মোবাইল ক্যামেরা দিয়ে উঠানো এলোমেলো ফটোগ্রাফি পর্ব #২৭।

in hive-120823 •  2 months ago 
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব এলোমেলো ফটোগ্রাফি পর্ব ২৭। গত রবিবার ছুটির দিন বিকাল পাঁচটার পরে ছবিগুলো কালেকশন করেছি।

IMG_20240901_183757.jpg

ছুটির দিন আকাশ পরিষ্কার থাকলে বিকালে ঘুরতে যেতে মনে চাই তবে একা একা ঘুরতে খুব একটা বেশি ভালো লাগে না । আমার রুমে সঙ্গ দেওয়ার মতো এখন আর কেউ নাই। একে একে সবাই দেশে চলে গিয়েছে মাঝেমধ্যে একটু মন খারাপ হয় তখন ঘরে না বসে বাহিরে ঘুরতে যাই।
IMG_20240901_183835.jpg

আমি যেখানে থাকি এখানে সুন্দর একটি জায়গা রয়েছে। বিকাল হলেই মালয়েশিয়ান ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে অনেকেই খেলা করে চারপাশে পরিবেশটা অনেক সুন্দর। পার্কের পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ চোখে পড়ে খুব সুন্দর কিছু Hymenocallis littoralis ফুল।

IMG_20240901_183806.jpg

এই ফুল গুলো দেখে সেখানে দাঁড়িয়ে গেলাম একটি ফুল গাছ থেকে ছেড়ে নিজের কানে ঝুলিয়ে একটি সেলফি নিয়েছি যেহেতু আমার সাথে কেউ নাই তাই নিজের ছবি নিজেই উঠিয়েছি।

IMG_20240901_183815.jpg

এরপর আরো কয়েকটি ছবি আমার ফোনের পিছন ক্যামেরা দিয়ে উঠিয়েছে ফুল গুলো দেখতে অসাধারণ লাগছিল যতগুলো ছবি তুলেছি তার ভেতরে এই ফুলগুলোর ছবি সবচেয়ে ভালো হয়েছে।

IMG_20240901_183313.jpg

এরপর কিছু সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূর দেখছিলাম পাখিদের ভিতরে সবচেয়ে সুন্দর হল ময়ূর। তবে পুরুষ ময়ূর যখন ডানা মেলায় তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে।

IMG_20240901_183256.jpg

একটি খাঁচার ভিতর দুইটা ময়ূর রয়েছে পুরুষ ময়ূর টি উপরে বসে রয়েছে আর তার গার্লফ্রেন্ড 🤭 নিচে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে।

IMG_20240901_182903.jpg

আমি হয়তোবা আপনাদের আগেই বলছি যে বিকাল হলে এখানে অনেক মানুষের সমাগম হয় ছোট ছোট বাচ্চারা মা ,বাবা এখানে তাদের বাচ্চাদের খেলতে নিয়ে আসে । সেই সাথে ছোট এই চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে সবাই দেখতে থাকে।

IMG_20240901_182833.jpg

বিশেষ করে ঘোড়ায় ওঠে ছোট বাচ্চারা খুবই আনন্দ পাই দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি ট্রেনিং করাচ্ছে এই ঘোড়াগুলোর। ঘোড়ার উপরে সোয়ারি করতে এখন এই ব্যক্তি ঘোড়ার পিঠে চড়বে।

IMG_20240901_182849.jpg

বাহ কি দারুন বাব ছেলে দুজনে একসাথে মিলে রেকেট খেলা করছে। ঠিক তার সামনেই একই বয়সের ছেলেরা ভলিবল খেলছে এসব দৃশ্যগুলো ঘরে বসে থাকলে হয়তোবা দেখতে পারতাম না।

IMG_20240901_183134.jpg

খেলা করার চাইতে বসে বসে দেখা অনেক আনন্দের আমার মত আরও অনেকেই এখানে এই ছেলেদের খেলা দেখছে। অনেক মানুষের সমাগম এই পার্কের ভেতরে ছেলেমেয়েরা সবাই বিকালে ঘুরতে এসেছে।

IMG_20240901_183147.jpg

শুধু এখানে পার্ক নয় খাবার রেস্টুরেন্ট রয়েছে খোলা আকাশের নিচে উপরে কাপড় টাঙ্গিয়ে চারপাশে খোলা রাখছে যাতে করে ন্যাচারাল বাতাস ভেতরে ঢুকতে পারে। এত সুন্দর পরিবেশ এখানে মানুষ না এসে কি পারে । পরিবেশ সুন্দর হলে মানুষের সমগম সেখানেই হবেই। আধুনিক যুগের সৌখিন মানুষ সুন্দর মনোরম পরিবেশ চাই।

তো বন্ধুরা বিকালে ঘোরাঘুরি হলো সেই সাথে কিছু ছবি সংগ্রহ করে আপনাদের কাছেও তুলে ধরতে পেরেছি। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টে ফুল আর ময়ূরের ছবিটা দেখতে অসাধারণ লাগছে। এই ফুলগুলো আমি অনেকদিন বাদে দেখলাম ।ছোটবেলায় কত এই ফুলগুলো নিয়ে খেলা করতাম। যাই হোক এখন আর এই ফুলগুলো আমাদের এদিকে দেখা যায় না। ফুলগুলোর নাম আমার জানা ছিল না ।আপনার পোস্টের মাধ্যমে ফুলের নাম আমি জানতে পারলাম। আপনার পোষ্টের মাধ্যমেই অনেকদিন পর ময়ূর ও দেখতে পেলাম। ছুটির দিনে ঘুরে বেড়ানোর মুহূর্তটি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Those flowers are both beautful and unique! Looks like you had a fun day.

This post has been upvoted/supported by Team 7 via @philhughes. Our team supports content that adds to the community.

image.png

@philhughes স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের এমন ভালোবাসায় আমি মুগ্ধ।

Loading...

ফুলগুলো সত্যি সুন্দর, সেই সাথে ময়ূর গুলো ভারী ভালো লাগছে দেখতে, মাঝেমধ্যে এমন বিকাল কাটালে মন সত্যি ভালো হয়ে যায়। খুব ভালো লাগলো সুন্দর একটি পোস্ট পড়ে।

অনেক ভালো লাগলো বন্ধু আপনার এলোমেলো ফটোগ্রাফি পোস্ট টি। ঘোড়াটি অনেক সুন্দর লাগতেছে এবং বাচ্চা গুলো খেলায় ব্যাস্ত সময় পার করতেছে সত্যি অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আমরা ছুটির দিনে অনেক জায়গায় ঘুরতে যাই, ছুটির দিনে কোন কাজ না থাকার কারণে ঘোরাঘুরি করতে অনেক আনন্দ পাই, আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে, ফুল, ময়ূর, ঘোড়ার এলোমেলো ফটোগ্রাফিগলো দেখতে খুব ভালো লাগছে, ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

মাঝে মাঝে আপনার এরকম আকর্ষণীয় এলোমেলো কিছু ফটোগ্রাফি থাকে যেখানে বিভিন্ন রকমের ফটো যাদের পাশাপাশি প্রাণীদেরও দেখা যায়।। আমার সত্যি অনেক ভালো লাগে আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আর যার মাঝখানে আপনাকেও দেখা যায় একদম হিরো।।

ভাই আমি চেষ্টা করি সব সময় আপনাদের কাছে নতুন কিছু উপস্থাপনা করার কেননা নতুন কিছু উপস্থাপনা করার মধ্য দিয়ে আপনারা যেমন উপকৃত হবেন তেমনি আমি অনেক উৎসাহিত পাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে ভালোলাগা ফটোগ্রাফি গুলোকে উৎসাহিত করা আসলেই এটা অনেক বড় একটি পাওয়া।

এরকমটাই করা উচিত ভাই মাঝে মাঝে ভিন্নরকম কিছু পোস্ট করা এতে করে নতুন কিছু উঠে আসে আর সবার ভালোলাগাও কাজ করে।। আশা করি আপনি আবারো আমাদের মাঝে এরকম চমৎকার ফটোগ্রাফি নিয়ে আসবেন।।

"আমার হৃদয়ের শুকনো জলখরা প্রভাতে বেলায় সেই সৌন্দর্যের ছবিগুলো দেখে কি হয়েছে না? 📸😊 আরও ভালো এমন ফটোতে নিজেই প্রবেশ করেছে! 😁 এখানে যাওয়া, দেখা, নিয়ে আনা, সংগ্রহ করা... অবিলম্প তজ্জ্ঞ এই ভাব থেকে শুধু নাহয় আরও অনেকেই ছেলেদের খেলা দেখে এসেছিল! 😊

প্রশান্তি, ভাবের শান্তি, মনোযোগ সংগ্রহের খেলা, আধুনিক পরিচয়... এই বাতাসের নিচে উঠে দাঁড়িয়ে মাথা টেকেলে হৃদপম্পন! 😊

আরও ভালো ফটো চাই, সবার জন্য অগ্রিমতে, উপকৃতি-শিখা... এখানে আরও ভালো হয়ে দেখাই! 😊"