💘💘Steemit open mic cover song:- তোমারে লেগেছে এত যে ভালো 💘💘

in hive-120823 •  2 years ago 
চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের মনটাকে আরো একটু ভালো করার জন্য একটু বিনোদনের জন্য যে বিনোদন আপনারা সচার আচার সময়ের অভাবে নিতে পারেন না তাইতো আজকে আপনাদের মাঝে চলে এসেছি আবারও আরও একটি সুন্দর বাংলা গান নিয়ে।
কেমন আছেন বন্ধুরা আমি মামুন আপনাদের মাঝে আজকে চলেছি আরও একটি বাংলা গান কভার করতে যে বাংলা গানটি আমার নিজের কাছেও অনেক বেশি পছন্দের।
20230403_233332.jpg
এই গানের অরজিনাল শিল্পী কনকচাঁপা আমার একজন প্রিয় শিল্পী এবং তার গান আমি বেশিরভাগ সময় অনেক মনোযোগ সহকারে শুনি আর আজকে যে গানটি আমি আপনাদের মাঝে শোনাতে চলেছি গানটি আসলে অনেক সুন্দর একটি গান যে গানটি একজন ভালোবাসার মানুষ অন্য আরেকজন ভালোবাসার মানুষকে কত সুন্দর করে ভালবাসতে পারে সে সম্পর্কে।
-
যখন আমরা কোন প্রেমে পড়ি তখন আমাদের তার প্রেমে পড়ার কারণ কি সেগুলো বিস্তারিত আমরা বিভিন্ন উপায়ে বলে থাকি আর এই গানটি আসলে তারই একটি উদাহরণ।
কিভাবে ভালোলাগা কিভাবে পছন্দ হওয়া সেটাই মূলত এই গানের ভিতরে তুলে ধরা হয়েছে আর আশা করি আমি যে গানটি আপনাদের মাঝে আজকে কভার করলাম আপনাদের শুনেও ভালো লাগবে।
হয়তো আমি ওরজিনাল শিল্পীর মত গাইতে পারিনি তবে চেষ্টা করেছি যেমনটাই পারি আসলে আমি তো আর শিল্পী নই তাই না আমি শুধুমাত্র আপনাদের মাঝে একটু বিনোদন নিয়ে আসার জন্যই মূলত এই প্রস্তুতি গ্রহণ করা।
যাইহোক পুরো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সাথে আমার গানের গলাও শুনবেন কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন।
আর বরাবর যে কথাই বলি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আসলে আপনাদের কার কার কাছে এই গানটি প্রিয় সেটাও আপনারা কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না আর সাথে আমার সাথে থাকার চেষ্টা করবেন ভবিষ্যতে আপনাদের এমন ভাবেই আনন্দিত করব।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সময় পান তাহলে আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে আসতে পারেন যাতে করে আপনারা খুব সহজেই আমার যে কোন ভিডিও প্রতি সহজে পেয়ে যান।

Best regards

@mamun123456

Join incredible India discord community

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই গানটি আমার অনেক ভালো লাগে। গানটির কথা এবং সুর অনেক সুন্দর। আপনি এই গানটি কভার করেছেন। আপনার কন্ঠেও এই গানটি অনেক সুন্দর মানিয়েছে। এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

#miwcc

অনেক অনেক ধন্যবাদ ভাই একটু কষ্টের ভেতরেও আনন্দ দিতে যাই হোক আপনাদের ভালো লাগে এটাই আমার অনেক বড় প্রাপ্তি

Loading...

যেহেতু আমরা আপনার কন্ঠে গান প্রতি সপ্তাহে একবার শুনে কিন্তু আজকের এই গানটি বিনোদন অনেক সুন্দর হয়েছে ভাইয়া পাশাপাশি আপনি যে গানটি গেয়েছেন আমার অতি প্রিয় একটি গান।

আমি আশাবাদী থাকিব আপনার কাছ থেকে আরও ভালো ভালো গান শোনার জন্য আপনি আমাদের মাঝে আরো ভালো ভালো গান শেয়ার করবেন এই আশা রাখি আপনার কাছে।

#miwcc

ধন্যবাদ ছোট ভাই তোমাকে হ্যাঁ আসলে চেষ্টা করেছিলাম একটু ভালো করে গাওয়ার এখন তোমাদের কাছে ভালো লাগে এটা শুনে তো আরো বেশি ভালো লাগছে

এক কথায় অসম্ভব সুন্দর এবং আমার প্রিয় একটি গান। আপনি আজকে আমাদের সাথে পরিবেশন করেছেন। আমিও গানটি বেশ মনোযোগ সহকারে শুনি।

আপনার গানটা চালিয়ে শুনতে শুনতে, আমি ঘুমিয়ে পড়েছিলাম।

অসংখ্য ধন্যবাদ, আপনাকে এত সুন্দর একটা গান আমাদের সাথে পরিবেশন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

তাই নাকি আমার গান শুনতে শুনতে আপনি ঘুমিয়ে পড়েছেন এটা শুনে তো আসলেই আমি হতবাত যাইহোক ভালো লাগলো যে আপনার কাছে গানটি ভালো লেগেছে

গানের সাথে আমরা আমাদের জীবনের বিশেষ মূহুৰ্ত, বিশেষ অনুভুতি গুলো খুব সহজেই ব্যক্ত করতে পারি। এজন্য গানের সাথে আমাদের এত ঘনিষ্ঠতা। গানের মধ্যে অনেক উপমা ব্যবহার করা হয়েছে এজন্য এই গানটা আরো বেশি ভালো লেগেছে।

আর আপনিও অনেক সুন্দর করে গানটি গেয়েছেন। গানটা ছোটো বেলা থেকেই শুনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মূহুৰ্ত আমাদের উপহার দেওয়ার জন্য।

#miwcc

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনার গাওয়া গান টি হৃদয় ছুঁয়ে গেল। এটি আমার প্রিয় গান গুলোর মধ্যে একটি