💻হঠাৎ আপনার ল্যাপটপটি বন্ধ হয়ে গেলে আপনার করনীয় কি??💻

in hive-120823 •  last year  (edited)

কোন কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলা যায় হঠাৎ করেই মনে পড়ল আজকেই তো আমার একটা সমস্যা হয়েছিল আমার ল্যাপটপে।

যেহেতু আমি এখন ল্যাপটপ চালাচ্ছি না আমার ল্যাপটপটি আমি যখন বাড়িতে গিয়েছিলাম বাড়িতে রেখে এসেছিলাম আমার মেয়ে কম বেশি ওটাই ভিডিও দেখে এতটুকুই তাছাড়া আর কিছু নয়।

কিন্তু হঠাৎ করে সকালবেলা আমার ওয়াইফ আমার কাছে ফোন দিলো এবং বলল ল্যাপটপটি চলতে চলতে হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আর ওপেন হচ্ছে না।

20230503_235548.jpg

তখন আমি কোন কিছু না খুঁজে পেয়ে চেষ্টা করলাম একটু ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখতে যে আসলে কিভাবে কিভাবে এটা ঠিক করা যায় আবার পুনরায় স্টার্ট করা যায় আমার ল্যাপটপটি।

ওখান থেকে বেশ কিছু তথ্য পেলাম এবং সে তথ্য অনুযায়ী আমি আমার স্ত্রীকে বললাম তুমি আমার সামনে ভিডিও কলে ল্যাপটপটি দেখাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে আর এভাবে করলে হয়তো ল্যাপটপটি আবার পুনরায় চালু হতে পারে।

আমাদের মাঝে এই সমস্যায় হবে না এমন মানুষ কমই আছে কারণ যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা এক ধরনের স্বাভাবিক ব্যাপার যেটা প্রতিনিয়তই কোন না কোন সময়ে ঘটে যায়।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

আপনি আপনার ল্যাপটপ কি চালাচ্ছেন এমত অবস্থায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আপনার ল্যাপটপের পাওয়ার লাইট ওয়ান হয় কিন্তু আপনার স্কিনে কোন কিছুই শো করে না।

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার সেই অনুভূতিটি শেয়ার করব যেভাবে আমি আমার ল্যাপটপটি আবার পুনরায় স্টার্ট করলাম অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়বেন এবং আমি যে যে বাটন ও যে প্রসেস বলব সে প্রসেস অনুযায়ী যদি আপনারা আপনাদের ল্যাপটপের বায়ো সেট আপ করেন তাহলে আপনার ল্যাপটপ পুনরায় আবার স্টার্ট হয়ে যাবে আশা করি।

স্টেপ ১,,,,

  • যদি আপনি দেখেন আপনার পাওয়ার অপশনে ক্লিক করলে আপনার পাওয়ার লাইট জ্বলছে না তাহলে আপনি ভেবে নিবেন আপনার ব্যাটারির কোন সমস্যা রয়েছে ব্যাটারি অনেক দিন ল্যাপটপের ভিতরে থাকার কারণে অনেক সময় মরিচা পড়ে যায় চার্জিং পিনে যার জন্য অনেক সময় এই সমস্যাটা হয়।

এর জন্য আপনি কি করতে পারেন এর জন্য আপনাকে ল্যাপটপটি খুলতে হবে খুলে আপনার যে জায়গাটায় ব্যাটারী আছে ওই ব্যাটারিটি খুলে সুন্দর করে পিনগুলো এমন কিছু দিয়ে মুছবেন যেটা দ্বারা আপনার ওই পিনে যেন কোন ক্ষয়ক্ষতি না হয়।
আশা করি আপনার ল্যাপটপ পুনরায় চালু হয়ে যাবে।

স্টেপ ২ ,,,,

এমন কিছু সময় দেখা যায় আপনার ল্যাপটপের পাওয়ার লাইট অন আছে কিন্তু আপনার স্কিনে কোন কিছুই আসছে না আপনি কি করবেন আপনার করনীয় যেটা সেটা হল।

  • আপনার ল্যাপটপটি পাওয়ার অপশন ক্লিক করে #ESC বাটনে ক্লিক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সামনে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের বায়ো সেটআপ অপশন না আসে।
IMG_20230503_231924.jpg

Src

con-dt-bios-press-f10-open-utility-setup.gif

Src

স্টেপ ৩,,,

  • বায়ো সেটআপ অপশনটি আপনার স্কিনে যখন শো করবে আপনাকে #F10 ক্লিক করে আপনার বায়ো সেটআপের সেটিং এ ঢুকতে হবে।

  • যখন আপনি আপনার সেটিং এ ঢুকে যাবেন আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে আপনার স্কিনের উপর এখন আপনাকে এখানে আপনার কীবোর্ড ব্যবহার করতে হবে একটুখানি আপনার কীবোর্ডে থাকা আরো বাটন এটার মাধ্যমে আপনাকে এখন কাজ করতে হবে পুরোটাই।

IMG_20230503_232928.jpg

Src

স্টেপ ৪

  • আপনাকে রাইট সাইটের অ্যারো বাটনে ক্লিক করে আপনার স্কিনে থাকা #system confirmations এই অপশনে যেতে হবে এবং যাওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন। #boot option আপনাকে নিচের অ্যারো বাটনে ক্লিক করে আপনার বুট অপশনটিতে এন্টার ক্লিক করতে হবে।

স্টেপ ৫

  • যখন আপনি এন্টার ক্লিক করবেন আপনি দেখতে পাবেন অনেকগুলো ফাইল আপনার সামনে খুলে গিয়েছে অনেকগুলো অপশন রয়েছে আর এই অপশন গুলোর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে #legacy support আপনাকে নিচের এরো বাটনে ক্লিক করে এই অপশনটিতে নিয়ে আসতে হবে।

  • যখন এ অপশনটিতে আপনার মাউস টি নিয়ে চলে আসবেন রাইট সাইডে দেখতে পাবেন এই অপশনটি #disable আছে এটাই মূলত আপনাকে #Enable করতে হবে আর সেটার জন্য আপনাকে এরো বাটনের নিচের টি ক্লিক করলেই আপনি এই এনাবেল অপশনটি পেয়ে যাবেন তারপর আপনাকে ইন্টারে ক্লিক করতে হবে।

christin-hume-hBuwVLcYTnA-unsplash.jpg

Src

স্টেপ ৬

  • এক কথায় আপনার কাজ এখন প্রায় শেষের পথে এখন আপনাকে আবারও পুনরায় আপনার ল্যাপটপের কিবোর্ডে থাকা #ESC এই অপশনটিতে ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে।

  • এখানে আপনার দুইটা ইন্টারফেস এর মত একটাতে লেখা থাকবে আপনি যেটি এইমাত্র চেঞ্জ করেছেন সে চেঞ্জ এর জন্য একটি নাম্বার দেবে এবং সাথে আপনাকে কি কি বাটনে ক্লিক করতে হবে সেটা অনুসরণ করে ইন্টারনেট ক্লিক করার জন্য বলবে।

লাস্ট এন্ড ফাইনাল স্টেপ

  • তখন আপনার ল্যাপটপে থাকা আপনার কিবোর্ড টি ব্যবহার করে যে নম্বরটি আপনাকে দিয়েছে সেই নম্বর দিয়ে আপনাকে এন্টার ক্লিক করলেই আপনার ল্যাপটপটি পুনরায় আবার চালু হয়ে যাবে।

আর আমিও এভাবেই আমার স্ত্রীকে বলে আমি আমার ল্যাপটপটি আবারও পুনরায় চালু করেছি তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে এই বিষয়টাই শেয়ার করি হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে।

যাই হোক বন্ধুরা চেষ্টা করেছি আপনাদের মাঝে ছোট খাটো একটা ইনফরমেশন দেওয়ার যাতে আপনারা কখনো যদি এই সমস্যায় পড়ে যান তাহলে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

অবশ্যই আপনাদের মতামত গুলো শেয়ার করবেন আজকে যে ইনফরমেশনটি দিলাম ল্যাপটপ ও কম্পিউটার সম্পর্কে আপনাদের কেমন লেগেছে এটা আসলেই কি কার্যকরী নাকি অকাজের।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আর আমিও এভাবেই আমার স্ত্রীকে বলে আমি আমার ল্যাপটপটি আবারও পুনরায় চালু করেছি তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে এই বিষয়টাই শেয়ার করি হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে।

খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্যমূলক পোস্ট আজ আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যেগুলো হয়তোবা আমাদের অনেকেরই অজানা আছে।

আপনার পোস্টটি পড়ে খুবই সহজ ভাবে বুঝার মত করে আপনি উল্লেখ করেছেন কিভাবে ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ হয়ে গেলে পুনরায় চালু করা যায় এই তথ্যমূলক পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি তথ্যমূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো এবং সুস্থ রাখুক।

আজকে আপনি খুবই মূল্যবান একটা টপিক আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে যাদের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে। তাদের কিন্তু এই তথ্যগুলো জানা খুবই প্রয়োজন।

যদিও আমার নেই! যদি কখনো হয় তবে আমার এই তথ্যগুলো কাজে লাগবে! আপনার পোস্ট পড়ে আমি অনেকগুলো অজানা তথ্য জানতে পারলাম! যেগুলো আমার জন্য জানা খুবই প্রয়োজন ছিল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য! এবং অজানা তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,, যেখানে আছেন,,, সৃষ্টিকর্তা সব সময় আপনাকে ভাল রাখুক! এই কামনাটাই করছি,,,, ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Heres a free vote on behalf of @se-witness.