পুরো একটি বছর অপেক্ষা করেছিলাম এই আনন্দময় মুহূর্তের দিনটির জন্য যে দিনটি আমাদের জন্য আসলেই অনেক আনন্দের যেটা ভাষায় প্রকাশ করার মত নয় তারপরও আপনাদের মাঝে কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। |
আজকে যে ঈদ চলে গেল একজন মানুষ কখনোই শিওর হয়ে বলতে পারবে না সে আবার সামনের বছর এই ঈদের নামাজ পড়তে পারে বা এই ঈদের আনন্দ উপভোগ করতে পারে। |
কারণ হায়াত মউত সব কিছুই সেই উপর ওয়ালার হাতে তাই আজকে যে মূল্যবান দিনটি চলে গেল যে দিনটি সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটা আনন্দের দিন এই দিনটি সামনের বছর আমি আবার ফিরে পাব কিনা তার কোন গ্যারান্টি নেই। |
তাইতো বন্ধুবান্ধবদের সাথে ভাই ব্রাদারদের সাথে অনেক আনন্দ করেই আজকের দিনটি অতিবাহিত করলাম। |
সারারাত খুবই উত্তেজনার মধ্য দিয়ে কাটিয়েছি কখন সেই সময়টি আসবে যে সময়টিতে আমরা সবাই একসাথে ঈদগাহে যাব এবং সেখানে গিয়ে আমরা সবাই একসাথে নামাজ পড়বো। |
অবশেষে রাতের পর সেই শুভ সকাল চলে আসলো যে সকাল বেলা আমরা খুব ভোরবেলা উঠে তড়িঘড়ি করে গোসল করে নিজের মতো করে সেজে নতুন জামা কাপড় পড়ে বেরিয়ে পড়লাম ঈদগাহের উদ্দেশ্যে। |
অবশ্য বেশ খানিক পথ হেঁটে যেতে হয়েছে ঈদগা অনেক দূরে যার জন্য বেশ ২ কিলোমিটারের মতো পথ আমাদের হেঁটে গিয়ে তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে গিয়ে পৌঁছাতে হয়েছে। |
তারপরও এই হাঁটার আনন্দ একটা অন্যরকম আনন্দ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম চারিদিকে শুধু মানুষের কলহল সবাই ছুটছে ঈদগাহের উদ্দেশ্যে সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল শুধুমাত্র মানুষের জন্য সবাই একটি ঈদগাহে যাচ্ছে। |
আসলে মালয়েশিয়ার এই সিস্টেমটি আমার খুব ভালো লাগে আমাদের বাংলাদেশের যেমন যেখানে সেখানে ঈদগা রয়েছে কিন্তু এখানে তেমনটা নয় কয়েকটি মহল্লা মিলে তারপরে একটি ঈদগা আর এই ঈদগায়ে সমস্ত মহল্লার মানুষ আসেন নামাজ পড়তে। |
যখন আমরা ঈদগায়ে গিয়ে পৌছালাম দেখি কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজারের মতো মানুষ একত্রিত হয়েছে সবাই নামাজ পড়ার জন্য। |
আমরাও আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গা পছন্দ করে সেখানে আমাদের জায়নামাজ বিছিয়ে বসে পড়লাম এবং মৌলবি সাহেবের খুতবা শুনতে থাকলাম। |
আমার ছোট ভাই বড় ভাই বন্ধুবান্ধব সবাই আমরা এক কাতারে বসে খুবই আনন্দের সহিত উপভোগ করছিলাম অবশেষে আমরা নামাজ আদায় করে বেরিয়ে পড়লাম এখন আবার ঘরের উদ্দেশ্যে। |
রুমে এসে আমরা সিমাই খালাম এবং সাথে আরো হালকা-পাতলা নাস্তা পানি করলাম যাতে পেটে একটু বল আসে কারণ অনেক সকালবেলা তো বেরিয়ে পড়েছিলাম খাওয়া-দাওয়া এমন একটা হয়নি তাই হালকা একটু পেটে খাওয়া দেওয়া দিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। |
বেশ খানিকক্ষণ এভাবে ঘুরে আবার চলে আসলাম আমরা রুমে এবং দুপুরের খাওয়া শেষ করলাম আর সবাই মিলে একসাথে রুমের ভেতরে অনেক আড্ডা অনেক মজা করতে থাকলাম আসলেই আজকে পুরো দিনটি অনেক ভালই গিয়েছে আমার জন্য যেহেতু প্রবাস জীবনে আমাদের এমন আনন্দ সবসময় জোটে না কপালে। |
তারপরও দীর্ঘ এক বছর পর আমরা আমাদের ভাই ব্রাদার সবাই একসাথে মিলে একটি জায়গা আনন্দ উপভোগ করেছি এটা আসলে আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। |
যাই হোক বন্ধুরা, আপনাদের আজকের ঈদের দিনটি কেমন কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মনে করি অবশ্যই আপনাদের ভালো কেটেছে কারণ একটা দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এই সময়টি আসে যে সময়টিতে আমরা সবকিছু ভুলে আনন্দের সহিত সব কিছু করি। |
যাই হোক সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া রইল আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমার শরীর ভালো থাকে এভাবেই আবারো আমি যেন আমার সামনের ঈদ উদযাপন করতে পারি সবাই দোয়া করবেন এতোটুকুই ধন্যবাদ সকলকে।
প্রত্যেকটি ছবি ওঠানো | আমার মোবাইল দিয়ে |
Category | - Happymoments eid Mubarak |
Device | Vivo y76 |
Location | malaysia |
Camera | 50 mp |
Best regards
@mamun123456
Join incredible India discord community
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাই ঠিক কথাই বলেছেন আপনাদের ঈদ বছরের দুটি হয় ৷ আর ঈদ পালন করতে সবাই আপনারা অনেক আগ্রহীর সাথে অপেক্ষা করে থাকেন ৷ এক মাস কষ্ট করে রোজা রেখে অপেক্ষার প্রহর গুনতে থাকেন ৷
বাড়িতে ভর্তি মেহমান অনেক রান্না বান্না করে থাকেন ৷ সবাই মিলে একসাথে নামাজের মাঠে যান ৷ ভাবতেই অনেক আনন্দ লাগে ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit