অনেক দিন পর ত্বকের যত্ন,,,,।

in hive-120823 •  15 days ago 

Monochrome Modern Fashion Photo Collage (1).png

কি দিয়ে শুরু করবো খুঁজে পাচ্ছি না,,,
আজ মনে হল প্রতিদিনের তুলনায় আজ অন্যরকম একটা পোষ্ট শেয়ার করবো,কারণ আমাদের যেমন প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না,ঠিক তেমন প্রতিদিন এক লেখা লিখতেও ভালো লাগেনা,,,এবং আমি জানি আমার মতন অনেকে এই আছেন প্রতিদিন এক লেখা পড়তেও মন বসে না,,, যে ভাবা সেই কাজ,,,আমি আপনাদের কথা চিন্তা করে একদম অন্যরকম একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি,,,

আর এই পোষ্টের মধ্যে থাকবে একদম সদা সত্য কথা যেমন টা আমি করি সেই টা শেয়ার করবো,,ইদানিং না আমি বেশ অলস হয়ে পড়েছি, শ্বশুর বাড়িতে থাকতে প্রতিদিন রান্না বান্না না করলে ও আমি বেশ কাজ করতাম, পড়ালেখা করতাম, বাচ্চাকে দেখতাম, সংসারের অন্যান্য কাজ গুছিয়ে রাখতাম যেমন টা ঘরের বউ করে এমন কি প্রতিদিন বিকেল বেলা শ্বশুর-শাশুড়ির জন্য নাস্তাও তৈরি করতাম আরো কত কি কাজ,,,,।।

কিন্তুুুুু ভাবনার বিষয় হলো এত কাজ করার পরেও আমি নিজের ত্বকের যত্ন নিতাম নিজেকে গুছিয়ে রাখতাম,,, কিন্তুু এখানে এসে বাসার মধ্যে দুই বেলা রান্না করে,,ঘর গুছিয়ে বাচ্চাকে পড়ালেখা করি ও তাতে এই যেন আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি,,, নিজের ত্বকের যত্ন নেওয়া তো দূরের কথা,,মাঝেমধ্যে তো আমার খাবার খেতেও মনে থাকে না।।।

ত্বকের যে বেহাল দশা হয়েছে,,, তা আর কি বলবো,,, বেশ কিছুদিন আগে একটা সুপার শপে গিয়েছিলাম সেখান থেকে আমার হাজবেন্ড এই ফেস প্যাক টা কিনে দিয়েছিলো,তবে বললাম ওই যে আমি যে অলস হয়ে পড়েছি দিন দিন,,,

আজ আমার মেয়ে বলছিল এ প্যাকেট টা নাকি ডেসিন টেবিলের উপর দিয়ে শুধু ঘোরাঘুরি করে,, এবং আর সবকিছু গুছিয়ে রাখতে নাকি অসুবিধা হয়,,,তাই মেয়ে টা এমন কথা শুনে একদম ঠিক করে নিলাম আজকে রূপচর্চায় বসে পরবো,,,🫣

যেহেতু হাজব্যান্ড বাসায় ছিলো তাই তাকে নিয়ে বসেছি,এর আগে বেশ কয়েক বার এই ফেস প্যাক টা ব্যবহার করেছিলাম,, আমার কাছে বেশ ভালো লাগে,, এটা ব্যবহার করাতে আমার মুখে কোন ধরনের দাগ ওঠে না,, এবং এটা ব্যবহার করতে আমার বেশ ভালই লাগে,,,তাই প্রথমে ফেস প্যাক টা প্যাকেট থেকে খুলে পানি দিয়ে ভালো ভাবে গুলিয়ে নিলাম,,

এরপরে আলতো হাতে মুখে সম্পূর্ণ জায়গায় লাগিয়ে নিয়েছি,, সেই সাথে আমার সাহেব কে একটু লাগিয়ে দিলাম যদিও সে লাগাতে চাইছিল না,, কারণ তার মুখে না দিয়ে দিলে আমার এখান থেকে কিছু গুলে রাখা ফেস প্যাক ফেলা নো যেতো,তাই তাকে ডেকে তার মুখেও দিয়ে দিলাম।। কারণ আমি যতটুকু জানি এবং মানুষের মুখে শুনেছি অপচয় কারী শয়তানের ভাই।

এরপরে এভাবে এই রেখে দিলাম ১০ মিনিটের মতো,,এবং দশ মিনিট পরে পানি দিয়ে খুব সুন্দর ভাবে মুখটা ধুয়ে নিলাম। এবং মুখটা ধুয়ে নেওয়ার পরে আমার কাছে অনেক ফ্রেশ মনে হয়েছিল এবং অনেক ভালো লাগছিলো,,,।সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরো ভালো লাগলো,,,।

আপনারাও ত্বকের যত্ন নিবেন নিজের খেয়াল রাখবেন,,, যেহেতু শীতকাল চলে এসেছে বিশেষ করে এই সময়টা তে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরী,,,তাই আমি বলব আমার মত সময় করে আপনারাও মাঝেমধ্যে এরকম তখন যত্ন নিবেন।

তো আমি আমার পোস্ট টা এখানেই শেষ করছি, আর বেশি দূরে যাবনা,, তো সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Thank you ❤️

Loading...
Loading...

মানুষ অভ্যাসের দাস। যখন যেমন পরিস্থিতি হয় সেভাবেই নিজেকে মানিয়ে নেয়। শশুরবাড়িতে থাকা কালীন সময়ে আপনি সারাদিনে অনেক কাজ করতেন কিন্তু তাতেও অলস হতেন না। তবে এখন বাসায় থাকা অবস্থায় আগের তুলনায় অনেক কম কাজ করার পরও ক্লান্ত হয়ে পড়েন এজন্য নিজের যত্ন নিতে পারেন না।

সংসারের কাজের বাইরেও নিজেকে সময় দেওয়া উচিত। তাই আজ নিজের যত্নে কিছুটা সময় দিয়েছেন। ভালো থাকবেন।

একদম ১০০% সত্যি কথা মানুষ অভ্যাসে দাস,,,
যখন অনেক বেশি কাজের মধ্যে ছিলাম তখনও নিজের দিকে খেয়াল নিতাম কিন্তু এখন ভুলে গিয়েছি।।
তবে অভ্যাস এবং একমত দিয়ে কাজ করলে সবকিছুই করা সহজ,,,,
কিন্তু আমার মনে হচ্ছে বয়স বাড়ছে তো 😃😃তাই অলসতা টা ঘরে এসে চেপে ধরছে 😁

  ·  15 days ago (edited)

ধন্যবাদ আপু আজকে আপনার পোস্টটি থেকে জানতে পারলাম হাজারো ব্যস্ততার মাঝে আপনি নিজের ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পেয়েছেন। তবে এটা জেনে আরো মজা পেয়েছি আপনি নিজের সাথে সাথে ভাইয়ার যত্ন নেওয়া শুরু করেছেন।

আমাদের উচিত সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজের দিকে খেয়াল রাখা। সব সময় এভাবেই নিজের যত্ন নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন।

প্রথমে ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য,,
কি আর করার এত এত কাজের মাঝে যদি নিজে দিকে একটু খেয়াল না করি ত্বকের যত্ন না নেই তাহলে কিভাবে হবে বলুন,, জেনে ভালো লাগলো আমার পোস্ট পড়ে আপনি মজা পেয়েছেন আপনাদের একটু আনন্দ দেওয়াই তো আমার কাজ।

বাহ হারবাল প্রোডাক্ট দিয়ে নিজের ত্বককে যত্ন নিচ্ছেন এটা কিন্তু খুবই ভালো আমিও কয়েকদিন আগে আপনার মত করে নিজের ত্বকের যত্ন নিয়েছি ইনশাল্লাহ আগামীকালকে আবারো একটু যত্ন নেব।

মাঝেমধ্যে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি কেননা দোলাবালি রোদের কালচে দেখ এগুলো ত্বকের ভিতরে জমে সৌন্দর্য নষ্ট করে ফেলে।

যাহোক এই প্রোডাক্ট পদ্ধতির বিষয়গুলো আপনি খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন আপনার লেখার মধ্য দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্টিকেল উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

আমার কাছে এই হারবাল প্রোডাক্টটি ভীষণ ভালো লাগে,, একটি ব্যবহার করা ফলে আমার মুখে কোন রকমের সমস্যা দেখা দেয় না।।
তাছাড়া এই ফেসপ্যাক ব্যবহার করাতে আমি আরো বেশ ভালো উপকার পাই,,, একদম ঠিক কথা বলেছেন মাঝে মধ্যে তো আপনার যত্ন নেওয়ার অত্যন্ত জরুরী,,, না হলে ধীরে ধীরে রোদে যাওয়ার কারণে কাছে দাগগুলো বেশি হতে থাকে,,, এবং আমাদের প্রত্যেকের সৌন্দর্য টাকে নষ্ট করে দেয়।।। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য।

যার মুখে যেট শুট করে আমি কখনো হারবাল প্রচার ব্যবহার করি নাই তাই এর উপকারিতা ও বলতে পারব না তবে আপনি যখন বলছেন যে এগুলো অনেক ভালো তাহলে ভালো হতে পারে। আর এটা দেখে আপনি অনেক উপকার পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে রিপ্লে দেওয়ার জন্য ভালো থাকবেন।

আসলে সংসারের মধ্যে কাজ করতে করতে একটি মানুষ অভ্যাস হয়ে যায় এবং যখন হঠাৎ করে সেই অভ্যাস থেকে দূরে চলে যায় তখন কোন কিছু ভালো লাগে না। তবে নিজেদের ত্বকের যত্ন নেয়া অনেক জরুরী এবং আপনি আপনার ত্বকের যত্ন নিয়েছেন এটা দেখে অনেক ভালো লাগলো আরো বেশি ভালো লাগলো আপনার হাজব্যান্ড ও নিজের ত্বকের যত্ন নিচ্ছে এটা দেখে হাসি ও পেলো এবং ভালোও লাগলো যাইহোক এতো সুন্দর একটি পোস্ট শেয়ার।