![]() |
---|
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি।
আজ আবারো নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, গতকাল আমার এক বন্ধুর বিয়ে ছিল সেই বিয়েতে আমার কাটানো কিছু মুহূর্ত নিয়েই এই পোস্ট। কিন্তু কাল দুর্ভাগ্যবশত আমার ফোনে বেশি চার্জ ছিল না তাই খুব একটা ছবি তুলতে পারিনি কয়েকটা ছবি তুলেছি সেগুলোই আজ আপনাদের মাঝে উপস্থাপন করব।
আমার যে বন্ধুর সেদিন বিয়ে ছিল সে আমার স্কুল জীবনের বন্ধু। তাছাড়াও সে আমার দাদু বাড়ির এলাকার লোক। ভুরুঙ্গামারী থেকে তারা বর যাত্রী নিয়ে কুড়িগ্রামে আসবে আবার রাতেই কনেকে নিয়ে ভুরুঙ্গামারি ফিরে যাবে।
কনের বাড়ি আমার নানু বাসার পাশেই। তাই বারবার যাওয়া আসার মাঝেই ছিলাম। দুপুর বেলা সেখানে গিয়ে পোলাও মাংস খেয়ে এসেছি। তারপর অনেকক্ষণ বন্ধুর অপেক্ষায় বসে ছিলাম কিন্তু তাদের কারোর দেখা ছিলো না। বন্ধুকে কল দিয়ে জানতে পারলাম তারা এখনো বাসা থেকে বের হয়নি আসতে আরো ১-২ ঘণ্টার মত সময় লাগবে।
![]() |
---|
দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু তখনো বরের গাড়ির দেখা নেই তাই ভাবলাম বাহিরে গিয়ে একটু মরিচ বাতি সহ রাস্তার ছবি তোলা যাক। তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল তাই রাস্তাটি কাদায় ভরপুর ছিল।
![]() |
---|
অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর এই গাড়ি চলে আসে। তারপর সামনে গিয়ে বন্ধুর সাথে একটু কথা বললাম আর তার কয়েকটা ছবি তুললাম। বন্ধুর সাথে কথা বলে বুঝতে পারলাম সে ভালই খুশি বিয়ে বলে কথা।
![]() |
---|
তারপর নানু বাসায় গিয়ে দেখি মামী কনেকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে এসেছে। তারপর মুঠোফোন বের করে কনের কিছু ছবি তুলে নিলাম। অনেকক্ষণ ছবি তুলাতুলির পর কণেকে তার বাসায় নিয়ে যাওয়া হলো কারণ বর এসে তার অপেক্ষায় বসে ছিল। তারপর আমিও আর বেশিক্ষণ দেরি না করে কনের বাড়িতে চলে গেলাম তাদের দুজনের কিছু ছবি তুলব বলে।
বাইরে বের হয়ে দেখি আকাশের অবস্থা তখনও ভীষণ খারাপ বৃষ্টি আসবে আসবে অবস্থা । তাই মনে মনে বলছিলাম এই সময় যেন বৃষ্টি না আসে, বৃষ্টি আসলেই চলাফেরা করা খুব কষ্টসাধ্য হয়ে উঠবে কারণ এদিকের রাস্তাটা ছিল মাটির রাস্তা।
![]() |
---|
তারপর গিয়ে বর কণের ছবি তুললাম। দুর্ভাগ্যবশত এই ছবিগুলো তোলার পর আমার ফোন অফ হয়ে গিয়েছিল তাই আমি নিজের ছবি অন্য কার যেন ফোনে তুলেছিলাম ঠিক মনে নেই তাই ছবিগুলো নিতেও পারিনি।
ফোন অফ হয়ে যাওয়ায় নানু বাসায় ফোন চার্জে দিয়ে এসেছিলাম কারন কিছুক্ষণ পর আমাদের লেভেল ২ এর ক্লাস ছিল। ভেবেছিলাম ক্লাসের আগে আগে গিয়ে ফোনটি খুলে ক্লাস নিয়ে আবার বিয়ে বাড়িতে যাব।
তারপর বিয়ে বাড়িতে গেলাম বিয়ে পড়ানো হয়ে গেল। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে বর কনেকে বিদায় দিলাম। বিদায় শেষে কি আর করার, বর কনে চলে গিয়েছে বিয়ের আমেজ ও শেষ তাই সেখানে আর বেশিক্ষণ দেরি না করে নানু বাড়িতে চলে গেলাম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্টে আসার জন্য। আশা করি আপনাদের আমার এই পোস্টটি ভালো লেগেছে। আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন কোন এক পোস্টে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hola querido amigo, que bueno pudiste asistir a la boda de tu amigo, lastima lo del tiempo, pero eso no fue impedimento para casarse, la novia se ve bellísima, muy colorida la boda, lastima se quedó tu teléfono sin batería.
Fue un placer leerte amigo 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই বিয়ে বলে কথা বিয়েতে আসলেই অনেক আনন্দ ও মজা হয়ে থাকে। আর বন্ধুর বিয়ে এজন্য মজা একটু আরো আলাদা। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম বিয়েতে ভালোই সময় কাটাইছেন। কিন্ত দুর্ভাগ্য যে আপনার ফোন টা অফ হয়ে গিয়েছিল তাও যেগুলো ফটোগ্রাফি তুলেছেন ভালো হয়েছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিয়ে বাড়িতে অনেক ধরনের মজাই হয়। দিনশেষে হরেকরকমের খাওয়া দাওয়া। বন্ধুর বিয়ে বলে কথা, ভালোই মজা করেছেন, বোঝা যাচ্ছে...!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বন্ধুর বিয়েতে দেখছি বেশ ভালোই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।
বাপরে বাপ আমি ভয় পাইছি এত মেকআপ দিলে মানুষকে চেনা যায়। আপনার বন্ধু ভয় পেয়েছে কিনা জানাইয়েন তো।
যাক আপনার পোস্ট পড়ে বেশ ভালই লাগলো। আপনার বন্ধু বিয়ে করে ফেলেছে, আপনি কবে বিয়ে করবেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফির পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বন্ধুর বিয়ে নিয়ে করা পোস্টটি অনেক সুন্দর হয়েছে। বিয়ে বাড়ি মানেই মজা। যদি আবার সেটা হয় বন্ধুর বিয়ে তাহলে তো আরো বেশি মজা হয়। এই মজার মুহূর্তের মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে কষ্টের শেষ থাকে না। যাইহোক বৃষ্টি আসেনি এটা অনেক ভালো হয়েছে না হলে আপনাদের বিয়ে বাড়ির মজা নষ্ট হয়ে যেত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুর বিয়ে দেখলাম ভালোই মজা করেছেব। বিয়েতে কাটানো মুহুর্ত টা সত্যিই অসাধারণ।
এর পাশাপাশি খাওয়া দাওয়া তো বেশ দারুন। সবাই মিলে ভোজন করা, তবে দুর্ভাগ্যজনক আপনার আরো ছবি দেখতে পেলাম না ফোনের চার্জ কম হওয়াতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই উল্লেশ , পোস্ট পড়ে দেখলাম আপনি বেস বিয়েতে মজা করেছেন, আর বিয়ে বাড়ি মানেই মজা। আপনার বন্ধু দের জন্য শুভ কামনা তাদের সামনের দিন গুলো আরো সুনন্দ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এমন পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit