দারিদ্র বিমোচনে ছাগল পালন একটি লাভজনক প্রকল্প।

in hive-120823 •  last year 

হ্যালো পাঠক বন্ধুরা!

শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আশা করি সবাই ভাল আছেন এবং অনেক সুন্দর দিন অতিবাহিত করছেন। বন্ধুরা আমি নতুন নতুন বিষয় সম্পর্কে লিখতে ভালবাসি এরই পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারিদ্র্য বিমোচনে ছাগল পালন একটি লাভজনক প্রকল্প। আশা করি আমার লেখাটি সকলে পড়বেন আপনাদের ভালো লাগবে।

IMG_20230925_225300.jpg

ছাগল একটি গৃহপালিত প্রাণী। গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতেই ছাগল পালন করা হয়ে থাকে কারণ ছাগল পালন করতে খুব বেশি খরচ করতে হয় না।ছাগল সবরকম খাবার খেতে অভ্যস্ত। বর্তমানে আমার বাড়িতে চারটা ছাগল আছে তার মধ্যে একটি মা ছাগল।

received_678727350603502.jpeg

received_7050042488361959.jpeg

আমি প্রথমে আমার বাড়িতে পালন করার জন্য একটি মা ছাগল কিনেছিলাম এখান থেকে প্রায় দুই বছর আগে। এই মা ছাগলটি আমার বাড়িতে আসার এক মাস পর বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয় এবং প্রথমবার দুটি খাসির বাচ্চা এবং দ্বিতীয়বার একটি বাচ্চা দেয়। বর্তমানে আমার বাড়িতে এখন একটি থেকে চারটি ছাগলে উন্নীত হয়েছে। এটি খুবই লাভজনক একটি প্রকল্প।

received_1236297683712839.jpeg

বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ ছাগল পালন করার জন্য খামার তৈরি হয়েছে। কারণ অল্প বিনিয়োগের মাধ্যমে ছাগল পালন করা যেতে পারে এবং অল্প সময়ে একটি ভালো প্রফিট অর্জন করা সম্ভব যদি ছাগলের রোগ বালাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।বাংলাদেশ সরকার ছাগল পালনের উপরে প্রশিক্ষণ প্রদান করছে যার ফলে খামারিরা সঠিক প্রশিক্ষণ নিয়ে ছাগল পালন করতে পারে এবং লাভবান হতে পারে।

received_259704960389372.jpeg

তবে ছাগল পালন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে একটি ঘাসের জমি নির্বাচন করতে হবে এবং সেখানে ঘাস চাষ করতে হবে। কারণ ছাগলের প্রিয় খাদ্য হলো ঘাস লতাপাতা। ছাগলের দ্রুত বৃদ্ধির জন্য দানাদার জাতীয় খাদ্য দেওয়া যেতে পারে তাহলে অল্প সময়ে ছাগলের দ্রুত বৃদ্ধি ঘটবে এবং আপনি অল্প সময়ে বেশি লাভবান হতে সক্ষম হবেন।
বাংলাদেশে প্রচুর পরিমাণ ছাগলের মাংসের চাহিদা রয়েছে এবং ১ কেজি ছাগলের মাংসের মূল্য বর্তমানে ১০০০ টাকা। সুতরাং সঠিকভাবে ছাগল পালন করতে পারলে অল্প খরচে অনেক বেশি লাভবান হওয়ার সম্ভাব এবং নিজেদের অভাব দূরীকরণের জন্য আপনি অল্প মূলধন নিয়েও এই ছাগলের খামার গড়ে তুলতে পারেন।

received_1322532571699341.jpeg

ছাগল পালন করে অল্প জায়গার মধ্যে বছরে আপনি লক্ষাধিক টাকা উপার্জন করতে সক্ষম হবেন যেটি আপনার দারিদ্রব্য বিমোচনের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের বাংলাদেশে ব্লাক বেঙ্গল ছাগল অনেক বেশি পরিচিত এবং এটি কষ্ট সহিংস যে কোন আবহাওয়ায় এরা নিজেকে মানিয়ে নিতে পারে এবং এর রোগ বালাই যথেষ্ট কম হয়ে থাকে। তবে আপনি যদি ছাগল পালন করতে চান তাহলে আপনাকে পিপিআই এর ভ্যাকসিন আপনাকে প্রত্যেক ছয় মাস পর পর আপনার ছাগলকে প্রদান করতে হবে।

received_215736471293904.jpeg

received_1024894785611456.jpeg

বিশেষ করে ছাগলের রোগ বালাই বলতে সর্দি ঠান্ডা কাশি এগুলোই হয়ে থাকে। তাই আপনাকে সর্বপ্রথম ছাগল পালন করার জন্য প্রাথমিক ধারণা থাকা খুবই জরুরী ছাগলের এসব রোগ বালাইগুলো আপনাকে নিজেকেই দেখতে হবে এবং সে অনুযায়ী তাদেরকে মেডিসিন সেবন করাতে হবে। তাহলে এই ছাগল পালন করে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন বলে প্রত্যাশা করি।

বন্ধুরা আপনারা চাইলে আপনাদের নিজেদের বাড়িতে একটি দুটি ছাগল পালন করে দেখতে পারেন। দেখবেন অল্প সময়ে অল্প খরচে কোন ঝামেলা ছাড়াই অনেক বেশি লাভবান হওয়া সম্ভব।

বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি ভিজিট করার জন্য। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আজকে আপনার পোস্ট করার পর সত্যিই অনেক অনুপ্রাণিত হলাম। আমি বুঝতে পারলাম অল্প খরচে আমরা ছাগল পালন করে,, অনেক বেশি লাভবান হতে পারব। আসলে আমাদের গ্রামে অনেক মহিলা আছে। যারা কিনা একটা ছাগল পালন করার মাধ্যমে তাদের কাজ শুরু করেছিল। বর্তমানে তারা ১০ থেকে ১৫ টা ছাগলের মালিক হয়েছে। এটা অনেক বেশি লাভবান একটা ব্যবসা,, বলে আমি মনে করি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, উপরোক্ত বিষয়টা এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

জি আপু ছাগল অল্প খরচে সবচেয়ে লাভজনক একটি ব্যবসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ঠিক বলেছেন অল্প খরচে ছাগল লালন পালন করলে লাভজনক হওয়া সম্ভব ৷ কারন আমরাও কয়েকটি ছাগল লালন পালন করে থাকি ৷ ছাগলের বেশী খাবার লাগে না অল্প খাবারে তাদের লালন পালন করতে বেশ সুবিধা রয়েছে ৷

বাজার থেকে ভূসি এনে অল্প করে খাওয়াতে হবে আর প্রতিদিন তাদের বাইরে ঘাস খাওয়াতে হবে তাহলেই খুব সহজেই ছাগল লালন পালন করা সম্ভব ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

This post has been upvoted through -Steemcurator09


Team Newcomer- Curation Guidelines For Septembert 2023 Curated by - @suboohi

Note:

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

আমাদের বাসায় কয়েকটি ছাগল রয়েছে।। আর ছাগল থেকে আসলে অনেক পরিমাণ লাভবান হওয়া সম্ভব কারণ ছাগলে খরচ কম।।

আপনি ছাগলের বেশ কিছু তথ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো পড়ে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

আপনার পোস্টটি আসলে অনেক সুন্দর হয়েছিল সকল কিছু খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছিলেন।।।

আসলে ছাগলে অনেক লাভবান হওয়া যায় কারণ অল্প খরচ দিয়ে ছাগল পোষা যায় কারণ এদের বেশি খরচ হয় না। গ্রামে মহিলারাই বেশি চা অল্প খরচের কারণে ছাগল লালন পালন করে থাকে ও এতে তাদের অনেক লাভবান হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করলেন থ্যাঙ্ক ইউ

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

থ্যাঙ্ক ইউ

আপনি ঠিকই বলেছেন, ছাগল পালন খুব লাভজনক পেশা। আমাদের দেশের নারীরা এই ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন। তাছাড়া এখন উপজেলা পর্যায়ে এই বিষয়ে ভিবিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। সঠিক ভাবে ছাগল পালন করার জন্য। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।

আসলে ছাগলে অনেক লাভবান হওয়া যায় কারণ অল্প খরচ দিয়ে ছাগল পোষা যায় কারণ এদের বেশি খরচ হয় না। অল্প খরচে আমরা ছাগল পালন করে,, অনেক বেশি লাভবান হতে পারব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য