প্রিয় পোষা প্রাণী বিড়াল গুলোকে আজ শেষ দেখা।

in hive-120823 •  4 months ago 
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। লেখা কিভাবে শুরু করব তা বুঝে উঠে পারছি না কেননা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।

IMG_20240904_131030.jpg

এই দুই চোখ ডেকে ডেকে বলে ছেড়ে যেতে চায়না তোমাকে ছেড়ে যাবো না কোনদিন আমাদেরকে মুক্ত বাতাসে থাকতে দাও খোলা আকাশের নিচে ।।ছোটবেলা থেকেই কতইনা যত্নে এদেরকে লালন পালন করছি । আপনারা অনেকেই জানেন যে আমার কোম্পানিতে আমার পোষা তিনটে বিড়াল আছে। যারা আমার প্রতিনিয়ত ডাইরি পড়ে থাকেন তারা অনেকেই অবগত আছেন। বিড়াল গুলোকে প্রতিদিন সকালে এসে খেতে দেওয়া তাদের সাথে অবসার সময় পার করা। কত স্মৃতি জড়িয়ে আছে তাদের নিয়ে। যা হয়তোবা এখন শেষ হতে চলছে।

গত শুক্রবার আমাদের অফিসের ভিতরে মিটিং ছিল সেখানে আমার বিড়াল গুলোকে নিয়ে কমপ্লেন এসেছে । তারা নাকি অফিসের সামনে পায়খানা করে তবে এর আগে কখনো এমন কমপ্লেন আসে নাই। মূলত এখন এরা বড় হয়েছে তাই তাদের ইচ্ছা মতোই যেখানে খুশি সেখানে যাই আমি এদেরকে কখনোই বেঁধে রাখি না। আর এই কারণেই গত বৃহস্পতিবার অফিসের সামনে পায়খানা করাতেই এদের নামে কমপ্লেন দেয়। শুক্রবার মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কোম্পানির ভিতরে কোন প্রাণী থাকবে না তাদেরকে যদি পুষ্টে হয় তাহলে বাড়িতে পুষ্টে নিয়ে হবে।

IMG_20240904_131020.jpg

আমার এই বিড়াল গুলো ছাড়া অন্য আরও বেড়াল বাইরে থেকে আসে তারাও তো এখানে পায়খানা করতে পারে সে কথা ও আমি মিটিংয়ে বলছি তবুও তারা বলছে যে কোন বিড়াল ভিতরে থাকবে না এটাই শেষ কথা।

যাইহোক বসেদের কথা তো অবশ্যই মানতে হবে আমি এই বিড়াল গুলোকে অনেক ছোট থেকেই দেখভাল করছি প্রতিনিয়তই এদেরকে সকাল বিকাল খেতে দেই । এমনকি ছুটির আগের দিন বেশি করে খেতে দিয়ে, যায় যাতে করে এদের কষ্ট না হয় বাইরে থেকে খাবার সংগ্রহ না করতে হয়।

IMG_20240904_131017.jpg

এদের প্রতি আমার আলাদা রকম মায়া জন্মে গিয়েছে। তাদেরকে যখন ধরে খাঁচার ভিতর রাখছিলাম তখন তাদের তাকানোর ভঙ্গি দেখে দুচোখ দিয়ে পানি চোখের কোন এসে জমা হয়েছে। প্রতিটা প্রাণী তাদের প্রিয় মানুষের চিনতে ভুলেনা। বিশেষ করে বিড়াল এত পরিমান মানুষের সাথে মিশতে পারে সেটা কল্পনার বাইরে।

IMG_20240821_183715.jpg কিছুদিন আগের একটি ছবি যায় এখন স্মৃতি

আজকে এদেরকে শেষ দেখা আর হয়তোবা কখনোই দেখা হবে না ।একে একে দুজনকে খাঁচার ভিতর রেখে দিয়েছি সন্ধ্যা হলেই এদেরকে রেখে আসবে গহীন জঙ্গলে। আমার বাসায় নিয়ে আসতে চেয়েছিলাম তবে আমি পাঁচতলার উপর ফ্ল্যাট বাড়িতে থাকি আশেপাশের অনেক মানুষ থাকে। আপনারা তো বোঝেনি সবাই হয়তোবা পশু প্রাণী ওতটা ভালোবাসে না । কার মনে কি আছে সেটা বোঝা বড় মুশকিল , কেউ যদি কমপ্লেন করে তাহলে হয়তো বা আমাদেরই এই বাসা থেকে বের হয়ে যেতে হবে।

IMG_20230909_093937.jpg দুষ্টামি করার শেষ স্মৃতি

এদেরকে নিয়ে আমি অনেকটা অসহায় হয়ে পড়ি তাই বাধ্য হয়ে আমার আরেকটি বন্ধুর হাতে তুলে দেই। শেষবারের মতো তাদেরকে দেখে গাড়িতে উঠিয়ে দিলাম আর বন্ধুকে বললাম যে কেউ যদি এদেরকে নিতে চায় তাহলে দিয়ে দিস কেননা এরা দেখতে অনেক সুন্দর অনেকেই পোষার জন্য এমন বিড়াল খোঁজ করে। কারো বাড়িতে থাকলে এরা আরো একটু ভালো থাকতে পারবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পোষা বিড়ালের বিচ্ছেদে খুব খারাপ লাগছে, আমরা যখন কোন প্রাণী লালন-পালন করি সেই প্রাণীকে যখন ছেড়ে দিতে হয় তখন আমাদের অনেক কষ্ট হয়, আপনার বিড়ালের প্রতি ভালোবাসা থেকে খুব ভালো লাগলো, আপনি হয়তো এই বিড়াল গুলোর কথা কখনো ভুলতে পারবেন না, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

সত্যি খারাপ লাগলো ভাই আমি আপনার পোস্ট পড়লেই এই বিড়ালের দেখা পেতাম আর কোন এক কারণে অফিসের সিদ্ধান্তে বিড়াল গুলোকে অফিসের বাইরে রাখতে হবে।। আসলে পোষা প্রাণীদের প্রতি আমাদের আলাদা না থাকে যদি সেটা ছোট থেকে পালন করা হয় তাহলে তো আরো বেশি থাকে।। গহীন জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছে হয়তো তারা আবারো ফিরে আসতে পারে আপনার কাছে।।

ভাই এই বেড়ালগুলো আমি অনেক ছোটবেলা থেকেই লালন পালন করেছি একথা আমি অনেকবার আপনাদের কাছে উপস্থাপনা করছি তাদের প্রতি আমার মায়া অনেকখানি।

ছোট থেকে যেকোনো জিনিস পোষ মানালে তার প্রতি আলাদা রকম মায়া কাজ করে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই দুঃখে শোকাহত হওয়ার জন্য।

একদম সঠিক বলেছেন ভাই ছোট থাকতে কোন প্রাণীকে বড় করলে তার প্রতি অন্যরকম একটা মায়া জন্মায়।। আর যখন মনে হয় সেই প্রাণীগুলোকে হারাতে হবে তখন সত্যি অনেক বেশি কষ্ট লাগে কিন্তু কিছু করার থাকে না অনেক সময়।।

যেকোনো পোষা প্রাণী বাড়িতে থাকতে থাকতেই তার ওপর মায়া জমে যায়। আপনাদের অফিসেও কয়েকটা বিড়াল ছিল তার ওপর আপনারও মায়া জন্মে গিয়েছিল। এটাই স্বাভাবিক। যেহেতু পশু,পাখি মুখে বলতে পারেনা তাই যেখানে সেখানে নোংরা করে। তাই এদেরকে অনেকেই বাড়িতে রাখতে চায় না। এরকম নোংরা করার কারণে বিড়াল গুলোকে অফিসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে ।শুনে খুব খারাপ লাগলো।

আমার বিড়ালগুলো আগে এমন ছিল না ছোট থেকেই তারা আমি যেখানে কাজ করতাম তার আশে পাশেই থাকতো কিন্তু এখন এরা বড় হয়েছে তাই অনেক দূরে দূরে যাই এমনকি আমার কোম্পানির বাহিরেও যাই অনেক সময় তবু খাওয়ার সময় আবার ফিরে আসে।

তাদের প্রতি আমার কতটুকু মায়া সেটা হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারে নাই যাই হোক দুঃখ প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

😊 Ahahahaha! আপনি তো খুব স্মরণ করায় এই দৃশ্যটিকে! 📚🐾 I can just imagine the cute little furballs being taken care of by your friends. It's great that you're trying to find a good home for them, and your friend is willing to help out. 🤗

You know, it's not always easy to take in pets, especially if you have a busy schedule or live in a small space. But it's clear that you care deeply about these little guys and want to give them the best life possible. ❤️

I'm sure they'll find a loving home soon! 🌟 In the meantime, let's keep spreading love and kindness throughout our community. 🤝 Let's also show some appreciation for the amazing @xpilar.witness who is working tirelessly to support Steemians like us. 😊

If you haven't already, please take a moment to vote for xpilar.witness by going to https://steemitwallet.com/~witnesses. Your support will help them continue to contribute to our community's growth and success! 🙏

Keep shining, dear friend! ✨