প্রবাস জীবনের কিছু কথা |
---|
সবাই মনে করে প্রবাস জীবন মনে হয় অনেক আনন্দের, মনে হয় অনেক সুখের, আসলেই কি তাই আসলে তেমনটা নয় যেমনটা আপনি ভাবেন এই প্রবাসীদের জীবন যে কেমন যে ব্যক্তি এই প্রবাসে আছে বা যিনি এই প্রবাসে ছিলেন একমাত্র সেই বুঝবে প্রবাসীরা আনন্দে থাকে নাকি দুঃখে থাকে।
আমরা কেন এই প্রবাসে পাড়ি দেই অবশ্যই আমাদের জীবনটাকে একটু সুন্দর করার জন্য যাতে আমরা আমাদের ভবিষ্যৎ ভালো করতে পারি ভালো কিছু করার আশায় কিছু স্বপ্ন নিয়ে আমরা এই প্রবাসের মাটিতে পাড়ি দেই।
কিন্তু আপনি জানেন কি এখানেও আপনাকে পদে পদে বিপদে সম্মুখীন হতে হয় পদে পদে আপনাকে ঠকতে হয় অন্য মানুষের কাছে।
হৃদয়বিদারক ঘটনা |
---|
এমন কিছু মানুষ আছে যারা আমাদের মত প্রবাসীদেরকে ঠকাতে অনেক বেশি পছন্দ করে আমাদের সাথে ছলনা করতে বেশি পছন্দ করে আমাদের কষ্টের রোজগারের টাকা আত্মসাৎ করতে পছন্দ করে।
এমনই কিছু কথা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য মূলত আমারই ছোট্ট পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করছি জানিনা কে কিভাবে নিবেন তবে আমার মনে হয় কথাগুলো শুনে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে আসলে প্রবাসীদের আপনারা যেমনটা মনে করেন কতটা সুখে থাকে না অতটা সুখ সবসময় জোটে না তার জীবনে।
এই প্রবাসের মাটিতে আমি যখন এসেছিলাম একটা বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছিলাম স্বপ্ন ছিল কত কিছুই জীবনটাকে উন্নত করব বাড়ি গাড়ি বানাবো নিজের পরিবারটাকে আনন্দে রাখবো সুখে রাখবো।
কখনো ভাবতেও পারিনি যে এই বিদেশের মাটিতেও আমাদের মত হাজারো প্রবাসী প্রতিদিন কত জ্বালা যন্ত্রনায় বসবাস করছে।
আর ঠিক তেমনই একটি ঘটনা আমার সাথেও ঘটেছিল আমার এই প্রবাস জীবনের প্রথম অবস্থায় যখন আমি একেবারেই নতুন সবেমাত্র বাংলাদেশ থেকে তিন মাস এসেছি।
আমি বাংলাদেশ থেকে এসে প্রথমে একটি কোম্পানিতে কাজ শুরু করি সেখানে বেতন অনেক কম যার জন্য আসলে আমি আমার আরো যে সকল বন্ধুরা অন্যান্য সাইটে কাজ করে তাদের সাথে যোগাযোগ করলাম এবং তারা আমাকে আশ্বাস দিল সেখানে অনেক ভালো বেতন পাওয়া যাবে।
এখন বুঝতেই পারছেন সবারই একটা লোভ থাকে আমরা সবাই জানি লোভে পাপ আর পাপে মৃত্যু আর সেটি আমার সাথে একেবারেই হাড়ে হাড়ে ঘটেছে।
বেশি বেতনের আশায় আমি সেই কম বেতনের কাজটা ছেড়ে দিয়ে বেশি বেতনের জন্য আমি আমার সেই বন্ধুর কাছে গেলাম তার ওখানে কাজ করব বলে সেখানে অবশ্য এই বিল্ডিং লাইনেরই কাজ।
তো একটি চিনা বসের আন্ডারে আমি আমার কাজ শুরু করলাম এবং আমি ভাবিনি যে আমরা যেমন দেখে এসেছি আমাদের বাংলাদেশের মানুষ কম বেশি চিটার বাটপারি করে মানুষকে ঠকায় মানুষের সাথে প্রতারণা করে বিদেশি মানুষরাও এমন করে আমার এই ধারণা আগে ছিল না।
আমি খুব ভালো মনেই আমি সেই বসের সাথে কাজ করা শুরু করি এবং দীর্ঘ একমাস ১৫ দিন কাজ করার পরে যখন বেতনের সময় আসলো তখন হঠাৎ করেই একদিন বস এসে হাজির আমাদের রুমে এবং বলছে আসলে এই মাসে একটু সমস্যা হচ্ছে বেতনের জন্য যার জন্য তোমাদের এই মাসে বেতন দিতে পারছি না সামনের মাসে অবশ্যই তোমাদের পুরো বেতন দিয়ে দেব।
এখন আমরা সবাই ভাবলাম হ্যাঁ আসলে সমস্যা তো থাকতেই পারে হয়তো কোম্পানির সমস্যা নয়তোবা তার কোন সমস্যা থাকতে পারে যাক গে এই মাসে না দেয় সামনে মাসে তো পাব তো তারপরে বছর বললাম বাস আসলে আমাদের খাওয়া দাওয়া তো করতে হবে। তো খাওয়া দাওয়ার জন্য কিছু খরচপাতি যদি দিয়ে যেতেন তাহলে ভালো হতো।
এটা বলার পর আমাদের সকলকে বস ১০০ করে টাকা দিল এবং বলল এটা নিয়ে চলতে থাকো তারপরে আমি আবার এসে তোমাদের আরো কিছু খরচের টাকা দিয়ে যাব আমরা নতুন অবস্থায় যখন বস বলছে যে তার সমস্যা তো আমরা সবকিছুই মেনে নিলাম তার কথা অনুযায়ী।
এভাবে আরও একটি মাস কাজ করলাম এখন হাতে বাকি পড়ে গিয়েছে দুই মাস ১৫ দিনের বেতন এখন আমরা সবাই আশায় আছি যে একটা মোটা অংকের বেতন পাবো এই মাসে অনেক আনন্দ করছি আমরা যখন বেতনের সময় আসলো বস হাজির এবং আমাদেরকে পিছনের যে মাসে আমাদের বেতন দেয় নি সেই মাসের বেতনটি হাতে ধরিয়ে দিল আর বলল আসলে আমার হাতের অবস্থা একটু খারাপ তাই এই মাসের বেতনটি আমি সামনে ২০ তারিখের ভিতরে তোমাদের দিয়ে দেব।
এখন বলুন দুই মাস ১৫ দিন কাজ করলাম এক মাসের টাকা দিচ্ছে এখন আমি যে এই দুই মাস ১৫ দিন বিভিন্ন জায়গায় খরচ করলাম খাওয়া দাওয়া করলাম ওই এক মাসের টাকায় কি কুলাবে যখন টাকাটি হাতে পেলাম তখন ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে যে আসলে আমি আমার বাড়িতে কি পাঠাবো আমার দিকে তাকিয়ে আমার পুরো পরিবার তো বসে আছে।
যখন বস বলল আজকে ১৫ তারিখ সামনে ২০ তারিখের ভিতরে তোমাদের বাকি টাকাগুলো দিয়ে দেব এখন আমরা ভাবলাম আর মাত্র তো পাঁচ দিন দেখি ৫ দিন পরে কি করে ভাই কি বলবো বসের আর খবর নেই ২০ তারিখ চলে গেল আর একটি মাস পেরিয়ে গেল এভাবে করতে করতে বসের কাছে আমরা দুই মাসের বেতন আটকা পড়ে গেল এক একজনের।
একেকজনের বেতন প্রায় তিন হাজারের মধ্যে বসের কোন খোঁজ খবর কিছুই নেই বসের যারা সুপারভাইজার ছিল তাদেরকে জিজ্ঞেস করছি বস আসে না কেন বসের কাছে ফোন দাও তারাও কোনো উত্তর দেয় না এক পর্যায়ে আমরা রাগারাগি করে কাজ বন্ধ করে দিলাম যে আমাদের বেতন না দিলে আমরা কাজ করবো না।
এভাবে আরো বেশ দশ দিন চলে গেল আমরা কাজ বন্ধ করে রুমে বসে আছি দুঃখের কথা কি বলবো নিজের পকেটে একটা টাকাও নেই যে সেই টাকা দিয়ে আমরা কিছু কিনে খাব তাই বাধ্য হয়ে আমাদের এলাকার একজন মুরুব্বী লোকের সাথে যোগাযোগ করলাম এবং তাকে বললাম আমরা তো এখন বসে আছি আমাদের কাজ নাই যদি ক্যান্টিনে আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে খুব উপকার হত।
তিনি ভাল হোক খারাপ হোক তিনি আমাদের কথা মত ক্যান্টিনে গিয়ে কথা বললেন এবং বলল এদেরকে এক মাস খাওয়াও একমাস পরে এরা ঠিকই তোমার টাকা দিয়ে দেবে এখন আমাদের হাতে তো কাজ নেই আমরা তো বসে আছি বসের কোন খবর নেই কি করবো এই ভাবছি আর নতুন একটি কাজের সন্ধানে আছি।
এভাবে আরও একটি মাস পেরিয়ে গেল আমাদের সকলের এমন দুরবস্থা যে এক ফোঁটা বিষ কিনে খাওয়ার মত কারোর পকেটে একটা ফুটো চার আনাও নেই এমত অবস্থায় খবর এলো যে আমাদের ওই বেতনের টাকা দিবে না সেই বস মালয়েশিয়া থেকে পালিয়ে চায়নাতে চলে গিয়েছে।
এ কথা শুনে তো আসলে কান্না করা ছাড়া আর কোন উপায় নেই কি করবো কোন কিছুই ভেবে পাচ্ছি না বাড়িতেও কথা বলা বন্ধ করে দিয়েছি কারণ বাড়িতে ও কি বলবো কিছু বলার ভাষা নেই।
এখানে বলুন আমাদের কি কোন দোষ ছিল আমরা তো ঠিকই আল্লাহর ৩০ দিন কাজ করেছি আর আমাদের এই এত কষ্টের টাকা নিয়ে ওই ব্যক্তি যে ভেগে গেল ও কি ওই টাকাগুলো সারা জীবন বসে খেতে পারবে হয়তো কয়দিন এক বছর দুই বছর তিন বছর এর মধ্যে তার ওই টাকা চলবে না।
এভাবেই আসলে আমার মালয়েশিয়ার জীবনের প্রথম একটি বছর অনেক কষ্টে কাটিয়েছি যে কষ্টের কথা এখন বলতে গেলে রাত পোহায় যাবে কিন্তু বলা শেষ হবে না।
সর্বশেষ একটি কথাই বলব আসলে যারা বিপদের মুখে একবার পড়ে তারাই বুঝে আসলে বিপদ কাকে বলে কত প্রকার ও কি কি? আর উদাহরণ সহ আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বন্ধুরা আজকে আমার এই প্রবাসের জীবনের ছোট্ট একটা দুঃখের ঘটনা শেয়ার করলাম আরো আছে যে ঘটনা আমি আপনাদের মাঝে আমার পরবর্তী পোস্টে অবশ্যই শেয়ার করব আসলে পুরো একটি বছর আমার এই প্রবাস জীবনে কেমন কেটেছিল সে সম্পর্কে আমি আরো কথা আপনাদের মাঝে শেয়ার করব আজ এই পর্যন্তই।
আর সর্বশেষ একটি কথাই বলি আল্লাহর অশেষ রহমতে বর্তমানে অনেক ভালো আছি কম বেতন পায় কম খায় তারপরও সুখে আছি তাই অতি লোভ করতে যাবেন না অতি লোভে তাঁতি নষ্ট হয় এটা আমরা সবাই জানি।
Best regards
Join incredible India discord community
Join incredible India discord community
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রবাসীদের কষ্ট অনেক বেশি। কিন্তু আমরা মনে করি প্রবাসীরা শুধু অল্প কিছু কাজ করেই অনেক টাকা ইনকাম করে। কিন্তু এই প্রবাসীদের একটি টাকার পেছনে রয়েছে হাজারো ঘামের ফোটা।
আপনার পুরো পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আপনাদের কষ্টের টাকা আপনাদের বস মেরে দিয়েছে। এটা আসলেই অনেক ঘৃণিত একটি কাজ।
খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। আল্লাহ আপনাকে সেই খারাপ সময়ে ধৈর্য ধারণ করার মতো শক্তি দিয়েছেন। আপনার জীবনের একটি কষ্টদায়ক ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি যতদূর জানি প্রবাসীরা প্রবাসে গিয়ে অনেক কষ্ট করে। প্রথম অবস্থায় তারা যখন বাংলাদেশ থেকে প্রবাসে যায়। তখন তারা প্রবাসের অনেক কিছুই বোঝে না। যার কারণে তাদের অনেক সমস্যার পড়তে হয়।
ঠিক তেমনি আপনিও সমস্যার মধ্যে পড়েছেন। দুই মাস বেতন নেই খাওয়া দাওয়া কষ্ট, এটাই স্বাভাবিক। যাইহোক আপনার পোস্ট পড়ে আসলে খুবই খারাপ লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের এই গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই, পৃথিবীতে ভালো খারাপ সকল ধরনের মানুষই বসবাস করে। শুধু বাংলাদেশে বসবাস করি বলে বাংলাদেশের মানুষই চিটার বাটপার নয়। বাংলাদেশেও ভালো মানুষ আছে চিটার বাটপারও আছে। বিদেশেও সেই একই রকম অবস্থা।
তবে সত্যিই অনেক খারাপ লাগে যখন পরিশ্রম করে সেই পারিশ্রমের ফল হাতে না পাই৷ এটা খুবই দুঃখজনক বিষয় ভাই। বিষয়টি জেনে আমার খুবই খারাপ লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন প্রবাসীদের মনে অনেক কষ্ট থাকে এবং তারা অনেক বুক ভরা স্বপ্ন নিয়ে আসে বাড়ি গিয়ে ভালো একটি বাড়ি বা ভালো একটি গাড়ি করবে এই আশা নিয়ে আমরা প্রবাসীতে বাস করি।
কিন্তু আমাদের অনেক কষ্ট করা উপার্জন গুলো আমরা ঠিকভাবে অনেক জায়গা থেকে পাইনা এমন প্রবাসী হাজারো পড়ে আছে এই প্রবাসে।
পরিবারের সুখের চিন্তা করে আমরা এই দূর পরিবাসে পড়ে আছি এবং দিনরাত এক করে কাজ করে চলেছি পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য।
এই দূর প্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করেও পরিবারের অনেক মানুষের কাছে আমরা মন তুলতে পারি না।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Heres a free vote on behalf of @se-witness.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit