প্রথমে জানাই মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হাজবেন্ডের ছুটির কারণে বাড়িতে এসেছি আর বাড়িতে আসার পরে আমার মূল উদ্দেশ্য ছিল আমি কোন একদিন কলেজে যাবো,,।
কারণ স্বামী সন্তানের খেয়াল নিতে নিতে বাড়ি থেকে শহরে গিয়ে আমার পড়ালেখার একদম নাজেহাল অবস্থা হয়েছে, যেসব স্যার ও ম্যাম আমাকে খুব ভালো জানতে হয়ত তাদের চোখেও আমি এতদিনে অন্যরকম হয়ে গিয়েছে।। আর এমনটা হওয়ার স্বাভাবিক যে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত ক্লাস করে এবং পড়ালেখায় একটিভ থাকে তাদের প্রতি সার ম্যাম দের অন্যরকম একটা ভালোবাসা ও থাকে,,।
এবছরের মত আমার কখনোই হয়নি পড়ালেখার জীবনে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব সুন্দর ভাবে ক্লাস করেছি কিন্তু এই তৃতীয় বছরে এসে ঢাকায় যাওয়ার পর থেকে একদমই ক্লাস করার সুযোগ হয়নি খুবই কম ক্লাসে গিয়েছি। তাই আজ মনে মনে ঠিক করেছি কলেজে যাব তাছাড়া আমাদের কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে,,।
যদিও আজ ১৭ই ডিসেম্বর, এই অনুষ্ঠানটা গতকালকে হওয়ার কথা ছিলো, কলেজের অনুষ্ঠান তো হয়েছেই তবে অনার্স দ্বিতীয় বছরের ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড দেওয়ার জন্য আমাদের বিভাগে এই অনুষ্ঠানটা আজকে করা হচ্ছে। সেই সাথে আজকে কলেজ হয়ে বন্ধ হয়ে যাবে তাই আমারও কিছু কাজ ছিল কলেজে সেজন্যই আজকে যাওয়া।
বাসা থেকে বেরিয়ে ছিলাম সাড়ে নটার দিকে, এরপরে দশটা দশ নাগাতে কলেজে পৌঁছে গেলাম , এখনো শশুর বাড়িতেই আছি বাবার বাড়ি যাওয়া হয়নি তাই বাবার বাড়ির সামনে দিয়ে কলেজে চলে গেলাম। খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে কলেজে পৌঁছাতে ৪০ মিনিটের মত সময় লাগে। এরপরে প্রথমেই আমার প্রিয় একটা স্যার আছে বাংলা বিভাগে আমার খুব ভালো জানে আমি তার সাথে দেখা করলাম।
সেই সাথে একটা ম্যাম আছে উনিও আমাকে অনেক ভালো জানে, তার সাথে দেখা করার পরে আমি আমার কিছু বান্ধবীদের সাথে আলাপ আলোচনা করি পড়ালেখার বিষয়,, এর মধ্যে আমার কলেজের কাজটা সেরে নেই,, আর তারপরে শুরু হলো মহান বিজয় দিবস উদযাপন্,।
প্রথমে বিভাগীয় প্রধান ম্যাম স্যার অনেকেই বক্তব্য রাখলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আসলে এই দিনটির কথা বললে হয়তো শেষ হবে না, তবুও ছোট্ট করে বলছি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
এরপরে বিভাগীয় সহপাঠীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল কবিতা এবং গান করা হয়েছিলো,যেগুলো খুবই মনোযোগ সহকার কারে শুনছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল সময় যেন কখনোই ফুরিয়ে গেল।
এরপরে স্যারের বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠান শেষ হলো, অনুষ্ঠান শেষে হালকা নাস্তার আয়োজন করা হয়েছিল সবার জন্য,, এরপরে বাড়ি ফিরে যাওয়ার আগে আমি আবারো একটু, ম্যামের সাথে কথা বললাম কারণ তৃতীয় বছরের এখনো ফরম ফিলাপ হয়নি,, এবং জানতে পারলাম এ মাসে না হলেও আগামী মাসে হবে।।
তাই তার সাথে কথা বলা শেষ করে আমি আমার বান্ধবীর সাথে সোজা বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে প্রায় দুইটা বেজে গিয়েছিলো,,বাসায় এসে হাতমুখ ধুয়ে শাশুড়ি আমাকে বললাম খাবার দিতে,,। এবং খেয়ে দেয়ে বিশ্রাম নিলাম। আর বিশ্রাম নিতো নিতে আপনাদের জন্য পোস্টাও রেডি করে ফেললাম।
- তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পোস্টে দেখা হবে, ইনঅশাল্লাহ।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুরুতেই জানাই আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। পড়াশোনার প্রতি আপনার আন্তরিকতা এবং কলেজের প্রতি আগ্রহ সত্যিই প্রশংসনীয়।
যদিও কিছুদিনের জন্য পড়ালেখার ব্যাপারে মনোযোগ দিতে না পারলেও, আজকের দিনে কলেজে গিয়ে বিজয় দিবস উদযাপন এবং আপনার প্রিয় স্যার-ম্যামদের সাথে দেখা করার যে অনুভূতি তা অনেক সুন্দর।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশে ফিরে যাওয়ার মতো কিছুই নেই, এবং বিশেষ করে সেই দিনের অনুষ্ঠান তো আপনার মনটাকে আরও উজ্জীবিত করেছে। আপনার মনোযোগ আপনাকে অবশ্যই ভালো জায়গায় নিয়ে যাবে।সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit