বর্তমানে ঈশ্বরকে ছাড়া নিজেকে ও বিশ্বাস করাই কঠিন বাকি সব তো অনেক দূরে!
তারপরও জীবন চলার পথে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। আর এটাই সত্যি বিশ্বাস করা ছাড়া আর কোন গতিই নেই।
তবে ম্যাম কাউকে বিশ্বাস করার পূর্বে তার অতীত ও বর্তমান দুটোই বিশ্লেষণ করা উচিত।
একটি প্রভাত রয়েছে ম্যাম যা হয়তোবা আপনিও জানেন যেমন,
নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো।
আপনি অনেক ভালো মানুষ ম্যাম। তাইতো খুব সহজেই সব মানুষকে বিশ্বাস করেন। তবে এটা একদমই ঠিক না আগে মানুষ চিনুন তারপরে বিশ্বাস করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমার পোস্টটি পড়ার জন্য। আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত আপনার জন্য প্রার্থনা করি তিনি যেন আপনাকে একটু ভালো রাখেন সুখে শান্তিতে রাখেন সব সময় সুস্থ রাখেন। কারন আমি আপনাকে বিশ্বাস করি ও ভালোবাসি।
আল্লাহ হাফেজ।