- মাঝেমধ্যে আমাদের সাথে এমন ঘটনা ঘটে যার জন্য আমরা একদমই প্রস্তুত থাকি না, ঠিক এমনই একটা দিন কেটেছে গতকালকে আমার। কখন বিপদ আসবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে,,। আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন বিপদ যদি আসে ঘরের ভিতরে বসে থাকলেও সে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না,,।
তবে এ কথাও সত্য নিজেকে যতটা সেভে রাখা যায় ততটাই ভালো। কারণ নিজেকে সাবধানে রাখাটা সবচেয়ে বেশি জরুরি ভালো এবং সুস্থ রাখার জন্য। আমি বাবার বাড়িতে আছি হয়তো জেনে থাকবেন, গতকালকে দুপুরের পরে খাবার খেয়ে একটু শুয়ে ছিলাম। হঠাৎ করে ফোন আসলো, আমার শ্বশুর এক্সিডেন্ট করেছে,,।
তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, যত দ্রুত সম্ভব আমাকে যেতে হবে। এমন একটা খবর আমি প্রথমে শুনি মনে হল আকাশটা মাথায় ভেঙ্গে পড়েছে। এমনিতেই আমি অসুস্থ তার উপরে বাসায় আমার আম্মু আব্বু কেউ ছিল না। আমার ঘা রীতিমতো থর থর করে কাঁপছিলো,,আমার শ্বশুর বাড়িতে শশুর এবং শাশুড়ি থাকে আমার হাসবেন্ড ও দেবর চাকরির ক্ষেত্রে বাড়ির বাহিরে।
শশুরের কাছে যারা ছিলেন তারা আমাকে ফোন দিয়েছেন তার ফোন থেকে, আমি তার খবর শুনে কথা বলতে বলতে কোনমতে বোরখা টা পরে একটা ব্যাগ নিয়ে বের হয়ে গিয়েছি, আমার শ্বশুর বাড়ির পরিবারে আমার শশুর আমার কাছে একজন শ্রেষ্ঠ মানুষ।। আমার শুধু একটা কথাই মনে আসছিল হয়তো তার খুব খারাপ ভাবে এক্সিডেন্ট হয়েছে যার, কারণে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে আর সত্যি তার যদি কিছু হয়ে যায়,,তাহলে আমাকে সাহস কে দিবে।
তিনি আমাকে কখনো বউয়ের চোখে দেখেনি সব সময় মেয়ের মতো ভালোবাসতো, মানে এত বেশি কষ্ট লাগতেছিলো মানে ১০ মিনিটের হাঁটা পথ আমি যেন দুই মিনিটে চলে এসেছি। কোনভাবে গাড়িতে উঠে আমি সোজা হসপিটালে চলে আসি,, এবং আস্তে আস্তে আমি সবার কাছে ফোন দিয়ে বিষয়টা জানাই ।
হসপিটালে যাওয়ার পর আমার শ্বশুর আমাকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারিনি,,তিনি এরকম সময় এসেও আমাকে বলতেছে তুমি তো অসুস্থ তুমি কেন আসলে অন্য কাউকে বলতে,একটা মানুষ কতটা ভালবাসলে এমন কথা বলতে পারে ,, এরপরে জরুরী বিভাগের নিয়ে তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট শুরু করি,,।
এর মাঝে জানতে পারি কিভাবে কি হলো, ওই যে কথায় আছে বিপদ আসলে ঘরের ভিতর থাকলেও বিপদ আসবেই , আমাদের গ্রামে একটা লোক মারা গিয়েছে তিনি সে জানাযায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ছিলো,এবং রাস্তায় রাস্তার পাশে একটা দোকানে বসে চা খেতেছিলো কয়েক জনে সাথে মিলে,,,।
যেহেতু একটু দেরি হবে তাই দোকানে বসেই কথা বলছিলো,অন্য দিক থেকে রাস্তায় একটা অটো এবং ভ্যান এমন ভাবে এক্সিডেন্ট হয়েছে, একদম দোকানের ভিতরে ঢুকে আমার শশুরের গায়ে লাগে, এবং প্রচন্ড ভাবে আঘাত পায়,যেখানে বসা ছিল তার থেকে আরো অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়েছে।
শুধু সে না তার সাথে আরো দুইজনও বেশ আঘাত পেয়েছে তবে আমার শাশুরের আঘাতের পরিমাণটা অনেকটা বেশি ছিলো,কি আর বলব বর্তমানে গাড়ি চালকদের যে অবস্থা এতে রাস্তায় বের হতেও ভয় লাগে। যাইহোক এরপরে তাকে এক্সরে করানো হলো রিপোর্ট দিলো,আমি তো শুধু আল্লাহকে ডাকতে ছিলাম কোন খারাপ রিপোর্ট যেন না আসে,,।
এরপরে রিপোর্ট আসলো সৃষ্টিকর্তার অশেষ রহমতে রিপোর্টটা খুব ভালো এসেছিল পিঠে অনেকটা ব্যথা পেয়েছে তবে কোথাও ভেঙে যায়নি।এর মাঝে আমার আম্মু, আমার মামা শ্বশুর, শাশুড়ি, তারাও এসেছিলেন। এরপরে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে সোজা আমার শ্বশুর বাড়িতে শশুরকে নিয়ে চলে আসি।
দিনের শেষটা যেভাবে কাটবে কল্পনাতেও ভাবি নি। তবে আল্লাহ অল্পতে রক্ষা করেছে তাতেই শুকরিয়া, সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য,তিনি খুব ভালো মনের একজন মানুষ। আমার পড়ালেখা থেকে শুরু করে রকমের কাজে তিনি আমাকে বেশ সাহস দেন। তার এমন এক্সিডেন্টে নিজেকে বেশ অসহায় লাগছে।
আজ বছরের শেষ দিন মেয়েকে আমার আম্মুর কাছে রেখে এসেছি,, বছরের প্রথম দিনটা হয়তো ওকে ছাড়াই আমাকে কাটাতে হবে ভীষণ রকমের খারাপ লাগছে,,। তবে আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা সবকিছু আমাদের ভালোর জন্যই করে,, যাইহোক সবাই ভাল থাকবেন এবং আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
আল্লাহর রহমতে আপনার শ্বশুরের অবস্থা ভালো হয়েছে শুনে খুশি হলাম। সত্যি, কখনো কখনো জীবন এমন হঠাৎ বিপদে পড়ে, যা আমরা একদমই কল্পনাও করি না। আপনার শ্বশুর যে কত ভালো মনের মানুষ, তা আপনার লেখার মধ্যে স্পষ্ট। এটা সত্যি যে, জীবনে যেকোনো পরিস্থিতিতেই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা উচিত। আপনার শ্বশুরের দ্রুত সুস্থতা কামনা করি এবং আপনার পরিবারকে আল্লাহ সবসময় ভালো রাখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবনে কখন কি হয় সেটা আমরা কেউই বলতে পারি না তবে এটা সত্য আমরা যতটুকু পারি নিজেদেরকে সেভ রাখার চেষ্টা করি তবে আল্লাহ তা'আলা আমাদের কপালে যেটা রেখেছেন সেটা করবে এটা স্বাভাবিক তা না হলে কিভাবে অটো গাড়ি রাস্তায় না চলে দোকানের ভিতর ঢুকে যায় এটাও তো চিন্তার বিষয়।
আশা করি বর্তমান সময়ে আপনার শ্বশুর অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আসলে আমাদের সাথে যেটা ঘটে যায় সেটা আমাদের ভালোর জন্যই ঘটে যায় চিন্তা করবেন না ইনশাল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আর সন্তানকে ছাড়া বছরের প্রথম দিনটা কাটাবেন এটা একটা খারাপ বিষয় তবে কিছুই করার নেই ধন্যবাদ বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যদি বিপদ লেখা থাকে তাহলে আপনি যেখানেই থাকেন না কেন সেটা আপনার সাথে ঘটবেই।। বর্তমান সময়ে রাস্তাঘাটে নিজের সতর্ক থেকেও লাভ হয় না কারণ বিপরীত পাশের মানুষ যদি সতর্ক না থাকে।। আপনি সত্যি ভাগ্যবান এরকম একটা শ্বশুর পেয়েছেন তবে দোয়া করি খুব দ্রুত যেন আপনার শ্বশুর সুস্থ হয়ে ওঠে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit