Incredible India Meeting Carnival with Steemians.

in hive-120823 •  2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিছুক্ষণ। আপনাদের মাঝে আজকে আমাদের এই প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের কিছু নমুনা শেয়ার করছি যেটা আসলে সবারই ভালোলাগার কথা।

20230505_235454.jpg

সেই উপরওয়ালা আমাদের জন্য এই সৃষ্টিকে কত সুন্দর করেছে চারিদিকে সবুজে শ্যামলের ফুলে ফলে ভরে দিয়েছে পুরো বিশ্বকে।

তারি মাঝেই হঠাৎ করে আপনাদের মাঝে সেই সৌন্দর্য টাকে তুলে ধরার চেষ্টা করেছি। ব্যাপারটা হয়েছে আমাদের এখানে প্রতি সপ্তাহে শুক্রবারে বড় বাজার বসে যেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় অনেক সস্তা দামে।

IMG_20230505_175450.jpg
IMG_20230505_175453.jpg

গ্রামীণ পরিবেশ মালয়েশিয়ার

তাইতো বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আসলে এমনটা নয় যে জামা কাপড় কেনা নিজেদের খাবার জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য।

হঠাৎ করেই মনে পড়ে গেল আমাদের কমিউনিটিতে একটি কনটেস্ট চলছে। যে কনটেস্টটিতে আমাকে আমার নিজের সম্পর্কে ছোটখাটো একটা ভিডিও শেয়ার করতে হবে যেখানে এই অ্যাকাউন্টটি আমি ব্যবহার করছি তার প্রমাণস্বরূপ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

তাই দেরি না করেই আমি আমার মোবাইলের ক্যামেরা অন করে ডুয়েল ভিউ অপশনটি চালু করে দিলাম যাতে সামনে পিছনে সবটাই দেখা যায়।

আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম বাজারে আসলে রাস্তাটি কাঁচা ছিল কিন্তু চারি সাইডে জঙ্গলে ভরা, আর মধ্যখানে সুন্দর একটা পুকুর রয়েছে যে পুকুরের ওপর বিকালের সূর্যের আলো একেবারেই মনমুগ্ধকর করে তুলছে।

IMG_20230505_175512.jpg
IMG_20230505_175516.jpg

তাইতো ঝটপট রেকর্ড করে ফেললাম আমার ছোটখাটো ভিডিওটি যখন ভিডিও রেকর্ড শেষ করলাম রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে কারণ আমি যাদের সাথে যাচ্ছিলাম অনেক আগে এগিয়ে চলেছে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

আসলে চেয়েছিলাম বাজারের ভেতরে গিয়ে ভিডিও রেকর্ড করার কিন্তু গিয়ে দেখি মানুষের এত ভিড় যেখানে মোবাইল বের করা নিজের কাছে যেন কেমন একটা অস্বস্তিকর মনে হচ্ছিল তাই তো ভিডিও রেকর্ড না করে কিছু ছবি উঠালাম।

IMG_20230505_180552.jpg

বাজারের রাস্তার মধ্যখান থেকেই সুন্দর একটা ছবি উঠালাম যেখানে অনেক মানুষ হাঁটাচলা করছে। আর চারিদিকে বিভিন্ন ধরনের দোকান বসেছে যে দোকানিরা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে।

সর্বপ্রথম আমরা একটি মাছের দোকানে গেলাম যেখানে গিয়ে কিছু মাছ কিনলাম আজকে দুই পিচ ইলিশ মাছ কিনেছি। সেখান থেকে ছোট করে কয়েকটি ছবি উঠালাম।

IMG_20230505_183731.jpg
IMG_20230505_183730.jpg
তারপর আমরা আমার এক ছোট ভাইয়ের পায়ের জুতা কেনার জন্য জুতার দোকানে গেলাম সেখান থেকে জুতা কিনলাম এখন মোটামুটি বাজার করার শেষ নিজেদের খাওয়ার জন্য কিছু ফলমূল কিনতে হবে।

তাইতো ফলের দোকানে গিয়ে দেখলাম অনেক মানুষের ভিড় তার মধ্য থেকে আমরা দোকানদার কে বললাম আমাদের কিছু ফল দিন।

IMG_20230505_184626.jpg
IMG_20230505_184238.jpg

এভাবেই আজকের বাজার শেষ করলাম অনেক কিছুই কেনাকাটা করেছি আরেক কেনাকাটার মধ্য দিয়ে আজকের দিনটি শেষ হয়ে গেল কারণ আজকে যা কেনাকাটা করেছি পুরো এক সপ্তাহ চলতে হবে সেটা দিয়ে।

IMG_20230505_175528.jpg

যাইহোক বন্ধুরা, আমি তো কনটেস্ট টিতে পার্টিসিপেট করেছি আপনিও করুন আপনিও নিজেকে প্রমাণ করুন যে হ্যাঁ আপনিও একজন রিয়েল ইউজার আমাদের এই প্লাটফর্মে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

জানিনা কেমন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সামনে নিজেকে তুলে ধরার।

যতগুলো ছবি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি এগুলো সম্পূর্ণ আমার নিজের ডিভাইস দিয়ে ওঠানো এবং তার কিছু ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করলাম।
DeviceName
Androidvivo y76
Camera50 mp camera
Locationmalaysia
Short by@mamun123456

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারাও এই কনটেস্টিটি পার্টিসিপেট করবেন এই প্রত্যাশাই আজকের মত খোদা হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই এই কার্নিভালে হলে অংশগ্রহণ করার জন্য।

আসলে মানুষ যখন অর্থ উপার্জনের জন্য বিদেশে যায় তখন তাদের উদ্দেশ্য উপার্জন অহেতুক কোন খরচ কিংবা বিলাস বহুলভাবে জীবন যাপন করে না বেশিরভাগ তেমনি আপনিও এর ব্যতিক্রম নয়।

তাইতো বাজারের মধ্যেই গিয়েছেন জামাকাপড় কিংবা পোশাক-আশাক কেনার জন্য নয় বরঞ্চ নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য।

যেহেতু সেখানে পর্যাপ্ত দোকান এবং মানুষের কোলাহল তাই তো আপনি সেখানে কিছুই ধারণ করেছেন এবং ভিডিও ধারণ করেছেন একটি জায়গায় যা আপনি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করেছেন।

আবারো ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন।

অনেক অনেক ধন্যবাদ ভাই আসলেই তেমন কিছু কেনাকাটা করার জন্য বাজারে যাওয়া হয়না মূলত নিজেদের নিত্য প্রয়োজনীয় খাবার দ্রব্যগুলো কেনাকাটার জন্য মূলত বাজারে যাই তো আসলে যাইতে যাইতেই চিন্তা করলাম কমিউনিটিতে একটি কনটেস্ট চলছে তো এটাতে পার্টিসিপেট করি আর সুন্দর এই ভিউ টা আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক আপনাদের ভালো লেগেছে এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি

হ্যাঁ তা তো অবশ্যই। আসলে কেনাকাটার জন্যই মূলত বাজারে যাওয়া। যাই হোক এর মাধ্যমে আপনি সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন এবং জয়েন করেছেন কার্নিভালে এটাই অনেক বড় পাওয়া।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ কার্নিভাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আসলে আপনারা প্রবাসী যোদ্ধা। প্রবাসে আছেন দেশের মানুষের প্রয়োজন মেটানোর জন্য। একজন প্রবাসী যোদ্ধার জীবন কতটা কঠিন। সেটা হয়তোবা আপনারাই বুঝতে পারেন।

আপনারা বিলাস প্রহুল জীবনযাপন না করে,,, দেশে টাকা পাঠান এবং সেই টাকা দিয়ে পরিবার পরিজন বাবা-মা সন্তান সবাই চলে। আপনি বাজারে গিয়েছেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য,,, এবং সেখানে গিয়ে আপনি আমাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেটা দেখে বেশ ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য সবচাইতে বেশি সুন্দর,, যদি আমরা সেটাকে সরাসরি উপভোগ করতে পারি। আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল,,,, ভালো থাকবেন সৃষ্টিকর্তা সবসময় আপনাকে ভালো রাখুক। সেই কামনাটাই করছি আল্লাহ হাফেজ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে এভাবে স্বাগতম জানানোর জন্য আর অবশ্যই আমি আমার নিজের জায়গা থেকে চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করার অবশ্যই আপনারাও এই কনটেস্টটিতে পার্টিসিপেট করবেন আপনারাও আপনাদের নিজের সম্পর্কে বলবেন

প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই এই কার্নিভালে হলে অংশগ্রহণ করার জন্য।

প্রাকৃতিক সৌন্দর্য আমরা যতই দেখি না কেন কখনই শেষ করতে পারবো না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের চারপাশে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে যেগুলো দেখলে নিজেদের মন ছুঁয়ে যায় আপনি খুবই সুন্দর ভাবে আপনার পোষ্টের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ সময় কাটিয়েছেন দেখে খুবই ভালো লাগলো।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো এবং সুস্থ রাখুক ধন্যবাদ আপনাকে।

ভাই আপনার ফটোগ্রাফি দারুন হয়েছে। সেই সাথে আপনার বাজারে কেনাকাটা দেখে অনেক ভালো লাগলো। আপনাকে বিশেষ ধন্যবাদ দিতে চাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য। ভালো থাকবেন প্রিয় ভাই।