DR, DAVEY "BLOCK SOAP" সাবানের এর রিভিউ।

in hive-120823 •  last month 

IMG_20241230_130611_560.jpg

প্রিয় বন্ধুরা,

  • আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ রকমের একটা পোস্ট শেয়ার করব আর আমি একটাই আশাবাদী, যে আপনাদের এই বিষয়টা সম্পর্কে জানতে পেরে অনেকটা ভালো লাগবে, আগে থেকে বলে রাখছি গুগলে সার্চ করলে এমন কিছু রিভিউ নেই যে আপনি পাবেন না, তবে হ্যাঁ আজ আমি সম্পূর্ণ রকমের নিজের ব্যবহৃত করা এবং উপকৃত হওয়া একটি সাবান সম্পর্কে আমার মতামত কে আপনাদের কে অবগত করব।

কারন আমি জানি আমার মত হয়তো অনেকে নিয়োজিত গৃহিনী আছেন, ও হ্যাঁ গৃহিনী বললে আমার খানিকটা ভুল হবে এটা পুরুষরাও ব্যবহার করতে পারবেন, দেখা যায় তাদের কাজের পরিমাণ এত বেশি থাকে, ও সংসারের এত বেশি চাপ নিতে হয় যে মুখের বারোটা বেজে যায় না,তবুও সুযোগ হয় না।

IMG_20241230_130611_610.jpg

যেমনটা আমি নিজে, নিজের খেয়াল একদম নিতে ইচ্ছা করে না, তাই আমার হাজব্যান্ড এই সাবানটি আমাকে কিনে দিয়েছিল ব্যবহার করার জন্য, কিন্তু আমি প্রথম দিকে একদমই কোন গুরুত্ব দেইনি, ওই যে কথায় আছে না বাঙালি পরামর্শ নিতে জানে না, তো আমার অবস্থা হয়েছিল এই রকম,,।

কিন্তু আমি একদিন খেয়াল করি সাবানটার সম্পর্কে সম্পূর্ণ কিছু জানলাম,, কেমন ধরনের ত্বকে এই সাবানটা সবচেয়ে বেশি কাজ করে। পরবর্তীতে আমি কয়েকদিন ব্যবহার করেই দেখলাম এবং যে বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি।

IMG_20241230_130610_862.jpg

যে ত্বকের জন্যে Block Soap সাবান টা সবচেয়ে বেশি কার্যকর।

  • যাদের ত্বকে সবচেয়ে বেশি তৈলাক্ত ভাব থাকে।
  • ত্বক অনেক বেশি খসখসা থাকলে।
  • যাদের ত্বকে ছোট ছোট কালো স্পট থাকে।
  • যাদের নাকের উপরে ব্ল্যাকহেডস জমে থাকে।
  • এছাড়া ব্রন ও যেকোনো ধরনের কালো দাগ দূর করতে এই সাবান বেশ কার্যকর।

প্রিয় বন্ধুরা আমি মনে করি, যাদের ত্বকে এই উপরোক্ত সমস্যাগুলো আছে তারা এই সাবানটা ব্যবহার করতে পারেন, এবং সমস্যাগুলো দূর করতে পারেন কারণ নিজেকে ফিট রাখা সবচেয়ে বেশি জরুরী, কারণ নিজের যত্ন নিজেকেই করতে হবে। আপনাকে কেউ ভালো বাসবে ভালো জানবে খেয়াল নিবে কিন্তু ত্বকের যত্ন কেউ করবে না। তার নিজেকে নিয়ে নিজেকেই ভাবতে হবে,চিন্তার কোন কারণ নেই আমি তো আছি।

IMG_20241230_130611_139.jpg

চলুন তাহলে বলছি কি ভাবে Block Soup সাবান টা ব্যবহার করতে হয়।

এ সাবানটি ব্যবহার করা খুবই সহজ, এ সাবানটি ব্যবহার করলে অন্য কোন ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই, এই সাবানটি আপনি প্রতিদিন তিনবার ব্যবহার করবেন, শুরুর আগেই বলে রাখছি কখনোই সাবান হাতে নিয়ে মুখে ঘষা দিবেন না, এটা হতে পারে যেকোনো ধরনের সাবান,,।

হাতে অল্প একটু পানি নিবেন এবং দুই হাতের সাহায্যে সাবানটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিবেন, এরপরে মুখে আলতো করে মেসেজ করবেন, দুই থেকে তিন মিনিট এরপরে হালকা ঠান্ডা পানি দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিবেন। ঠিক একই পদ্ধতিতে তিনবার ব্যবহার করবেন ভালো ফলাফল পেতে হলে।

IMG_20241230_130611_610.jpg

এই সাবানটি দিয়ে মুখ ধোয়ার পরেই আপনি বুঝতে পারবেন আপনার মুখটা কতটা ফ্রেস লাগছে,, তবে হ্যাঁ সাবধানতা অবলম্বন করা খুবই জরুরী, যাদের ত্বক খুব বেশি পাতলা। তাদের জন্য এই সাবানটা তিনবার ব্যবহার করার কোন প্রয়োজন নেই দিনে এক থেকে দুই বার ব্যবহার করলেই হবে।

খুব বেশি না অল্প কিছুদিন ব্যবহার করার পর এই আপনি বুঝতে পারবেন আপনার মুখে পরিবর্তন,,সেই সাথে বলে রাখছি খুব একটা দাম নয় ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন এই সাবান টা। তবে হ্যাঁ একটু খেয়াল করি দেখে কিনবেন কারণ বর্তমান বাজারে নকল প্রোডাক্টের অভাব নেই, আপনি চাইলে আমার দেওয়া ছবিটা খেয়াল করে কিনতে পারেন।

  • যাইহোক অনেক বকবক করলাম হয়তো তবে, যাদের ভালো লাগবে অবশ্যই ব্যবহার করে দেখবেন, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিটা বছরই শীতের সময় আসলে আমাদের ত্বকের যত্ন আগের চাইতে অনেক বেশি করতে হয়। আসলে আমাদের মুখে বেশিরভাগ মানুষেরই তৈলাক্ত ভাব অনেক বেশি থাকে।বিশেষ করে আমার মুখের মধ্যে রয়েছে, আসলে ত্বকের মধ্যে তৈলাক্ত ভাব থাকলে ত্বকের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আজকে আপনার সাবানের রিভিউ সম্পর্কে জানতে পেরে আমি অনেক বেশি আনন্দিত হয়েছি।

সব জিনিসেরই কিছু ভালো দিক এবং মন্দ দিক রয়েছে। প্রতিটা বিষয়ে মাথায় রেখে সেই জিনিস ব্যবহার করাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। সে ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। ধন্যবাদ সাবান সম্পর্কে এত চমৎকার রিভিউ দেয়ার জন্য। ইনশাল্লাহ অবশ্যই একটা কিনে ব্যবহার করার চেষ্টা করব ফলাফল টা নিশ্চয়ই নিজেই দেখতে পাবো। ভালো থাকবেন।

জ্বী আপু আপনি একদম ঠিক কথাই বলেছেন, শীতের সময় আমাদের ত্বক খুবই রুক্ষ থাকে। তাই ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরী। হ্যাঁ অবশ্যই ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারেন।

আপনার পোস্টটি সত্যি খুবই সহায়ক এবং তথ্যবহুল! আপনি যেভাবে সাবানের ব্যবহার এবং তার উপকারিতা বিস্তারিতভাবে শেয়ার করেছেন, তা অনেকের জন্য উপকারী হতে পারে। বিশেষ করে যাদের ত্বকে তেলতেলে ভাব এবং অন্যান্য সমস্যা রয়েছে, তারা নিশ্চয়ই উপকৃত হবেন। এছাড়া সাবান ব্যবহারের সহজ পদ্ধতিও খুব স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এই valuable ইনফো শেয়ার করার জন্য। আশা করি আরও এমন পোস্ট পাবো আপনার কাছ থেকে।

Loading...

সত্যিই আপনার পোস্টটি অনেক অসাধারণ, Block Soap সাবানের সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম, আপনার পোস্টটি যখন আমি পড়লাম। এই সাবানের উপকারিতা আপনি খুব ভালোভাবে তুলে ধরেছেন, এবং সাবানটি কিভাবে ব্যবহার করতে হয় তা অনেক সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এরকম ভিন্ন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

বর্তমান সময়ে একই রকম দেখতে হাজারো সাবান দেখা যায় কিন্তু সব সাবানের উপকারিতা এক রকম হয় না।। আর হ্যাঁ বাঙালি পরামর্শ নিতে চায়না শুধু দিতে চায়।। আজকে এই সাবান সম্পর্কে জেনে বেশ ভালো লাগলো ত্বকের জন্য অনেক উপকারী একটি সাবান আর ত্বক ভালো রাখতে কে না চায়।।