বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো সুবহানাল্লাহ অশেষ রহমতে এবং বাবা মায়ের দোয়ায় আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ উপস্থিত হয়েছি ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফি নিয়ে, সাদা এবং কালো ফটোগ্রাফি করেছি আমার মটু ফোনের ক্যামেরা দিয়ে।
প্রথমে আমি একটি থাম্বেল তৈরি করেছি আমার ফোনে গ্রাফিক্স ডিজাইন দিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য হয়তোবা আপনাদের সাদাকালো এই ছবি দেখতে একটু অন্যরকম লাগতে পারে এখন আধুনিক প্রযুক্তির ক্যামেরা দিয়ে বিভিন্ন আইটেমের ছবি আমরা তুলতে পারি সাদা কালো হলুদ লাল বিভিন্ন ডিজাইনের তবে আমি আজকে সাদা কালো ছবিগুলো শেয়ার করছি।
ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে যে আজ সকালেই এই ফুল গুলো ফুটেছে এবং আগামীকালকে আবারো ফুটবে তেমনি ফুলের কলি দেখা যাই।
ছবিগুলো বিবরণ দেওয়ার আগে ছবি তোলা সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই চলুন জেনে নেওয়া যাক।
টোনাল রেঞ্জ!
কালো এবং সাদা ছবিগুলি খাঁটি কালো এবং খাঁটি সাদার মধ্যে ছায়াগুলির টোনাল পরিসরের উপর নির্ভর করে। ফটোগ্রাফাররা প্রায়শই দৃষ্টি আকর্ষণকারী এবং অভিব্যক্তিপূর্ণ ছবি তৈরি করতে গভীর কালো থেকে উজ্জ্বল সাদা পর্যন্ত বিস্তৃত টোন ক্যাপচার করার লক্ষ্য রাখেন।
এই ছবিগুলোর নাম আমার অজানা এগুলো বেশি অংশ দেখা যায় মাটির উপর থেকে এক ফুট উপরে
এগুলো রং সাদা এবং ভেতরের অংশ লাল হয় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সবোই সাদা কালো।
ফুলের সুভাষ সবার যেমন প্রিয় আমার কাছেও তেমনি প্রিয় এই ফুলের সুবাস। তবে কিছু কিছু ফুল রয়েছে দেখতে খুবই সুন্দর তবে তার সুভাষ
বিশ্রী আসলে এক একটি ফুলের একেক রকম ঘ্রান হয়ে থাকে। কিছু সুবাস মানুষের মন কেড়ে নেয় আবার কিছু সুবাস মানুষের অপছন্দনীয়।
এই ছবিগুলো সংগ্রহ করছি আমার কোম্পানি থেকে আমি যে কোম্পানিতে কাজ করি ওইখানে গেটের মুখে কাকা একটি স্থান রয়েছে সেখানে কার্পেট ঘাস লাগানো রয়েছে ওই কার্পেট ঘাসের উপরে এই ফুলগুলো ফুটে রয়েছে দেখতে খুবই অসাধারণ লাগছিল তাই আপনাদের কাছে শেয়ার করছি।
এই ফুলগুলো যখন ফোটে তখন একই সাথে একাধিক ফুল ফুটার কারণে খুব সুন্দর লাগে সাদার মাঝে লাল দেখতে কি অপূর্ব যেন হৃদয় ছুঁয়ে যায়।
হয়তোবা অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে সাদাকালো ফটোগ্রাফির ভিতরে কি রয়েছে আমি তাদের জন্য বলতে চাই যে, যারা ফটোগ্রাফির উপরে কাজ করে এবং মূলত ফটোগ্রাফি করে তারা সর্বদাই সৌন্দর্য প্রাধান্য এই সাদা কালো ফটোগ্রাফির ভিতরে লুকিয়ে আছে অন্যান্য সৌন্দর্য যখন প্রথম যুগে ক্যামেরা বের হয় শুরুটাই হয় সাদা আর কালো ছবি দিয়ে তাই এখনো পর্যন্ত এই সাদা কালো ছবি র মর্যাদা কম নাই আশা করি বুঝতে পারছেন।
Picture # Photography
•Category flowers 🌹🌹
•Camera Used Handphone
•Model vivo15y
•Photographer @mdsahin111
•Location Aceh / Malaysia
Software Editing Adobe Lightroom
বন্ধুরা আজকের মত বিদায় নিচ্ছি আমার এই ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন
ফুল সবাই পছন্দ করে! ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব দুঃসাধ্যকর ব্যাপার! কিন্তু আজকে দেখলাম,,, আপনি ফুলের ফটোগ্রাফি করেছেন,,, তাও আবার সাদা কালো।
আসলে প্রত্যেকটা ফটোগ্রাফি সাদা কালো দেখতেই সুন্দর লাগে! আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে! আজকে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান সময় দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাদা কালো কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে সর্ব প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি ছবি উঠানোর সম্পর্কে কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমার আরো বেশি ভালো লেগেছে এবং আপনার প্রতিটা ছবি দেখতে অনেক সুন্দর হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit