শুভ সকাল
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি আর্টিকেল লিখতে বসেছি।
প্রতিবেশীরা তোমাকে গড়তে দিবে না ভালো জীবন।
তোমার দুঃখের জীবন দুখেই রয়ে যাবে, করবে না কেউ বাহন । তুমি যদি সফল হও প্রতিবেশীর কি আসে যায়। হাজারো মানুষের ভিড়ে প্রতিবেশীরা কেন তোমাকেই বেছে নাই।
প্রতিবেশী কেন চাইনা আমরা সফল হই আবার আমরাও চাই না আমার প্রতিবেশী তারা সফল হোক। অথচ আমাদের মৃত্যুর পরে আমরা কেউ জানবো না যে আমার প্রজন্ম কে এখন সকল কে ব্যর্থতাই ভুগছে। দুদিনের এই দুনিয়ায় পারস্পরিক হিংসা বিদ্বেষেই আমরা অজস্র সময় ব্যয় করি।
প্রতিবেশীরা সব সময় তেল ওয়ালা মাথায় তেল দিতে চায় এই কথাটা আমি অনেকটাই বাংলায় বললাম। আমাদের আশেপাশের প্রতিবেশীরা সব সময় চাই ধনী মানুষকেই সহযোগিতা করতে অথচ তার পাশের বাড়ি তার চেয়ে অনেক গরীব কোন কিছু করার জন্য হয়তোবা কিছু টাকার প্রয়োজন। কিন্তু ওই গরীবকে কখনোই কিছু দিয়ে সাহায্য করবে না।
এই ঘটনা আমার সাথে একবার ঘটেছিল তাই ঘটনাটি যখনই মনে পড়ে তখন কষ্টে বুকটা ফেটে যায়। আমার বাবার তেমন সমর্থ্য ছিল না বিদেশ আসার সময় আমাকে সেইভাবে সহযোগিতা করার ।তবে তার অন্যান্য ভাইদের ও বোনদের অর্ডার সম্পদ ছিল । ভাইপোকে সহযোগিতা করার মত সবার সামর্থ্য ছিল তবে বাবা গরিব বলে কেউ তার ছেলেকে সহযোগিতার হাত বাড়ায় নাই।
তখন আমি প্রতিজ্ঞা করেছি কোন সম্পদশালীর দিকে সহযোগিতার হাত আমি বাড়াবো না। আল্লাহ সুবহানাতায়ালা আমাকে যদি সেই ক্ষমতা দেয় তাহলে আমার চেয়ে যে গরিব তার দিকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেব যাতে করে আমার এই উপকার সে উপকৃত হতে পারে।
প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকবে। কেননা পৃথিবীর সবাই যদি ধনী হয়ে যায় তাতেও কোন যায় আসে না প্রতিবেশীর। তবে পাশের বাড়ির কেউ যদি তার থেকে অর্থ সম্পদে অথবা শিক্ষাই মর্যাদায় এগিয়ে যায় তখন তার প্রতি হিংসা বিদ্বেষ বেশি তৈরি হয়। আমার মনে হয় মানুষের এটা জন্মগত স্বভাব আমি বলছি না আমি নিজেও সাধু আমার ভিতরেও এটা বিদ্যমান রয়েছে।
প্রতিবেশী যদি কোন কাজে সফল হয় তাহলে ঘুম হয় না রাতে এটা অতি বাস্তব একটি কথা কেননা সারাদিন তার মাথায় চিন্তা থাকে যে কিভাবে সে সফল হলো আমিও যদি তার পথ অনুসরণ করতে পারতাম তাহলে তার আগে আমিও সফল হতে পারতাম। আমাদের মনের আশা-আকাঙ্ক্ষা মৃত্যুর আগ পর্যন্ত কমবে না।
যাই হোক প্রতিবেশীর প্রতি যদি আমরা সহানুভূতিশীল না হয় তাহলে কখনোই নিজের গন্তব্যে পৌঁছাতে পারবো না। সবাইকে মনে রাখা উচিত দুদিনের এই দুনিয়ায় এক সেকেন্ডের ভরসা নাই কার মৃত্যু কখন ডাক দিবে সেটা তো কারো জানা নাই। তাই আমরা হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়াই তাতে নিজেকে সুখী মনে হবে।
তো বন্ধুরা এই ছিল আজকের আর্টিকেল আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। কেমন হয়েছে আজকের লেখা ? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন । আল্লাহ হাফেজ।
@mdsahin111 বাংলায় একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভুতে কিলায়!
এতদিন ধরে কাজ করে, লক্ষবার সবকিছু সম্পর্কে জানাবার পরেও, এবং টপ পোস্টে লেখা মনোনীত হবার পরে যদি এই দেখতে হয়, তাহলে নতুন কোনো বাক্য নেই যেটা বলা যেতে পারে!
অনেকেই হয়তো ভাবতে পারে, অনেক সময় পার পেয়ে, কেউ লেখা সেইভাবে দেখবে না, আর আজকে তার পরিণতি দেখা যাচ্ছে!
আপনাকে সচেতন করবার জায়গা নেই, আপনি এতটাই পথ এই প্ল্যাটফর্মে পার করে এসেছেন!
I am going to mute your post because of plagiarism and that would be your first and last warning, make it clear!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আসলে কি বলবো বলার ভাষা আমি খুজে পাচ্ছি না, উপরুক্ত লাইনগুলো আমি এখান থেকে নিয়ে লিখি নাই,, যদি আমি এখান থেকে নিয়ে লিখতাম তাহলে মনের কিছু বুঝেতে পারতাম। যাইহোক এটা আমার একটা শিক্ষা যে পোস্ট ছাড়ার আগে চেক করে ছাড়ে নাই রাত ৫ টা ৩০ মিনিটে ঘুম ভাঙ্গার পর একাউন্টে ঢুকে দেখি এই অবস্থা যাইহোক এটা হয়তো আমার ভাগ্যই ছিল।
এখন হয়তোবা সবাই বলবে চুরি করে সবাই বলে আমি চুরি করি নাই আমি এখান থেকে চুরি করছি কিনা উপর আল্লাহই ভাল জানে সেটা তো আর বলে বোঝানো যাবে না এখন আমার যেটা করে নিও সেটাই করছি।
সংশোধন করার পরের এই স্ক্রিনশট
উপরোক্ত লাইন কইটা আমি ঠিক করে দিয়েছি কেননা সম্পূর্ণ পোস্ট আমি নিজের হাতে লিখছি খুব একটা সময় লাগেনি লাইন কয়টা পরিবর্তন করতে। বাকি লেখাগুলো আমার মনে হয় ঠিক রয়েছে কিছু কিছু কবিতার মত লাইন আমি দেখছি এটা অনেকাংশে অনেক লেখার সাথে মিলে যায় । কেননা অনলাইনে লক্ষ লক্ষ আর্টিকেল রয়েছে আমার মতই যাই হোক ভুল কখনো হাজার কথা দিয়েও সঠিক করা সম্ভব নয় । ভুল থেকে শিক্ষা নেওয়ায় প্রকৃত জ্ঞান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit