স্বাধীন বাংলাদেশ

in hive-120823 •  2 months ago 

হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন।

আর আমি,,, আমরা বাঙালিরা ভালো আছি বলতে হয় বলে লিখছি ভালো আছি। কেমন আছি অনেকে হয়তো বা অবগত আছেন আমাদের দেশ সম্পর্কে।

হ্যাঁ ঠিকই ধরেছে আজ আমি আমার দেশের চলমান অবস্থা নিয়ে লিখছি ।

image.png
উৎস

আমি গর্বিত, আমি বাঙালি :
যে দেশের তরুণ ছাত্র-ছাত্রীরা নিজের জীবন বিলি করে দিচ্ছে আগামী প্রজন্মের জন্য আমি এমন দেশের একজন নাগরিক আমি।

image.png
উৎস

আমি লজ্জিত, আমি বাঙালি :
১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে মাত্র ১২ জন ভিন দেশীদের হাতে। ২০২৪ সাল কোটা সংস্কার আন্দোলনে নিজের স্বাধীন দেশে নিজেদের সৈনিকদের হাতে শহীদ হয়েছে ২০০ শতাধিকেরও বেশি ছাত্র-ছাত্রী, আহত অগণিত।
এটাই কি আমার স্বাধীন সোনার বাংলাদেশ। আমাদের টাকায় যে অস্ত্র কেনা হচ্ছে সেই অস্ত্র দিয়ে আমার দেশের সোনার ছেলেদের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। একেই বলে স্বাধীন বাংলাদেশ। যেখানে নিজের মত প্রকাশ করার সুযোগ নেই ধিক্কার জানাই আমি এমন দেশের।

image.png

উৎস

নিজের উপরে ঘিন্না হচ্ছে

আজ আমার বলতে নেইকো মানা,
ঘিন্না হচ্ছে নিজের উপরে।
আমি কেন দাঁড়াতে পারলাম না,
আমার ভাই বোনদের পাশে।
ভয়... পিছুটান দিচ্ছে আমার স্ত্রী সন্তান,
আমার যদি কিছু হয়ে যায়,
তাদের হবে কি?
আমি ছাড়া তো তাদের নেইকো আর কিছু।
তবে যে হাজারো ছাত্র ছাত্রী প্রাণ দিল,
তাদের কি নেইকো কিছু।
প্রশ্ন উঠছে মনে...
আমি কি আসলেই বাঙালি,
নাকি স্বৈরাচার!


এই স্বৈরাচারী শাসন চলবে আর কতকাল :
আমি সাধারণ এক মানুষ রাজনীতি বলতে আমি কিছুই বুঝিনা, তবে ইতিহাস পড়ে ও শুনে যা আমার সাধারণ মস্তিষ্কে বুঝতে পারছি, ছাত্রদের যেখানে রক্ত পড়েছে সেখানেই স্বাধীনতার বীজ রোপন হয়েছে।



সশরীরে থাকতে পারছি না বটে,
তবে আত্মাটা,
পড়ে আছে,
কোটা সংস্কার,
আন্দোলনের মাঠে।


দোয়া করবেন সবাই আমার দেশের ছেলেদের জন্য।
আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

দীর্ঘদিন পর আপনার লেখাপড়ার সুযোগ হলো আজকে। বড় ভাই আপনার লেখাগুলো পড়তে অনেক ভালো লাগে কেননা আপনি যে বিষয় নির্বাচন করেন সেই বিষয় নিয়ে খুব ভালো হবেই উপস্থাপনা করতে পারেন। দীর্ঘদিন যাবত আপনার লেখাগুলো অনেক মিস করছি।

সত্যি কথা বলতে ভাই বাংলাদেশের যেসব স্মৃতি হয়তো বা বাংলাদেশ মায়ানমার হতে আর বেশি দেরি লাগবে না। হয়তোবা প্রশাসনের হাতে সমস্ত ক্ষমতা চলে যেতে পারে। নির্যাতনীপূরণের শেষ আমরাও দেখতে চাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব সুন্দর আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।