ভালোবাসার সংসার।

in hive-120823 •  6 months ago  (edited)
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। বন্ধুরা আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি।

love-3187623_1280.jpgsource

আধুনিক এ প্রযুক্তির সমাজ ব্যবস্থায়ী মানুষ ও আধুনিক হয়ে উঠেছে। তাই এখন অধিকাংশ মানুষ তাদের জীবনসঙ্গী বাছায়ের ক্ষেত্রে বেশি অংশ সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। যেমন মোবাইল ,ল্যাপটপ, টিকটক ফেসবুক, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সম্পর্ক গুলো গড়ে উঠছে।

wedding-7144053_1280.jpgsource

এখান থেকে কয়েক বছর আগেও মানুষ যখন আধুনিক প্রযুক্তির ব্যবহার বুঝতো না তখনও ছেলে-মেয়ে ভালবাসার মত পবিত্র সম্পর্কে জড়িয়ে পড়তো স্কুল কলেজ অথবা দূরে কোথাও বেড়াতে গিয়ে কাউকে ভালো লাগার পরে তারপর পিয়ন এর মাধ্যমে চিঠি দেওয়া তারপর আস্তে আস্তে ধীরে ধীরে একটি সম্পর্ক গড়ে উঠত। তখন একটা সম্পর্ক গড়তে গেলে মানুষের তিন থেকে চার বছর সময় লেগে যেত।

তবে এখন একটা সম্পর্ক গড়তে কয়েক মিনিট সময় লাগে তেমনি ভাবে একটি সম্পর্ক ভাঙ্গতেও কয়েক সেকেন্ড সময় লাগে। ভালোবাসা অনেকটাই মানুষের কাছে এখন নাটক সিনেমার মতো হয়ে গেছে। হবে না কেন ? নাটক সিনেমায় যেভাবে দ্রুত সম্পর্কগুলো হয় ঠিক সেভাবেই এখনকার জন্ম সম্পর্ক গুলো গড়তে চাই । তিন ঘন্টার ভিতরে কিংবা আধা ঘন্টার ভিতরে একটি নাটক শেষ হয় এবং এর ভিতরেই প্রেম ভালোবাসা বিয়ে পর্যন্ত হয়ে যায়।

couple-4615557_1280.jpgsource

ভালোবাসার সংসার কি সুখের হয়,

ভালোবাসা একটি পবিত্র শব্দ, তবে ততক্ষণ পর্যন্ত পবিত্র থাকে যতক্ষণ এই ভালোবাসার অপব্যবহার মানুষ না করে। একটি পরিবার সুখী হতে হলে অবশ্যই একে অপরের ভালোবাসা থাকতে হয়। ভালোবাসা ছাড়া কোন পরিবারের সুখ বজায় থাকে না।

আমি বলব যে ভালবাসার সংসার অবশ্যই সুখের হয় যদি দুজনের ভিতরে মনের মিল ও দুজনের ভিতরে যদি সেক্রিফাইস করার মানসিকতা থাকে। সেক্রিফাইস না থাকার কারণে অনেক সংসার খুব দ্রুতই ভেঙ্গে যায় । একটি কথা প্রচলিত আছে যে , সংসার সুখী হয় রমনীর গুনে। আমি মনে করি সংসার সুখী হয় দুটি মানুষের ভালো মানসিকতার কারণে।

couple-8019370_1280.jpgsource

প্রতিটা মানুষের জীবনে কোন না কোন সময় তার মনের ভিতর ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাতায়ালা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন যে ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হবে মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হবে এটা একটা নির্দিষ্ট সময় এবং কালের মধ্য দিয়েই পরিবর্তন হয়।

অনেকেই মনে করে যে ভালোবেসে বিয়ে করলে ক্ষণিকের জন্য সুখী মনে হলেও পরবর্তীতে এই সুখগুলো আর থাকে না। ছোটখাটো বিষয় নিয়ে দুজনের ভিতরে ঝগড়া লেগেই থাকে। আমি বলব না, অধিকার সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে দু'জনের ভিতরে, মনোমালিন্য হয়েই থাকে। তবে বেশি হাইলাইট হয় প্রেম করে বিয়ে করলে ।এর প্রধান কারণ হলো পরিবারের অপছন্দ থাকার কারণে যখনই দুজনের ভিতরে কোন কিছু নিয়ে ঝগড়া সৃষ্টি হয় তখন গরম মাথায় আরো গরম তেল ঢেলে দেওয়া চেষ্টা করে তৃতীয় পক্ষ।

তো বন্ধুরা ভালোবাসার সংসারে নিয়ে আমার ব্যক্তিগত মতামত তার পাশাপাশি নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

সংসারে যদি পরস্পর ভালোবাসা থাকে তাহলে সেই সংসার হয় সুখের, বর্তমানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করার কারণে সংসার অনেক সময় অসুখের হয়ে যায়, একটা সময় ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করতে অনেক কষ্ট হতো কিন্তু এখন সেটা প্রযুক্তির কারণে অনেক সহজ হয়ে গেছে, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

একদম ঠিক কথা। একটি সংসারে যদি পরস্পরের ভালোবাসা থাকে তাহলে সে সম্পর্ক গুলো অনেকদিন টিকে থাকে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে করে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Loading...

বর্তমান এই যুগে ডিজিটাল হওয়ার কারণে আমরা আমাদের কাছের মানুষের সাথে খুবই ভালোভাবে যোগাযোগ করতে পারি। এবং অনেকেই অনেক ভাবে নিজেদের মনের মানুষ খুঁজে নিয়েছে এই ডিজিটাল যুগে। আসলে সংসার সুখী হতে গেলে দুজনের মনের মিল থাকা খুবই প্রয়োজন। কিন্তু আমি যতটুকু জানি বর্তমানে অনলাইন বেশি হওয়ার কারণে অনেক সংসার নষ্ট হয়েছে। বিশেষ করে পরকীয়া বর্তমানে এই যুগে পরকীয়া অনেকটা আমরা দেখতে পাই। কিন্তু সবাই এক নয় ভালোবাসা যদি শক্ত থাকে নিজেদের মধ্যে তাহলে তাদের সংসার সবচেয়ে বেশি সুখের হয়।

মনের মিল থাকলেও পরক্রিয়ায় আসক্ত নারী পুরুষের কখনোই সুখ হয় না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। দোয়া করি সবার সংসার যেন সুখের হয়।

দারুণ একটি বিষয় নিয়ে লেখা টা পড়ে শেষ করছি আর নিজের সাথে মিলিয়ে নিচ্ছি। আসলে সব প্রেমের সম্পর্ক গুলো পরিবার ও আশেপাশের মানুষের কাছে খুব বেশি আলোচনার হয়ে থাকে, অন্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেটা নিয়ে ততো বেশি আলোচনা হয়না যতটা না হয় প্রেমের সম্পরকের বিয়েতে।

একদম ঠিক তাই, প্রেমের সম্পর্কের ভিতরে যদি অল্প কিছু নিয়ে ঝগড়া হয় সেটিকে বড় আকারে তুলে ধরা হয় আবার অন্যদিকে বাবা মায়ের পছন্দের বিয়ে করলে বাবা-মা সব সময় বলে খোকা মানিয়ে নে। কি একটা আজব দুনিয়া তাই না ভাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য। বর্তমান সময়ে অনলাইনে সুযোগ-সুবিধা বেড়ে গিয়েছে। এই অনলাইনে শুধু সুবিধা বেড়ে যাওয়াতে সবাই সবার মনের মানুষের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারছে। বর্তমান সময়ে অনলাইনে সুযোগ-সুদের কারণে সহজেই যেমন যোগাযোগ করতে পারছে, থেকেই অনলাইনে সুযোগ সুবিধা বেড়ে যাওয়াতে মানুষের সংসারও নষ্ট হচ্ছে বেশি। অনলাইনের কারণে মানুষের পরকীয়া বেড়ে চলেছে। ধন্যবাদ ভালো থাকবেন

অনলাইনের কারণে পরক্রিয়া বেড়ে গিয়েছে শুধু আমাদেরই কারণে আমরা এ অনলাইন প্লাটফর্মে কে অসাদ ভাবে ব্যবহার করছি এই কারণেই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।