১৭পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ
০১ জানুয়ারি , ২০২২ খ্রিস্টাব্দ
০৭জমাদিউল সানি, , ১৪৪৪ হিজরী
রবিবার।
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং করতে পেরে সত্যিই আমি অনেক আনন্দিত।incredible india এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🦋🦋
সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের পোস্ট শুরু করছি। আমার আজকের পোষ্টের মধ্যে শেয়ার করব আমার নিজ ফুলবাগান থেকে কিছু ফুলের আলোকচিত্র এবং বাগান সম্পর্কে কিছু তথ্য। শুরু হয়ে গেছে নতুন বছর। পুরাতন বছরের দুঃখ কষ্ট গ্লানি ভুলে নতুন পাতায় আমাদের জীবনের অংক গুলো আবার কষতে শুরু করেছি। যা ছিল পুরাতন বছরে সবকিছু ধুয়ে মুছে নতুন বছর হোক আমাদের জন্য শান্তির। সারা বিশ্বের মানুষের উপর শান্তি বর্ষিত হোক সব যুদ্ধ বিদ্রোহ নিপাত যাক। সব ধরনের বড় বড় ভাইরাস এবং ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাক পৃথিবীর মানুষ। তাহলে চলুন এবার মূল পোস্ট শুরু করি।
🦋 চন্দ্রমল্লিকা🦋
পৃথিবীর মানুষ আমরা সবাই শান্তিপ্রিয়। শান্তিতে থাকতে আমরা সবাই ভালোবাসি। আর শান্তির প্রতিক হচ্ছে ফুল। ফুল দিয়ে ভালোবাসা ফুল দিয়ে শান্তির আবাসন ফুল দিয়ে সৌন্দর্য বৃদ্ধি। আসলে ফুলের বহুমুখী ব্যবহার রয়েছে যেটা আমরা দেখতে পাই। ফুলবাগান করার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই তাইতো ২০১৭ সালেই কাজটা সেরে ফেলি। পর্যায়ক্রমে চেষ্টা করব আপনাদের মাঝে আমার ফুলবাগান এবং সেখান থেকে ভালো ভালো ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। উপরের ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি একটি গাছে অনেক ফুল ফুটে আছে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। অবশ্য ছোট বাচ্চাদের থেকে রক্ষা করা অনেক কষ্টকর হয়ে গেছে এরা মাঝে মাঝে বাগানে ঢুকে বিভিন্ন সময় ফুল ছিড়ে নিচ্ছে।
🦋 পাতাবাহার🦋
আমার বাগানের চারিপাশ এবং মাঝ দিয়ে যেখানে পথ তৈরি করেছি দুপাশ দিয়ে কয়েক রকমের পাতাবাহারের গাছ দিয়ে সাজিয়েছি পুরো বাগানের আবরণটি। পাতা বাহারের গাছে যদিও ফুল ফোটে না তারপরেও সবাই দেখে অনেক আবেশ পায়। সৌন্দর্য বৃদ্ধি এর জন্য পাতাবাহারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমি বাগানের চারিপাশ ভিড়েছি এই পাতাবাহারের গাছ দিয়ে। একটি পাতাবাহারের গাছের উপরের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এক ধরনের ফুল ফুটেছে যেটি আমি এই প্রথমবার দেখলাম।
🦋 গাধা/ আশ্চর্যজনক ফুল🦋
বাগানের এক পাশে একটি গাধা ফুলের গাছে একটি মাত্র ফুল ফুটেছে। যদিও গাছটি আমিও রোপন করি নি আতো জ্বালা হয়েছিল। তবে ফুলটি কিন্তু এক কন্যারে থাকায় অনেক সৌন্দর্য বহন করেছে বাগানের। তারই পাশে ফুটে রয়েছে এক আশ্চর্যজনক ফুল এমন ফুল আমি পূর্বে দেখিনি। একটি গিটে অনেকগুলা পাতা তার চারপাশ দিয়ে ফুল এবং তার সাথে বড় বড় সরু কাটা রয়েছে। দেখতে কিন্তু অনেক সৌন্দর্য বহন করেছে তাই ফটোগ্রাফির মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম।
🦋 জবা🦋
উপরের দুটি ফটোগ্রাফি তে ভিন্ন দুটি জবা ফুলের আলোকচিত্র আপনাদের কে দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যে একটি রক্ত জবা এবং একটি মিষ্টি জবা এই দুটি ফুলই আমার বাগানে রয়েছে। একটি পুকুর পাড়ে এবং একটি বাগানের মাঝে। জবা ফুল আমার বাগানের সৌন্দর্যের একাংশ বহন করে রয়েছে। আশা করছি এই ফটোগ্রাফি দুটি আপনাদের কাছে ভালো লেগেছে।।
🦋 মোরগ ঝুটি🦋
সর্বশেষ একটি ভিন্নধর্মী ফুল আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের স্থানীয় ভাষায় এটাকে মোরগ-ঝুটি বলে। ফুল গাছের একদম মগডালে এই ফুলগুলো ধরে থাকে। মোরগ যদি বলার অন্যতম কারণ হলো মোরগের মাথার উপরে যে একটি ঝুটি আমরা দেখি ঠিক সেইরকম আকৃতির ফুল ফুটে থাকে এই গাছে। যাহোক লাল টকটকে ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর আমার বাগানের অনেক সৌন্দর্য বহন করে এই ফুলের গাছটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
ভাইয়া আপনার ফুলবাগানে তো অনেক ধরনের ফুল রয়েছে। সব গুলো ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে চন্দ্রমল্লিকা আর মোরগ ঝুটি ফুল গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফুলের বাগানটি অনেক ফুলের সমারোহে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে ফুলের ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অনুরোধ করবো বানানের দিকে বেশি নজর দেওয়ার জন্য,পাশাপাশি পাওয়ার আপ করবেন অবশ্যই। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit