বড়দিন উদযাপন উপলক্ষে কোম্পানিতে মধ্যাহ্নভোজের আয়োজন ।

in hive-120823 •  4 days ago  (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

শুভ সন্ধ্যা,
প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ প্রত্যেক বছরের মতো এই বছরেও ক্রিসমাস উপলক্ষে আমাদের কোম্পানি জাঁকজমক ভাবে উৎসব উদযাপন করছে।

IMG-20241224-WA0077.jpg

যদিও ২৫ তারিখে এই উৎসবের মূল পর্ব শুরু হয় তবে এর আগে থেকেই আমাদের কোম্পানিতে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়। যেহেতু আমাদের কোম্পানির মূল বস খ্রিস্টান ধর্ম পালন করে আর এই জন্যই এই উৎসবটা সবথেকে বেশি জাঁকজমক ভাবেই করে থাকেন কেননা এখানে বস নিয়ে যাই উৎসবে উপস্থিত থাকেন।

IMG_20241220_122334.jpg

এছাড়াও প্রত্যেক ধর্মের উৎসব আমরা এভাবেই উদযাপন করে থাকি। আমাদের সবার ধর্মের ভিতরে পার্থক্য থাকতে পারে তবে কর্মের জায়গা এবং রক্তের কোন পার্থক্য নাই । তুমি ভালো মনের মানুষ ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না অন্যের ধর্মকে সম্মান করতে শিখবে এটাই ইসলামের মূলনীতি। তাবে আমি এটা বলবো না যে ধর্ম যার যার উৎসব সবার। অন্য ধর্মের প্রতি সম্মান এবং শ্রদ্ধা থাকতে হবে ইসলাম ধর্ম আমাদেরকে এটাই শেখায়।

IMG_20241220_115948.jpg

যাইহোক যাই হোক বিশ তারিখে সকাল ১১ টা থেকে আমাদের কোম্পানিতে ক্রিসমাস অনুষ্ঠান শুরু করা হয়। সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত কাজ করার পর আমরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি প্রথমেই আমাদের বস ক্রিসমাস উপলক্ষে দুই মিনিট মতো বক্তব্য দিল তারপর তার দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে দুজনেই বিশেষ এই দিনে তারা দুজনেই বাঁশির সুরে সুরে গানের মত করে খুব সুন্দর বাইবেল পাঠ করেছিল আমি সঠিক জানিনা এটা বাইবেলের ভেতরে আছে কিনা তবে তাদের গলার সুর টি অনেক সুন্দর ছিল।

IMG_20241220_120339.jpg

এরপর সবার হাতে হাতে ‌নতুন গিফট তুলে দেয় আমাদের বস এই বছরে ক্রিসমাস গিফট হিসেবে পেয়েছি একটা স্মার্ট ঘড়ি ও ১০০ টাকার একটি ভাউচার। প্রত্যেক বছরই কিছু না কিছু গিফট আমাদের হাতে তুলে দেয়। আনন্দের সাথে আমরা সেই গিফট গ্রহণ করি। যাইহোক সবাইকে গিফট প্রদান করার পর এবার আমাদের খাবার পালা।

IMG-20241224-WA0037.jpg

IMG-20241224-WA0041.jpg

খাবারের আগে ডিসেম্বর মাসে যাদের জন্মদিন ছিল তাদের জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানানো হয় এই মাসে পাঁচ জনে জন্মদিন ছিল আমাদের কোম্পানি তে। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আজকে আবার শুক্রবার তাই একটু পরেই নামাজে যেতে হবে এই জন্য একটু তাড়াহুড়া করে খাওয়া শুরু করলাম সবাই।

IMG-20241224-WA0123.jpg

IMG-20241224-WA0190.jpg

দুপুরের খাবার কয়েক পদের ছিল তবে আমি কোন খাবারের নাম জানিনা এগুলো সব চাইনিজ খাবার শুধুমাত্র এটি বলতে পারব মুরগির মাংসের কাবাব ও মাছ ভাজি আর সব চাইনিজ খাবার। খাওয়া-দাওয়া শেষ করে আমরা সবাই নামাজ পড়তে চলে যাই।

IMG-20241224-WA0186.jpg

IMG_20241220_122323.jpg

নামাজ শেষ করে আবার এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করি। দুপুর ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ছোট ছোট গেম খেলার আয়োজন করছে অনেক আনন্দের সাথে আমরা সবাই মজা করে এই গেমগুলো খেলছি।

IMG-20241224-WA0192.jpg

IMG-20241224-WA0198.jpg

IMG-20241224-WA0329.jpg এখানকার কিছু কিছু ছবি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে ব্যবহার করা হয়েছে।

তো বন্ধুরা এই ছিল ক্রিসমাস উৎসবের আনন্দ এই বছরের আর কোন উৎসব নাই এটাই হল শেষ উৎসব। আমাদের কোম্পানিতে আয়োজিত প্রতিটি উৎসবের কথায় আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করি যাতে করে স্মৃতি হিসেবে এগুলো লিপাবদ্ধ থাকে। আজকের মত আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রতিশাই করি । আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...


Curated by: sergeyk

sergeyk sir, thank you so much for supporting me ❤️❤️.

আপনার পোস্ট পড়ে দারুণ লাগলো। কোম্পানির ক্রিসমাস উদযাপন কত সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল, তা আপনার বর্ণনায় স্পষ্ট। গিফট, খাওয়াদাওয়া, জন্মদিন উদযাপন, আর গেমসসব মিলিয়ে দারুণ আনন্দময় দিন কাটিয়েছেন। আল্লাহ আপনাদের অফিসের পরিবেশ এমনই আনন্দময় রাখুন এবং সবার জন্য বরকত দান করুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।