পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ জয়ের দ্বারপ্রান্তে

in hive-120823 •  3 months ago 
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

1000029969.jpgCopyright free image downloaded from pixabay.com

আমি ছোটবেলা থেকে খেলাধুলা করতে এবং দেখতে অনেক বেশি ভালোবাসি, ছাত্র জীবনে খুব ভালো ক্রিকেট খেলতে পারতাম, আমি মাদ্রাসায় পড়াশোনা করার কারণে অধিকাংশ সময় আবাসিকে থাকতে হয়েছে, মাদ্রাসা থেকে যখনই বাড়িতে আসতাম তখনই খেলাধুলা নিয়ে মেতে থাকতাম, অধিকাংশ সময় ক্রিকেট খেলতাম।

তখন থেকেই বাংলাদেশের যে কোন ক্রিকেট ম্যাচ দেখার চেষ্টা করতাম এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচের খবর রাখতাম, যখন ঢাকা থেকেছি তখন স্টেডিয়ামে গিয়ে অনেক ক্রিকেট ম্যাচ দেখেছি, যখন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে না পেরেছি তখন টেলিভিশনের সামনে বসে খেলা দেখেছি, বাংলাদেশের ম্যাচ হলে সেটা আর না দেখে থাকতে পারতাম না।

এখন আর আগের মতো ক্রিকেট ম্যাচ দেখি না, বাংলাদেশের ম্যাচ হলে শুধু বিভিন্ন মাধ্যমে খবর রাখি, বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে পাকিস্তান সফর করছে, পাকিস্তান সফরে তারা দুটি টেস্ট ম্যাচ খেলবে, দুটি টেস্ট ম্যাচের প্রথমটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, প্রথম টেস্টে বাংলাদেশ ১০ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করেছে, পাকিস্তানের সাথে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয়।

1000029970.jpgCopyright free image downloaded from pixabay.com

বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেট দলের সাথে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে, আজকে এই দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিন শেষ হয়েছে, চতুর্থ দিন শেষে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের দ্বারপ্রান্তে রয়েছে, আগামীকাল পঞ্চম দিনে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের জন্য মাত্র ১৪৩ রান প্রয়োজন।

দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনে যদি কোন অঘটন না ঘটে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল জয়লাভ করবে, কারণ পঞ্চম দিনে তাদের জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান এবং হাতে রয়েছে ১০ উইকেট, চতুর্থ দিন শেষে বাংলাদেশে কোন উইকেট না হারিয়ে ৪২ রান করেছে, সাদমান ইসলাম ৯ এবং জাকির হাসান ৩১রানে অপরাজিত রয়েছেন।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়, জবাবে বাংলাদেশ ২৬২ রানে অল আউট হয়, পাকিস্তান ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে, তারা বাংলাদেশের দুর্দান্ত বোলিং এর সামনে অসহায় হয়ে পড়ে, পাকিস্তান ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায়। ফলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের টার্গেট দাঁড়ায় 185 রান।

1000029968.jpgscreenshot by cricbuzz website

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ নেন পাঁচ উইকেট, নাহিদ রানা নেন চার উইকেট এবং তাসকিন আহমেদ নেন এক উইকেট। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে আগা সালমান সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন, এছাড়া মোহাম্মদ রেজওয়ান 43 রান করেন, আর কোন ব্যাটসম্যান বেশি রান করতে পারেন নাই।

বাংলাদেশের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে, তারা মাত্র 26 রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে, এরপর লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ দলের হাল ধরেন, লিটন কুমার দাস করেন ১৩৮ রান এবং মেহেদী হাসান মিরাজ করেন ৭৮ রান, এই দুজনের রানের উপর ভর করে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের প্রথম ইনিংসের রানের কাছাকাছি পৌঁছে যায়।

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচ ইতিহাসে খুব ভালো কোন অর্জন নাই, আগামীকাল যদি পাকিস্তানের সাথে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে ইতিহাস হয়ে যাবে, দুই টেস্ট ম্যাচে জেতার কারণে বাংলাদেশ পাকিস্তানের সাথে প্রথমবার টেস্ট সিরিজ জিতবে, এবং পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে।

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অগ্রিম শুভকামনা, পাকিস্তান ক্রিকেট দলের সাথে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করার পর আগামীকাল দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়লাভ করে পাকিস্তানের সাথে এই টেস্ট সিরিজ নিজেদের করে নিবে, সাথে নতুন ইতিহাস তৈরি করবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

"ধন্যবাদ সকল মুহূর্তের পাঠকগণ, আজকের শিরোনাম ভারত-পাকিস্তানের টেস্ট ফলাফল! 🏴‍☠️😄

ধন্যবাদ, আগামীকালের উচিৎ...

আমিও এই খেলাকে রিভিউ দিতে চেয়েছিলাম কিন্তু সময়ের কারণে রিভিউটা লিখতে পারি না ই। প্রথম ম্যাচ যেভাবে বাংলাদেশ জয়লাভ করেছে আমি আশাবাদী যে ইনশাল্লাহ দ্বিতীয় ম্যাচ খুব ভালোভাবেই জয়লাভ করতে পারবে।

বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় মেসেজ জয় লাভ করে পাকিস্তানকে দুই টেস্ট ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছে, পাকিস্তানি সাথে প্রথম টেস্ট ম্যাচ জয়, আপনি কি অসংখ্য ধন্যবাদ আমার পুষ্টি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

যে ভাই এটা আমি জানি তবে আমি কমেন্ট করেছি আপনার পোস্ট অনুযায়ী কেননা আপনি দ্বিতীয় ম্যাচে পুরোপুর জয় লাভের কথা উল্লেখ করেন নাই কেননা এখনো খেলা কি শেষ হয় নাই তাই আমরা আনুমানিক ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ জয়লাভ করবে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।