ওয়ানডে সিরিজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ম্যাচ রিভিউ।

in hive-120823 •  11 days ago 

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি লিখতে বসেছি বাংলাদেশ খেলার রিভিউ নিয়ে বাংলাদেশ বনাম আফগানিস্তান।

IMG_20241107_111658.jpg খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি

অনেকদিন যাবত আপনাদের মাঝে কোন খেলার রিভিউ শেয়ার করি নাই। কিছুদিন আগে বাংলাদেশ মেয়ে ফুটবল টিম নেপালকে হারিয়ে শিরোপা ঘরে তুলছে। তবে এর বিপরীত পথ ধরে হাঁটছে বাংলাদেশের দামাল ছেলেরা অর্থাৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম।

IMG_20241107_111617.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি

পাকিস্তানের টেস্ট সিরিজ জেতার পর থেকেই বাংলাদেশের যেন কোফা নেমে এসেছে। পাকিস্তানের সাথে ম্যাচ জেতার পর এই পর্যন্ত আরেকটি ও ম্যাচ বাংলাদেশ যেতে পারে নাই। ভারতের সাথে প্রত্যেকটি ম্যাচ হারছে তারপর সাউথ আফ্রিকা এখন আফগানিস্তানের সাথে একই রকম অবস্থা।

IMG_20241107_111739.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি

যাইহোক গতকালকে মালয়েশিয়ার সময় সন্ধ্যা ছয়টা থেকে ম্যাচ শুরু হয়। এই ম্যাচের বাংলাদেশ প্রথমে ফিল্ডিংয়ে নেমে খুব ভালোভাবেই শুরুটা করছে। প্রথম দুই ওভারের ভিতরে এক উইকেট তুলে নেয়।

IMG_20241107_111801.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি

বাংলাদেশের বোলিং লাইন আপ আগা গড়াই খুবই ভালো । তবে মাঝেমধ্যে তাদের বোলিং দেখলে মনে হয় বসে খানিকটা কেঁদে দিই । প্রথম দশ ওভারের ভিতরে ৫ উইকেট তুলে নাই ৭৫ রানের মধ্যে। হিসাব করলে দেখা যায় যে আফগানিস্তানে ব্যাটিং লাইন অফ শেষ পর্যায়ে তাহলে সমীকরণ গিয়ে দাঁড়ায় ১৫০ রানের ভিতর আফগানিস্তান অলআউট হয়ে যাবে।

IMG_20241107_111822.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি

কিন্তু সমীকরণটা হলো বিপরীত আফগানিস্তানের অলরাউন্ডার মুহাম্মদ নবী একাই ৮৪ রান করেন ।‌আর এই সুবাদে ৪৯ ওভার ৪ বলে আফগানিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় দুইশত ৩৪ । বাংলাদেশকে এই ম্যাচ জিততে হলে ৫০ ওভারে ২৩৫ করতে হবে। আমি বলছি না টার্গেট টা খুবই বড় টার্গেটটা খুবই সীমিত আমার কাছে মনে হয়েছে।

খেলার দ্বিতীয় অধ্যায়

বাংলাদেশ প্রথম থেকেই দেখে শুনে খেলছিলেন তবে প্রথম তিন ওভারের মাথায় জুনিয়র তামিম আউট হয়ে যান তারপরেও সৌম্য সরকার ও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনেই মাথা ঠান্ডা করে ধীরিশস্তি রান তুলছিলেন। খেলা দেখতে বেশ মজাই লাগছিল।

IMG_20241107_111918.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি

প্রথমে বাংলাদেশের খেলা দেখে মনে হল যে বাংলাদেশ খুব সহজেই এই ম্যাচটি জিতে নেবে তবে গোল্ড বোলার খেলা যে ২ মিনিটে ঘুরে যাই সেটা কালকে আমি দেখতে পারি নাই এটা আমার আফসোস।

গতকাল ৯ টা নাগাদ ৩ উইকেটে 127 রান দেখেছি তারপর একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর খেলা দেখতে পারি নাই আধা ঘন্টা পরে আবার লাইভে ঢুকে দেখি লাইফ বন্ধ হয়ে গিয়েছে। তারপর গুগলে সার্চ দিয়ে খেলার আপডেট নেই দেখি খেলা শেষ । আমি তো দেখে অবাক এটা কি হলো?

IMG_20241107_111723.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি

২৬ ওভারে ১২০ রান ৩ উইকেট আমাদের রান দরকার সাত উইকেটে একশত ২৫ । হাতে এখনো ২৪ ওভার কিভাবে মেনে নেব এই ম্যাচটা আমরা হারবো । আসলে কেউ এই সমীকরণটা বুঝে উঠে পারি নাই যে মাত্র ২৩ রানে সাত উইকেট হারাবে বাংলাদেশ। আবারো একবার প্রমাণ হলো: গোল বলের খেলা আসলেই শেষ না হওয়া পর্যন্ত কেউ বলতে পারবেনা কে হারবে আর কে জিতবে।

যাইহোক অভিনন্দন আফগানিস্তান টিমকে ৯২ রানে প্রথম ম্যাচ জয়লাভ করার জন্য। দ্বিতীয় ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম ৯ নভেম্বর। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আবারও আমাদের মাঝে একটি ক্রিকেট খেলার রিভিউ নিয়ে হাজির হয়ে গেছেন আমি খেলাটি সরাসরি দেখতে পাইনি কিন্তু পরবর্তীতে ইউটিউবে হাইলাইট দেখেছিলাম।। ধন্যবাদ এত সুন্দরভাবে রিভিউ দেওয়ার জন্য ভালো থাকবেন।।

ভাই খেলা কি না দেখে আপনি ভালবাস করছেন শেষ পর্যায়ে বাংলাদেশ যেভাবে খেলা করছে তা দেখলে হয়তো আপনি আর কোনদিন খেলা দেখবেন না। জিতা ম্যাচ কিভাবে হেরে গেল তাও প্রায় ১০০ রানের ব্যবধানে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

WhatsApp Image 2024-11-02 at 4.19.06 PM.jpeg

@crismenia স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটিতে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের এমন মূল্যবান সাপোর্টে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়।

বাংলাদেশের নারী ফুটবল দল নেপালকে হারিয়ে আবারও শিরোপা ঘরে তুলেছে এটা অবশ্যই দেশের জন্য অনেক বড় পাওয়া। তবে বাংলাদেশের ক্রিকেট দলের পারফর্মেন্স মাঝে মাঝে ভালো হলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে না বেশি দিন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ আমিও দেখেছি যদিও সম্পূর্ণ দেখিনি কারন আগের মতো আর বাংলাদেশের খেলা দেখতে ভালো লাগে না। পরবর্তী ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল।

বাংলাদেশ যখন হেরে যাই তখন আমারও মনে হয় যে খেলা আর দেখবো না। কেননা বাংলাদেশের খেলা দেখা মানে ই হার্টবিট বাড়ানো । আজকে দেখছি প্রথমে ব্যাট ধরে ভালই রান করছে ২৫২। হয়তোবা আজকের ম্যাচ জিততে পারে কেননা আফগানিস্তানের তিন উইকেটে ১১৮ রান ২৯ ওভার শেষে।দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।