বালিশে মাথা দিয়ে আমার ভাবনা,,,, 🤔🤔

in hive-120823 •  last month 

IMG_20240901_114913.jpg

আসসালামু আলাইকুম,

  • প্রথমে শুকরিয়া আদায় করছি সৃষ্টিকর্তার কাছে, আমার এই ছোট্ট জীবনে কত রং বেরঙের মানুষ দেখেছি,শুধু কি দেখেছি মানুষগুলোর কাছ থেকে না সবার মতন অনেক কষ্ট পেয়েছি। তবে কষ্ট পাওয়ার পাশাপাশি আমি কিন্তু অনেক কিছু শিখেছি ,,এবং এখনো শিখছি, মাঝে মধ্যে নিজেকে দেখে নিজেই অবাক হই, আমি কি সেই আমি যে আমি টা কখনো বাড়ির বাহিরে একা চলতে ভয় পেতাম, আমার আম্মুকে ছাড়া কখনো একটা রাত কোথায় থাকি নি।

আজ সেই আমি কত কিছু সামলিয়ে রাখতেছি, সংসার মেয়ে স্বামী এবং নিজে আর তার পাশাপাশি বড় হচ্ছে আমার পড়ালেখা টা, শত কষ্ট করে হলেও কখনো একটা ক্লাস বাদ দেইনি, মাঝেমধ্যে অনেক ভয় হয় রাতে যখন একা একা বালিশে মাথা দেই তখন সব চিন্তা যেন আমার মাথার মধ্যে এসে ঢুকে আমি কি পারবো সামনের দিনগুলো নিজেকে নিয়ে যেতে।

woman-863686_1280.jpg
pixabay

এতকিছু সামলে আমি কি নিজের এক টা পর্যায় নিয়ে দাঁড় করাতে পারবো? আমি কি আমার বাবা-মার পাশে থাকতে পারবো? আমি কি আমার হাজবেন্ড সম্মান রাখতে পারব? আমি কি পারবো একজন বাড়ি বউ হিসেবে বাড়ির বাহিরে গিয়ে কাজ করতে শশুর শাশুড়িকে আমাকে যেতে দিবে? আমার মাথায় তো সংসারের কত দায়িত্ব, আর যদি না পারি তাহলে এখন এত কষ্ট করে কি হবে তখন?

যখন রাত হয় তখন এই শত শত চিন্তা যেন আমার মাথায় এসেছে চেপে বসে, কত শত ভাবনা ভাবতে থাকি, আর এসব ভাবনা ভাবতে ভাবতে নিজের অজান্তে যেন চোখের কোনে এক ফোটা পানি চলে আসে।কি হবে নিজের সাথে এত লড়াই করে, যদি নিজের মতো করে কিছু নাই করতে পারি।

early-morning-7525151_1280.jpgpixabay
আমি কি তখন সব কিছু স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারবো,ইদানিং বালিশে মাথা দিলেই হাজার প্রশ্ন ঘুরপাক খেতে থাকে মাথার মধ্য দিয়ে। যদিও এসব চিন্তাভাবনা করা আমার জন্য একদমই ঠিক না।।।তবে মন শুধু এরকম প্রশ্ন করেই যাচ্ছে,,।

তবে, সৃষ্টিকর্তা কাছে অনেক শুকরিয়া হয়তো তিনি আমার ভেতর একটা রহমত দিয়ে পাঠিয়েছেন,হয় তো। আমি কিছু নিয়ে ভেঙ্গে পড়লে খারাপ লাগলে দুঃখ লাগলে,যখন অনেক বেশি পেরেশানিতে থাকি। তখন সৃষ্টিকর্তার নাম স্মরণ করি।

এবং এটা বিশ্বাস করি, তিনি সবকিছুর মালিক তিনি চাইলে হয়তোবা আমি অবশ্যই পারবো, কারণ আমি কোথায় ছিলাম এবং কোথায় এসেছি, হয় তো বা আমি চেষ্টা করেছি তবে সবকিছুই তার নির্দেশে হয়েছে, তাই আমি মন খারাপ হলে সৃষ্টি কর্তার উপরে বিশ্বাস রাখি, এবং আমি এটাও মানি মন থেকে কিছু চাইনা অবশ্যই পাওয়া যায়।

কারণ তিনি সবসময় তার বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। হয়তো আমরাই সঠিকভাবে চেয়ে নিতে পারি না। আজ কেন জানি না খুব খারাপ লাগছিলো,সবকিছু জানা বোঝার পরেও মনটা খুব অস্থির কাজ করছিলো

হয়তো বা আমার মনের সমস্যা, তবে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে আমার খুব একটা খারাপ লাগেনি কথাগুলো বলছিলাম আর মনে হচ্ছিলো,ভিতরে থাকা জমা দুঃখগুলো সব উড়ে গেয়েছে।যাই হোক আজ অনেক কথা বলে ফেললাম,,,।

যেহেতু রাত অনেক হয়েছে তাই ঘুমাতে চলে যাব যদিও চোখে ঘুম নেই আর কেনই বা নেই সেটার উত্তরও জানা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মানুষের জন্মের থেকেই লড়াই করে। এই পৃথিবীর বুকে বাঁচতে হবে, আমাদের সবার,এটাই চিরন্তন সত্য। এটা আমরা সবাই জানি, আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম। আপনি এখনো পড়াশোনা করছেন, জেনে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, এত দূর পর্যন্ত যেহেতু আপনি চলে এসেছেন, আমি দোয়া করি, আপনার মনের আশা যেন পূরণ করে আল্লাহ। আর একটা জিনিস আপনি ঠিকই বলেছেন, মনের কষ্টের কথাগুলো যদি ভালোবাসার মানুষ গুলোর কাছে বলা যায়। তাহলে মন অনেক হালকা হয়। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

কমেন্ট পড়ে খানিকটা ভালো লাগলো, একদম বলেছেন আপনি মানুষ জন্ম থেকে লড়াই করে হয়তো এই চিন্তাভাবনা থেকে কখনো পিছনে ফিরে গেলে আবার সামনের দিকে তাকিয়ে নিজেকে আশার আলো দেখানোর চেষ্টা করি।

মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দিয়ে আমি কি করবো ভবিষ্যতে এটা না ভেবে আমি এটা চিন্তা করি আমি একটা মানুষ এবং সৃষ্টিকর্তা আমাকে সুস্থ স্বাভাবিক রেখেছে এবং আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য।

IMG_20250105_003221_524.jpg

প্রিয় স্যার, @nishadi89 আপনাকে অসংখ্য ধন্যবাদ।

IMG_20250105_003221_524.jpg

Thank you 💕

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...

জীবন মানে যুদ্ধ। আমরা প্রতিনিয়ত যুদ্ধই করে আসছি এ সংসারটা হচ্ছে যুদ্ধক্ষেত্র মায়ের গর্ভ থেকেই যুদ্ধ করে পৃথিবীতে এসেছি ।এই সংসারটাকে মাঝে মাঝে যুদ্ধের চাইতে বড় কিছু মনে হয় ।যুদ্ধক্ষেত্রে তো একদিন কিংবা কয়েকদিন যুদ্ধ করে যুদ্ধ একটা সময় সমাপ্ত হয়ে যায় কিন্তু আমাদের সংসার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে। যাই হোক যুদ্ধ করে আমাদেরকে বাঁচতে হবে ।যতক্ষণ আমাদের মধ্যে প্রাণ আছে ততক্ষণ যুদ্ধ করে যেতে হবে।
পরিশ্রম, বিশ্বাস এবং চেষ্টা এই তিনটা গুন যে মানুষের মধ্যে আছে সে জীবনে বিজয়ী হবেই হবে ।ঈশ্বর ও তাদের সহায় হন।আপনি ঠিক বলেছেন ইশ্বর আমাদের ইচ্ছে পূরণের জন্য সদা সর্বদা প্রস্তুত ।ইচ্ছে পূরণের জন্য সব সময় বিশ্বাসের সাথে পরিশ্রম করে যেতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মনের ইচ্ছা যেন ঈশ্বর পূরণ করেন ।আপনি শ্রম দিলে অবশ্যই সফল হবেন। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

আপনার লেখা খুবই অনুভূতিপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। জীবন কঠিন হলেও আল্লাহর উপর ভরসা রাখুন, তিনিই পথ দেখাবেন। আপনার চেষ্টা এবং ধৈর্য একদিন অবশ্যই ফল দেবে। সাহস হারাবেন না, আপনি সব সামলাতে পারবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।

মনের সাহস সব চাইতে বড় সহজ যদি আপনি মনে করেন আমি এটি পারব ইনশাআল্লাহ আপনি সেটা পারবেন।। ছোট থেকে বড় ও হওয়ার সময় আমরা অনেক পথ অতিক্রম করি আর যখন আমাদের সংসার জীবন আসে তখন আমরা জীবনের আসল মানে বুঝতে পারি।। কত রঙ্গের মানুষ কত ভাবনার মানুষ সব মিলিয়ে আমরা অনেক কিছুই জানতেও শিখতে পারি।। দোয়া করি আপনি যেন আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেন।।

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য, হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন মনের সাহস সবচেয়ে বড় কথা।
কথায় আছে মনে যদি সাহস থাকে, আমরা যতই অসুস্থ থাকি না কেন পাহাড়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত পৌঁছাতে পারবো। ধন্যবাদ জানাই

আপু আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। এছাড়াও আপনি এতো কিছু সামলানোর পরেও যে নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন এটা জানতে পেরে খুব ভালো লাগলো। কেননা অনেকের বিয়ের পর লেখাপড়া চালিয়ে যেতে পারে না। আপনি ঠিকই বলেছেন আমাদের কষ্টের কথা যদি আমাদের মনের মানুষের সাথে শেয়ার কারা যায় তবে সৈই কষ্ট অনেকটা কমে যায়।

ভালো থাকবেন আপু।

আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, মাঝে মাঝে খুব কষ্ট হয় সবকিছু থেকে পিছিয়ে পরি হাল ছেড়ে দেই তবে যখন স্বপ্ন দেখি তখন আবার ঘুরে দাঁড়াই।
কারণ জীবনে কষ্ট না করলে কখনো কষ্টের ফল পাওয়া যায় না। আর তাই সেই লক্ষ্যেই পৌঁছানোর চেষ্টা করছি নিজের সাথে। প্রতিনিয়ত লড়াই করে। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।