প্যানাসনিক ব্র্যান্ডের কিছু জিনিস কেনাকাটা মুহূর্ত।

in hive-120823 •  3 days ago 

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ গত শনিবারে কিছু কেনাকাটার জন্য মার্কেটে গিয়েছিলাম কোম্পানি দেওয়া কিছু ভাউচার ছিল। সেগুলো দিয়েই মূলত কেনাকাটা করাব আর এই ভাউচারগুলো যেখানে সেখানে খরচ করা যায় না ।যেখান থেকে এগুলো ক্রয় করেছে ঠিক সেই কোম্পানিতেই এগুলো খরচ করতে হবে। যাই হোক 300 টাকার মতো ভাউচার ছিল।

IMG_20241119_113416.jpg

আর এই ভাউচার গুলো দিয়েছিল গত বছর ক্রিসমাস অনুষ্ঠানে। এই ভাউচার গুলোর মেয়াদ এক বছর পর্যন্ত হয়ে থাকে । আর এক মাস মেয়াদ ছিল তার আগেই আমি এগুলো খরচ করছি। মার্কেটে গিয়েছিলাম মূলত গোসলের পানি গরম করার হিটার কিনতে তবে এর দাম অনেকটাই বেশি ছিল তাই ওটা না কিনে অন্য জিনিস কিনেছি।

60c2b4f4-a749-40b6-95e8-f8c7d0ef9371photo.jpeg

আমার জন্য কিছুই কিনি নাই অন্য আরেকটা মানুষের জন্য এগুলো কিনেছি । তবে জিনিসগুলো কেনার সময় অনেকটাই বিভ্রান্তির মুখে পড়েছিলাম এই ধরনের জিনিস আমি আগে কখনোই কিনি নাই। সবগুলো মেয়েদের পার্লারের কাজে ব্যবহার করা হয়।

884359ac-231a-4f74-894e-019f2ff65df0photo.jpeg

ভালো জিনিসের দাম একটু বেশি থাকে। আমার আব্বু সবসময় একটা কথা বলে যে দামে ঠকে গেলেও মালে কখনোই ঠকবানা এইকথা মনে পড়ে যখনই আমি কোন জিনিস কিনতে যাই। অনেক চিন্তাভাবনা করে প্যানাসনিক ব্রান্ডের সবগুলো মাল কেনার চেষ্টা করেছি।

6ca40d94-edf8-44d8-9293-0febe11b93bbphoto.jpeg

প্যানাসনিক ব্র্যান্ডের আমি এখানে এডভার্টাইজ করতে আসছি না জাস্ট আমি যে জিনিসগুলো কিনছি তার রিভিউ দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমি একটা চুল শুকানোর হ্যান্ড ড্রাই মেশিন নিয়েছি এর দাম ছিল ১১৯ রিঙ্গিত। তবে এর চেয়ে কম দামেরও অনেক ব্র্যান্ডের মাল রয়েছে। দুই বছরের ওয়ারেন্টি দিয়েছে এর ভিতরে কোন কিছু হলেই এটা চেঞ্জ করে দিবে। বলে রাখা ভালো panasonic মালয়েশিয়ার কোম্পানি।

IMG_20241116_141431.jpg

তারপর আমি যেটা নিছি সেটা হল মেয়েদের চুল রোল করা আধুনিক প্রযুক্তির একটি মেশিন এটা দিয়ে কিভাবে যেন প্যাচালে চুল খুব সুন্দর কুকড়া কুকড়া হয়ে যায় । যাদের সোজা চুল আছে তারা চাই তাদের চুল কুমড়া করতে আবার যাদের কুকুড়া চুল আছে তারা চাই সোজা করতে। মেয়েদের অদ্ভুত পছন্দ।

3a25784d-60c4-4acb-a68c-4c567053e99cphoto.jpeg

জিনিসগুলো পছন্দ করতে অনেক সময় লেগে গেছে কেননা এই জিনিসগুলো আমি নিজে পছন্দ করি নাই যার জন্য কিনছি তার কাছে ফোন দিয়ে এই জিনিসগুলো কিনেছি । তবে বিভ্রান্তির জায়গা হল মাঝে মাঝে ইন্টারনেটে কথা আসছিল না তাই অনেকটা সময় লেগে গিয়েছে। আরো কি বিষয় হল একই জিনিসে বিভিন্ন রকম মডেল রয়েছে। একটি মডেল পছন্দ হলে আর একটা মডেল পছন্দ হচ্ছে না তিনটে জিনিস কিনতে প্রায় দুই ঘন্টা মত সময় লেগে গিয়েছে আমার।

9c64ca81-6b9d-49b4-8838-732d5264be72photo.jpeg

বাসায় আসার সময় চুল সোজা করার আরো একটি মেশিন কিনে নিয়েছি কেননা ৩০০ টাকার ভিতরে এই জিনিসগুলো কিনতে হবে। জিনিস কেনাকাটা শেষ হলে কাউন্টারে গিয়ে চেক করে সব জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিল । হিসাব কিতাব শেষ করে আমার কাছে আরো ১৫ টাকা পাওনা পরলো আমার নিজের ক্যাশ টাকা থেকে আরো ১৫ টাকা দিয়ে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি।

IMG_20241119_114108.jpg এই তিনটি জিনিসের মূল্য তার রিসিপ দেয়া হলো।

IMG_20241119_114542.jpg

তো বন্ধুরা এর আগে আমি কখনো এই জিনিসগুলোর নামও শুনি নাই তবে কেনাকাটা মধ্য দিয়ে এই জিনিসের নাম ও কি কাজে ব্যবহার হয় সেগুলো জানতে পারছি। তো বন্ধুরা এই ছিল আমার কেনাকাটা মুহূর্ত আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি।আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post was upvoted by @supportive.

Loading...