অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
অনেকদিন নিজের প্রতি যত্ন নিও হয় নাই চেহারার বেহাল দশা রোদের কারণে মুখে কালো দাগ পড়ে গিয়েছে ধুলো ময়লা ভিতরে প্রতিনিয়তই কাজ করতে হয় তাই বলে কি নিজেকে যত্ন নিব না প্রতি টা ব্যক্তির উচিত যে নিজের প্রতি যত্ন নেওয়া যাইহোক। বিকাল তিনটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ওয়াস দিয়ে মুখ ধুয়ে তারপর ক্রিম মুখে দিয়ে আধা ঘন্টার মত রেখে দিয়েছি তারপর ধুয়ে ফেলছি। কিছুটা হলেও তো মুখের কালো দাগ দূর হয়েছে প্রতিদিন করতে পারলে আরো ভালো হয় তবে সেই সময়টা হয়ে ওঠে না। মাঝেমধ্যে সময় পেলে নিজের শরীরের যত নিয়ে থাকি।
ফোনে কথা বলার সময় স্ক্রিনশট নিয়েছি |
---|
এরপর ছোট বোনের মেয়ের সাথে বেশ খানিক সময় মজা করি। সে এখন দুই একটা কথা বলতে শিখছে আমাকে মামা বলে ডাকতে পারে ছোট বাচ্চাদের মুখে প্রথম প্রথম ডাক শুনতে অনেক ভালো লাগে। কেননা তাদের মিষ্টি মুখে খুব সুন্দর করে বলার চেষ্টা করে। যাই হোক ভাগনে ফোনে বেশি সময় কথা বলতে চাই না। আজকে তাও অনেক সময় ধরে কথা বলছে আমার সাথে।
পকেটে টাকা নাই তাই বুথে গিয়েছি টাকা তুলতে যাওয়ার পথে বৃষ্টি চলে আসে । বৃষ্টি ততটা জোরে হলো না কিছু সময় বৃষ্টি হয়ে আবার থেমে গেল । বাসা থেকে যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল না তবে মেঘলা আকাশ দেখছিলাম।
টাকা উঠানোর এটিএম বুথের সামনে লম্বা লাইন পড়ে গিয়েছে আমি তার পিছনে দাড়াই দুই থেকে তিন মিনিট পর আমি সেখান থেকে ২০০ টাকা উত্তোলন করি। এরপর ওখান থেকে বের হয়ে মার্কেটের দিকে রওনা দেই।
মার্কেটে গিয়ে বেশ কিছু সময় ঘোরাঘুরি করি তারপর নতুন কিছু শ্যামপুর কালেকশন দেখি। তবে আমি সবসময় ব্যবহার করে থাকি ডাপ শ্যাম্পু, এগুলোর ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে বিভিন্ন রকমের শ্যামপুর আইটেম দেখে মনে মনে হল দেশে যাওয়ার সময় এখান থেকে দুই, তিন প্রকার শ্যামপুর আইটেম দেশে নিয়ে যাব। মূলত মার্কেটে গিয়েছিলাম আমি ছিয়া সিট কিনতে বেশ কয়টি দোকান ঘুরে ঘুরে কোন দোকানেই মিল ছিল না যাই হোক একটি দোকানে মিলল এই অমূল্য রতন।
মার্কেট থেকে ৬:০০ টার পরে বাসায় আসার পথে কিছুটা অবাক হয়েছি আমি যে পথ দিয়ে এটিএম বুথে গিয়েছিলাম তার বিপদের সাইট দিয়ে অর্থাৎ শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে বাসায় আসছিলাম তবে সেই অঞ্চলে বৃষ্টি হয় নাই। রাস্তা একেবারেই শুকনা। রাস্তার সাইডে বার্গারের দোকান। দোকানদার ব্যস্ত আছে তার দোকান মেলানোর কাজে ছয় টার পর থেকেই রাত দশটা পর্যন্ত এখানে বার্গার বিক্রি হয় মাঝেমধ্যে এখানে বার্গার খেতে আসি।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
তো বন্ধুরা বিকেলের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের মাঝে উপস্থাপনা করছি । আমার লেখার ভেতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে । ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন । আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।
সামনে বিয়ের সময় আসতেছে ভাই তাই চেহারা উজ্জ্বল করেন যাতে মেয়ের মা দেখেই যেন পছন্দ করে 🤣🤣 আসলে আমরা অনেক বেশি কর্ম নিয়ে ব্যস্ত থাকার জন্য শরীরে যত্ন যেন নিতেই পারে না কিন্তু আমাদের উচিত শরীরে যত্ন করা।।
ছোট বোনের মেয়ের সাথে ভিডিও কলে মজা করেছেন আবার টাকা উত্তোলন করতে গিয়েছিলেন আবার বেশ কিছু কেনাকাটা করেছেন সব মিলিয়ে সুন্দরভাবে দিনটি অতিবাহিত করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই বিয়ের কথা শুনলে মনের ভিতরে আনন্দ হয় কেননা এটা অভিজ্ঞতা যে আমার নাই। এখন যে জামানা পড়ছে মেয়ের মা যদি জামাই পছন্দ করে তাহলে মেয়ে পছন্দ না করলেও চলবে এটা ঠিক বলছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে আমার মনের মত একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit