Steemit open mic cover song:- Teri Ashhiqui Ne Maara (cover by mamun)

in hive-120823 •  2 years ago 
গান পছন্দ করে না এমন ব্যক্তি খুবই কম খুঁজে পাওয়া যাবে আমাদের বর্তমান সমাজে। কমবেশি সবাই আমরা বিভিন্ন ভাষার গান শুনতে অনেক বেশি পছন্দ করি।
20230320_000825.jpg
আমি নিজেও একজন গান পাগল মানুষ আসলে তেমন একটা গান শোনা হয় না সময়ের অভাবে কিন্তু যখনই সময় পাই চেষ্টা করি নতুন নতুন যে সকল গানগুলো বাইর হয়েছে সেগুলো শোনার।
আর শুধু শুনতে নয় আমি গাইতেও অনেক বেশি পছন্দ করি সেটা হয়তো আপনারা অবশ্যই জানেন, হয়তো আমি অরিজিনাল শিল্পী যেমন করে গাই কেমন করে গাইতে পারি না তবে নিজের অভিজ্ঞতাই নিজের মন থেকে যে সুর বের হয় সেই সুর দিয়েই মূলত গানগুলো গিয়ে থাকি।

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZtji4NxLgiTYyiGxQnfGJZoc8RV7GLtVc3jKQxkFzjciabSGZqjH69ANkV8oi7JEXNEy2bKf47avnLd5xdJaNTsKaXgv9PzNXk2Fnefcttwiear8xpAZEAy9JrauFL_1.png

আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন আপনাদের মনকে আরো একটু সুন্দর করতে আজকে আবারো নিয়ে চলে আসলাম আরো একটি নতুন গান তবে আজকে আমি আমার বাংলা ভাষার গান গাইবো না আজকে আমি আপনাদের মাঝে একটি হিন্দি গান শোনাতে চলেছি।
যে গানটি আপনার বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়াতে খুবই বেশি পরিমাণ ভাইরাল হওয়া একটি গান যে গান আমার নিজেরও অনেক বেশি পছন্দ হয়েছে গানের প্রত্যেকটি কথা আসলে হৃদয় লাগার মত অনেক সুন্দর এবং অনেক মাধুর্য দিয়ে পুরো গানটি তৈরি করেছে অরিজিনাল শিল্পীরা।
হঠাৎ করে মনে কি একটা চিন্তা আসলো ভাবলাম দেখে তো এই গানটি আমি পারি কিনা আমি এই গানটি আসলে নিজের মন থেকেই কখন জানি গুনগুনিয়ে উঠেছি নিজেও বলতে পারিনা।
তাইতো আর দেরি না করে এই গানটি আসলে আমি গিয়ে নিলাম আসলে এখানে আমার নিজের ফেস দেখায়নি কিন্তু ভয়েস টা তো আমার তাই না।
যারা এর আগে আমার গান শুনেছে তারা আমার ভয়েস শুনলেই বুঝতে পারবে যে এটা মামুন ভাইয়ের গলা তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে সেই ভাইরাল হওয়া গানটি শেয়ার করতে চলেছি গানটির শিরোনাম Teri Ashhiqui Ne Maara

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZtji4NxLgiTYyiGxQnfGJZoc8RV7GLtVc3jKQxkFzjciabSGZqjH69ANkV8oi7JEXNEy2bKf47avnLd5xdJaNTsKaXgv9PzNXk2Fnefcttwiear8xpAZEAy9JrauFL_1.png

আমি আশা করি আপনাদের এই গানটি অনেক অনেক বেশি পরিমাণে পছন্দ হবে আসলে অনেক ভালো গেয়েছি আমার নিজের থেকে মনে হচ্ছে হয়তো দু এক জায়গায় একটু ভুল ত্রুটি হয়েছে তারপরও আমার মনে হয় আপনাদের কাছেও গানটি অনেক ভালো লাগবে।
•গানটি অবশ্য একটি এডিটর দিয়ে কমবেশি এডিট করেছি এডিট বলতে আমি ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি লাগিয়েছি সে ভিডিওটি অবশ্যই আমাকে এডিট করেই লাগাতে হয়েছে তো তার জন্য একটু ভয়েজের চেঞ্জ হয়েছে এখানে।
কিন্তু এমনটা নয় যে আমি আমার পুরো ভয়েসটা চেঞ্জ করেছি এখানে আমি প্রথম একটি লাইনের ভয়েস চেঞ্জ করেছি যেখানে একটি শায়েরী বলা হয়েছিল যে শায়েরিটি আসলে আমার এই কন্ঠে হয়তো খুব একটা বেশি মানাতো না।
তাইতো একটু ভারী ভয়েস দিয়েই এই শাড়িটি আমি এডিট করেছি তারপরেই আমি আমার গান স্টার্ট করেছি আশা করি আপনারা পুরো গানের ভিডিওটি দেখবেন আমার মনে হয় না আপনাদের কাছে খারাপ লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন।
আর বর্তমানে এই ভাইরাল হওয়া গানটি কার কার কাছে সবচেয়ে বেশি প্রিয় কার কার কাছে পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না আর অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি পরবর্তীতে আপনাদের মাঝে এই রকম আরো অনেক গানের ভিডিও নিয়ে আমি হাজির হব।
গানটির অরজিনাল ভিডিও এবং সাথে গানটির সাথে জড়িত সকল কিছু আমি এখানে শেয়ার করলাম।

অরজিনাল গানের ভিডিও:-

SongDetails
SongTeri Ashhiqui Ne Maara 2.0
MusicHimesh Reshammiya
LyricsShabbir Ahmed
SingerAmarjeet Jaikar
Music Programmer’sSuhas Parab, Subhash Parab, Priyesh Vakil, Barzin Contractor,

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আমার এই ছোট্ট গানের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের আমাকে এত পরিমাণে ভালোবাসার জন্য।

Best regards

@mamun123456

Join incredible India discord community

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সৃষ্টি কর্তা আপনাকে বড় একটা নিয়ামত দান করেছেন। আর সেটা হলো কন্ঠস্বর। আমি অনুরোধ করবো পরবর্তীতে ইসলামী সংগীত পরিবেশন করার। অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।

অবশ্যই ভাই কেন নয় আপনি এর আগের দিনও একটা কমেন্ট করছিলেন আসলে ইসলামী সংগীত পরিবেশন করা খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু আমরা যে প্লাটফর্মে কাজ করি সেখানে নিজের ধর্মটাকে প্রচার করা খুব একটা ভালো কিছু দেখায় না যার জন্যই মূলত আমি এমন কিছু করি না তারপরও আপনার অনুরোধে আমি অবশ্যই একটি ইসলামিক সংগীত শেয়ার করব আশা করি আপনার পছন্দ হবে

হুম সেক্ষেত্রে মা বাবাকে নিয়ে বলা যায়,

হয়তোবা আমি গান গাইতে পারি না কিন্তু গান শুনতে আমার খুবই ভালো লাগে এবং আপনার গান আমি ফাঁকে মাঝে শুনি আপনি অনেক সুন্দর গান গান অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

ধন্যবাদ ছোট ভাই অবশ্যই এভাবে আরও সুন্দর সুন্দর গান তোমাদের মাঝে উপস্থাপন করব শুনতে থেকো

Loading...

Amigo cantas muy bien, tienes una voz muy bonita, a pesar que no entiendo el idioma me gustó mucho la canción, y esto demuestra que el idioma no es impedimento para que me guste la canción.

Gracias por compartirla con nosotros 😊

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য আসলে গান গাইতে আমি পছন্দ করি আর সেটাই আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম আর আপনাদের কাছে এটা ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া

আসলে অসম্ভব সুন্দর গেয়েছেন আপনি গানটা। আপনার গান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই ভালো লাগছে আপনার গলায় এই গানটা।

এর সাথে আমি আপনাকে একটা কথা বলতে চাই।সেটা হচ্ছে আপনি যদি বাংলা গান করেন, তাহলে সেই গানের লেখাগুলো আপনি যদি আপনার ভিডিওর মধ্যে লাইন ভাই লাইন করে, ভিডিও আকারে দিতে পারেন, তাহলে কিন্তু আরো সুন্দর দেখায়।

অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর একটা গান শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আমার গানটি শুনে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা করা যায় কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক এডিট করা লাগে আসলে মোবাইল দিয়ে এত এডিট করা খুব একটা বেশি পসিবল না যাইহোক তারপরও মাথায় রাখবো ধন্যবাদ আপনাকে

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Heres a free vote on behalf of @se-witness.