RE: Incredible India monthly contest of January #1|Goal that I want to achieve in 2025.

You are viewing a single comment's thread from:

Incredible India monthly contest of January #1|Goal that I want to achieve in 2025.

in hive-120823 •  16 days ago 

নতুন বছরের আপনার লক্ষ্যগুলো শুনে ভীষণ ভালো লাগলো, নিজেকে আরও ভালোভাবে তৈরি করা এবং এই প্লাটফর্মে নিজেকে একটা পর্যায়ে নিয়ে দাঁড় করানো, আমার মনে হয় প্রতিনিয়ত কাজ করে গেলে এটা পানির মত সহজ হবে।

এবং নিজেকে পরিবর্তন করার জন্য আপনি যে লক্ষ্য গুলো বেছে নিয়েছেন এটা খুবই ভালো, কারণ একটা মানুষের ভিতরে যদি এতগুলো সতর্কতা থাকে তাহলে সে অবশ্যই অর্জনের দিকে পৌঁছাতে পারবে।
ধন্যবাদ আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই ভালো লেগেছে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমরা আমাদের জীবনের মূল্যবান মুহূর্ত বা সময় হারিয়ে ফেলেছি সেগুলো চাইলেই কিন্তু আমরা আর ফিরে পাবো না অনেক বছর তো জীবন থেকে পার হয়ে গেল কি করতে পেরেছি যদি এই প্রশ্নটা নিজের কাছে করি তাহলে আমার কাছে কিছুই নেই।

তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছে নিজের জায়গা থেকে অটুট থাকার চেষ্টা করব এবং নিজের কাজের প্রতি অনেক বেশি গুরুত্ব দেব কেননা আমি আমার কাজ যত গুরুত্ব সহকারে করতে পারব তত দ্রুত আমি সফলতা পাব অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।