প্রকৃতির মুগ্ধতা প্রজেক্ট সাইটে বিকালের সময় ঘুরা ঘুরি

in hive-120823 •  15 days ago 

কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মাঝে আজকে সুন্দর একটি সময় অতিবাহিত করার জন্য ছোট্ট শেয়ার করছি। আমি পোস্টটিতে কয়েকটি ফুলের ছবি শেয়ার করছি ফুলগুলো আমার প্রজেক্ট এর পাশেই ফুটেছিল তা নিয়ে ছোট্ট কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম।

বিকেলবেলা মানেই দিনের শেষ ভাগে একটুখানি শান্তি খোঁজা খুঁজি। আজকেও ঠিক এমনই বিকেলে আমি আমার প্রজেক্ট সাইটে ঘুরতে বের হয়েছিলাম। প্রকৃতির নীরবতা আর স্নিগ্ধ বাতাস আমাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছিল সময়টি। হঠাৎ চোখে পড়ল ছোট্ট একটি বেগুনি রংয়ের সুন্দর ফুল। তাই মোবাইল হাতে তুলে নিলাম এবং মুহূর্তটিকে বন্দি করলাম আমার ক্যামেরায়।

IMG_20241203_085720.jpg

IMG_20241203_085755.jpg

ফুলটি যেন প্রকৃতির ভাষায় আমাকে কিছু বলতে চাইছিল। তার রঙ, তার সৌন্দর্য সবকিছুতেই এক আশ্চর্য সরলতা বয়ে চলেছে। মাটির কাছাকাছি থাকা এই ফুলটি হয়তো কারও নজরে পড়ত না, কিন্তু আমার জন্য সেটি যেন প্রকৃতির এক অনন্য উপহার। বিকেলের সোনালি আলোতে তার রঙ আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। যা দেখে আমার হৃদয়টা একেবারে শান্তিতে ভরে গেল।

ফুলটিকে দেখে মনে হলো, এই ছোট্ট জীবনের মধ্যেও কী বিশাল সৌন্দর্য লুকিয়ে আছে। প্রজেক্ট সাইটের ধুলোমাখা পরিবেশেও সে তার রূপ ধরে রেখেছে, কোনো অভিযোগ ছাড়াই। আর আমরা মানুষ হয়ে কত অভিযোগ কত অজুহাত দেখাতে আর কি সব সময়।

এই অভিজ্ঞতা আমাকে একটা শিক্ষা দিল। জীবন যতই ব্যস্ত হোক না কেন, প্রকৃতির কাছ থেকে একটু সময় নেওয়া উচিত। তার সরলতা আর শান্তি আমাদের জীবনকেও সুন্দর করতে পারে। এবং একটি শান্তির অনুভূতি প্রদান করতে পারে।

IMG_20241203_085726.jpg

IMG_20241203_085736.jpg

আমার মোবাইলের ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তটি হয়তো অনেক সাধারণ। কিন্তু আমার কাছে এটি বিশেষ, কারণ এটি আমাকে শেখায় সৌন্দর্যকে খুঁজে পেতে এবং ছোটখাট জিনিসের মাঝেও আনন্দ খুঁজে বের করতে। ছোট্ট একটি ফুল যথেষ্ট।

প্রকৃতির এমন মুগ্ধকর দৃশ্য দেখার পর মনটা যেন আরও শান্ত হয়ে গেল। এটা আমাকে আরও একবার মনে করিয়ে দিল জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের বড় আনন্দের কারণ হতে পারে সবসময়।

IMG_20241203_085746.jpg

তাই বন্ধুরা ছোট্ট এই জীবনের ছোট্ট এই সময়টা অনুভব করুন শান্তিতে থাকুন কোন অভিযোগ ছাড়াই আপনার সময়টি পার করুন। ছোট্ট এই ফুলের সাথে আপনাদের মাঝে বেশ কিছু কথা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

পৃথিবীতে কত রকমেরই ফুল দেখা যায়। এক একটা ফুল এক একটা রঙের। ফুল দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। তবে আপনার পোস্টে শেয়ার করা ফুলগুলো আমি এই প্রথমবার দেখলাম। ফুলের রংটা খুবই সুন্দর। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।