১০ স্টিম পাওয়ার বৃদ্ধি

in hive-120823 •  2 years ago 

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

20221228_225938.jpg

বেশ কিছুদিন থেকে কর্মজীবনে বিভিন্ন জটিলতার কারণে অনেক চাপের মধ্যে আছি। মানসিক দিক দিয়ে তাই অনেক বিধ্বস্ত। আমি একটি ঔষধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার পদে কর্মরত আছি। আমার আমার অধীনস্থ এখানে ৬ জন কলিগ আছে। তাদেরকে নিয়েই আমার প্রতিদিনের কর্মব্যস্ততা। প্রতিদিন সকালে রিপোর্টিং করতে এসে সারা দিনের শিডিউল নিয়ে আলোচনা শুরু হয়।

কয়েকদিন থেকে ক্লোজিং নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। মার্কেটিং পেশায় এই একটা বিরক্তিকর কাজ। প্রতি মাসেই নিয়মিত ক্লোজিং করে আসছিলাম। কিন্তু এবার বছর শেষে মহাবিপদে পড়েছি। ঠিকমতো ক্লোজিং করতে না পারায় চাকরি যায় যায় অবস্থা। দ্রব্যমূলের এই ঊর্ধ্বগতির বাজারে চাকরি যেন একটা সোনার হরিণ। কে চায় এই সোনার হরিণ যেন অবহেলায় হারিয়ে যায়।

যাইহোক আজকে পোস্ট নিয়ে আলোচনায় চলে আসি। আমি যতদিন স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি তখন থেকেই নিয়মিত পাওয়ার আপ করে আসছি। আমি সবসময় পরিমাণের কথা চিন্তা না করে ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেছি। তাই প্রতি সপ্তাহের মত আজকেও একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে এসেছি।

আসলে স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে হলে নিজের আইডিতে পাওয়ার থাকা অত্যন্ত জরুরী। যার আইডিতে স্টিম পাওয়ার যত বেশি সেই আইডির সক্ষমতা তত বেশি। আমরা যদি ভবিষ্যতে ভালো কিছু রিটার্ন পেতে চাই তাহলে অবশ্যই বেশি বেশি পাওয়ার আপ করতে হবে। তাছাড়া পাওয়ার আপ করার ফলে আমাদের স্টিম গুলো সুরক্ষিত থাকে।

পাওয়ার আপের ফলে আমাদের আইডির ভোটিং ভ্যালু বৃদ্ধি পায়। আমাদের এসপি বেশি হলে আমরা নিয়মিত বিভিন্ন পোস্টে ভোট দিয়ে কিউরেশন রিওয়ার্ড পেতে পারি। আমাদের ওয়ালেটে পর্যাপ্ত এসপি থাকলে আমরা বিভিন্ন প্রজেক্টে ডেলিগেট করেও আর্ন করতে পারি। যাইহোক এবার আমি আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি শুরু করছি।

20221228_230348.jpg

আমার ওয়ালেটে যে পরিমান লিকুইড স্টিম আছে আমি সেখান থেকে ১০ স্টিম পাওয়ার আপ করব। প্রথমে একটিভ কী দিয়ে ওয়ালেটে লগইন করে নিয়েছি। তারপর স্টিমের উপর ক্লিক করে power up সিলেক্ট করেছি। পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড স্টিম আছে ১৩.৮২২ এবং স্টিম পাওয়ার আছে ১৩২৭.৯৭৫।

20221228_230328.jpg

যেহেতু আমি ১০ স্টিম পাওয়ার আপ করব তাই এমাউন্টের ঘরে ১০ লিখেছি। তারপর power up অপশনে ক্লিক করব। Power up অপশনে ক্লিক করার পর ok অপশন আসবে।

20221228_230313.jpg

power up অপশনে ক্লিক করার পর ok অপশন পেয়েছি। এখন ok অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করতে হবে।

20221228_230255.jpg

ok তে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করেছি। পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার ওয়ালেটে লিকুইড স্টিম আছে ৩.৮২২ এবং স্টিম পাওয়ার হয়েছে ১৩৩৭.৯৭৫ স্টিম।

এভাবেই নিয়মিত পাওয়ার আপ একদিন আমি আপনার আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাব। আসলে প্রতিটি কাজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে হয়। আমিও মনে মনে একটি টার্গেট ঠিক করে পাওয়ার আপ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের সকলেরই একটি লক্ষ্যমাত্র স্থির করে নিয়মিত পাওয়ার আপ করা উচিত।

পাওয়ার আপের ফলে একদিকে যেমন আমাদের আইডি সমৃদ্ধ হবে অন্যদিকে আমরা নিজেরাও অনেক লাভবান হব। সর্বোপরি আমাদের শক্ত একটি ভিত্তি গড়ে উঠবে। আমাদের প্রত্যেকের উচিত আমাদের এসপি থেকে সংশ্লিষ্ট কমিউনিটিতে ডেলিগেট করে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আশা করছি সবাই আমার পাওয়ার আপ পোস্ট দেখে উদ্বুদ্ধ হয়ে নিয়মিত পাওয়ার আপে সচেষ্ট হবেন।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাওয়ার বৃদ্ধি মানে নিজের একাউন্ট কে আগের থেকে আরো শক্তিশালী এবং সমৃদ্ধি করা। স্টিম পাওয়ার দেওয়ার মাধ্যমে একটা সময়ে অনেক পাওয়ার মালিক হওয়া যায়। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাধুবাদ জানাই। আপনার জন‍্য শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাইয়া।

Loading...

আপনি সুন্দর ভাবে পাওয়ার আপ অপশনের বিষয় উপস্থাপন করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, যা একাউন্ট কে আরো শক্তিশালী করো তোলে।

এজন্য আমাদের উচিত অন্তত প্রতি সপ্তাহে একবার পাওয়ার আপ করা।

ধন্যবাদ ভাইয়া আপনাকে। গুরুত্বপূর্ণ পোস্ট উপহার দেওয়ার জন্য।

ঠিক ভাই ধারাবাহিকতা রক্ষা করা বেশি প্রয়োজন।