Photo edited by canva
আবারো হাজির হলাম আপনাদের মাঝে,, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে, প্রতিবার কনটেক্সটে অংশ গ্রহণ করা মানে নিজেকে কিছু শেখা এবং নিজের নিজের জ্ঞানের চর্চা করা। এ বারের বিষয়টা ও আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো চলুন কথা না বলে প্রশ্নের উত্তরে যাওয়া যাক।
there is a woman? Explain!"
আমি একদম বিশ্বাস করি একজন সফল মানুষের পিছনে একজন নারীর ভূমিকা থাকে অনেক বেশি,,। এ প্রশ্নের উত্তরটা দিতে আমাকে বেশি দূরে যেতে হবে না, কারণ আমার মনে হয়,আমাদের মতন এরকম পরিবার পৃথিবী তে হাজারোও আছে, এরকম গল্প হাজারো ও পরিবার রয়েছে,,সন্তানকে এই পৃথিবীতে আনা যত টা কঠিন তার থেকে হাজারও কঠিন একটা সন্তানকে বড় করা মানুষ করা এবং সন্তানের সফলতার মুখ দেখা,,।
আর এই সফলতার পেছনে ভূমিকা কিন্তুু নারী থাকে সেটা হতে পারে ভিন্ন ভিন্ন পরিচয়,,আমি বলতে শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে, তিনি কি ভাবে আমার হাজব্যান্ড কে মানুষ করেছে, বড় করেছি এবং একটা পর্যায়ে গিয়ে তার ভবিষ্যৎ জীবন টা সুন্দর ভাবে কাটাবে বলে তাকে একটা সরকারি পদে নিয়োজিত করেছে, আর এই সম্পূর্ণ জার্নিটার পিছনে ছিলো আমার শাশুড়ির অনেক বেশি ভূমিকা,,,তিনি না থাকলে হয়তো এতদূর আশা কখনোই সম্ভব হতো না।
এরকম প্রত্যেক টা পরিবারে হাজারো উদাহরণ রয়েছে, একটা পুরুষকে তার সফলতার মুখ দেখানোর পিছনে, যে একটা নারীর কত শত ভূমিকা রয়েছে তা বলে শেষ করা যাবে না।তাই তো বলছিলাম আমি বিশ্বাস করি একটা পুরুষ কে সফলতার মুখ দেখানোর পিছনে একটা নারীর ভূমিকা অনেক বেশি।
জন্মের পর থেকে মৃত্যু অবধি। আমরা বয়স বাড়ার সাথে সাথে ভিন্ন ভিন্ন সম্পর্কে সাথে জড়িয়ে থাকে।জীবন চলার পথে যেমন উঁচু নিচু আছে ঠিক তেমনি সম্পর্কের মাঝে উঁচু নিচু সম্মুখীন হতে হয় আমাদের। তবে দুই এর মাঝে যদি মিল থাকে তাহলে সে সম্পর্কে স্থায়ী করা অনেক বড় সহজ একটা ব্যাপার হয়ে যায়,সেটা হতে পারে যে কোনো ধরনের সম্পর্ক আর এই ইচ্ছা টা কিন্তু এক জনের ভিতর থাকে চলবে না। কারণ আমরা সবাই জানি একতরফা কখনোই ভালোবাসা টিকে থাকে না।তাই আমার মনে হয় একটা সম্পর্ক কে সুন্দর করার পেছনে সেই মানুষ গুলোর অনেক বেশি ভূমিকা পালন করা দরকার। তাহলে সে সম্পর্ক টা স্থায়ী হবে।
প্রশ্ন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর আমি ১০০ ভাগ মনে করি একটা পুরুষ যেভাবে সমাজে বুক উঁচু করে চলতে পারে ঠিক একটা নারীরও চলা উচিত, কিন্তুু এটা অনেক অংশেই কম। বলা হয় আমরা আধুনিক যুগের মানুষ কিন্তুু এই আধুনিক যুগে এসে ও নারীরা অনেক পিছিয়ে আছে।অন্যান্য দেশে কম বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে।
|
https://pixabay.com/vectors/equal-equality-equilibrium-gender-5366151/
একটা পুরুষ যেভাবে সমাজে চলে একটা নারী সে ভাবে চলতে পারে না। একটা নারী ঘর থেকে বের হওয়ার আগে তাকে দিতে হয় হাজারো কৈফত পরিবারের কাছে,অনেক বাধার সম্মুখীন হতে হয় তাকে, নারী তখন সমাজের কাছে সমান অধিকার পায় না, নারী তার সম্মান থেকে বঞ্চিত হয়,,,।
তবে, একটা পুরুষ কে যেমন তার সফলতা চূড়ায় পৌঁছাতে হলে নারীর প্রয়োজন ঠিক তেমনি একটা পুরুষ পূর্ণতা পায় না নারী ছাড়া,তবে সমাজ টা কত অদ্ভুত তাই না সেই পুরুষ এই মানতে রাজি নয় যে নারী হচ্ছে তার জীবনের আসল চাবি,সমাজে কিছু পুরুষের জন্য এখনো নারীর অনেক পিছিয়ে আছে,,তাই আমি বলব নারী পুরুষের সমান অধিকার থাকা প্রয়োজন একটা নারীকে সম্মান করা স্বাধীনতা দেওয়া প্রত্যেক টা রাষ্ট্রের ও সমাজের উচিত।তাহলে সমাজ এবং দেশ দুইটাই সুন্দর হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে, নিজের মতামত টা শেয়ার করতে পেরে, তাই আমিও আমার প্রিয় তিনটি বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,,,@mdsuhagmia..@rasel72..@suryati1অংশগ্রহণ করার জন্য।

Terimakasih temanku, pendapat anda sungguh luar biasa saya juga mendukungnya, itu sangat bagus sekali
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Even if I can't translate. I love your ability.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আমিও বিশ্বাস করি একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর ভূমিকা অপরিসীম অনেকেই এটা বিশ্বাস করতে চায় না বা স্বীকার করতে চায় না তবে আমি তাদেরকে বলব নিজের সফলতা কতটুকু অর্জন করেছেন সেটা দেখার পর পিছনে কে ছিল একবার ফিরে দেখার চিন্তা করবেন।
বর্তমান সময়ের প্রতিটা জায়গায় নারীরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন ধরনের সফলতা অর্জন করছে তাই আমি মনে করি অবশ্যই নারী পুরুষের সমান অধিকার সমাজে দেয়া উচিত তাহলে নারীরা আরও বেশি অগ্রাধিকার হয়ে সমাজের উন্নতি করতে পারবে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। একজন পুরুষের সফলতার পেছনে একজন নারী রয়েছে এটার সাথে আমি সহমত পোষণ করছি।। এছাড়াও আপনি বিভিন্ন ভাবে তুলে ধরেছেন সব মিলিয়ে চমৎকারভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো। নারীর গুরুত্বের বিষয়টি আপনি যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার বিষয়বস্তুর সাথে আমি একদম একমত, সমাজে নারী-পুরুষের সমান অধিকার থাকা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে নিমন্ত্রিত করার জন্য। আপনার জন্য সব সময় শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit