আপনি এত অসুস্থ ছিলেন জেনে খুব খারাপ লাগলো তবে সম্পূর্ণ পড়ার পরে বুঝতে পারলাম খানিকটা সুস্থ হয়েছেন। এটা জেনে ভীষণ ভালো লাগলো,, একা সংসারে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন কিছুই করার থাকে না শুধু নিজেকে সুস্থ করা ছাড়া,,
তবে শুনে ভালো লাগলো সুস্থ হয়ে মিরা এবং আপনি মিলে খেজুরের রস দিয়ে পিঠা তৈরি করেছেন। ইস এখন যদি আমি বাসায় থাকতাম তাহলে পিঠার ভাগ হয়তো আমিও পেতাম, তবে বেশি দেরি নাই ইনশাআল্লাহ খুব দ্রুত ফিরছি। তখন না হয় দুজনে মিলে ভাপা পিঠা তৈরি করা যাবে কি বলেন। ভালো লাগলো পোস্টটা পড়ে সুস্থ থাকুন সাবধানে থাকুন।।