আসলে এটা ভালবাসার জায়গা থেকে করেছে। বাবা-মায়েরা এমনই হয় ।সন্তানের ভালো লাগার গুরুত্বটা তাদের কাছে সবচাইতে বেশি প্রাধান্য দেয় । নিজের কথা ভাবে না তারা।

আপনি যে খাবারগুলো ভালোবাসেন সে খাবারগুলো আপনার শাশুড়ি মা আপনার জন্য রান্না করেছে। এতেই উপলব্ধি করা যায় যে আপনাদের প্রতি তাদের ভালোবাসার গভীরতা কতটুকু।

আপনি শাড়ি পড়েন না তাই আপনার শাশুড়ি মা আপনাকে উপহার দেওয়ার জন্য থ্রি পিস কিনে এনেছে। কাপড়টি যেমনই হোক না কেন আপনাকে যে ভালোবেসে দিয়েছে এই ভালোবাসাটাই অক্ষয় হয়ে থাকবে সব সময়। এ কাপড়টা হয়তো নষ্ট হয়ে যাবে একটা সময় কিন্তু ভালোবাসাটা অক্ষয় হয়ে থাকবে। যাইহোক আপনার আনন্দে কাটানো দিনটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল ভাল থাকবেন।