Black and white flower photography//সাদা এবং কালো ফুলের ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in hive-120823 •  last year  (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো সুবহানাল্লাহ অশেষ রহমতে এবং বাবা মায়ের দোয়ায় আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ উপস্থিত হয়েছি ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফি নিয়ে, সাদা এবং কালো ফটোগ্রাফি করেছি আমার মটু ফোনের ক্যামেরা দিয়ে।

Adobe_Express_20230705_0802190_1.png

প্রথমে আমি একটি থাম্বেল তৈরি করেছি আমার ফোনে গ্রাফিক্স ডিজাইন দিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য হয়তোবা আপনাদের সাদাকালো এই ছবি দেখতে একটু অন্যরকম লাগতে পারে এখন আধুনিক প্রযুক্তির ক্যামেরা দিয়ে বিভিন্ন আইটেমের ছবি আমরা তুলতে পারি সাদা কালো হলুদ লাল বিভিন্ন ডিজাইনের তবে আমি আজকে সাদা কালো ছবিগুলো শেয়ার করছি।

IMG_20230705_073811.jpg

IMG_20230705_073842.jpg

ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে যে আজ সকালেই এই ফুল গুলো ফুটেছে এবং আগামীকালকে আবারো ফুটবে তেমনি ফুলের কলি দেখা যাই।

IMG_20230705_073807.jpg

ছবিগুলো বিবরণ দেওয়ার আগে ছবি তোলা সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই চলুন জেনে নেওয়া যাক।

টোনাল রেঞ্জ!

কালো এবং সাদা ছবিগুলি খাঁটি কালো এবং খাঁটি সাদার মধ্যে ছায়াগুলির টোনাল পরিসরের উপর নির্ভর করে। ফটোগ্রাফাররা প্রায়শই দৃষ্টি আকর্ষণকারী এবং অভিব্যক্তিপূর্ণ ছবি তৈরি করতে গভীর কালো থেকে উজ্জ্বল সাদা পর্যন্ত বিস্তৃত টোন ক্যাপচার করার লক্ষ্য রাখেন।

IMG_20230705_073851.jpg

IMG_20230705_073859.jpg

IMG_20230705_073910.jpg

এই ছবিগুলোর নাম আমার অজানা এগুলো বেশি অংশ দেখা যায় মাটির উপর থেকে এক ফুট উপরে
এগুলো রং সাদা এবং ভেতরের অংশ লাল হয় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সবোই সাদা কালো।

IMG_20230705_073912.jpg

IMG_20230705_073921.jpg

ফুলের সুভাষ সবার যেমন প্রিয় আমার কাছেও তেমনি প্রিয় এই ফুলের সুবাস। তবে কিছু কিছু ফুল রয়েছে দেখতে খুবই সুন্দর তবে তার সুভাষ
বিশ্রী আসলে এক একটি ফুলের একেক রকম ঘ্রান হয়ে থাকে। কিছু সুবাস মানুষের মন কেড়ে নেয় আবার কিছু সুবাস মানুষের অপছন্দনীয়।

IMG_20230705_073923.jpg

এই ছবিগুলো সংগ্রহ করছি আমার কোম্পানি থেকে আমি যে কোম্পানিতে কাজ করি ওইখানে গেটের মুখে কাকা একটি স্থান রয়েছে সেখানে কার্পেট ঘাস লাগানো রয়েছে ওই কার্পেট ঘাসের উপরে এই ফুলগুলো ফুটে রয়েছে দেখতে খুবই অসাধারণ লাগছিল তাই আপনাদের কাছে শেয়ার করছি।

IMG_20230705_074112.jpg

IMG_20230705_073940.jpg

এই ফুলগুলো যখন ফোটে তখন একই সাথে একাধিক ফুল ফুটার কারণে খুব সুন্দর লাগে সাদার মাঝে লাল দেখতে কি অপূর্ব যেন হৃদয় ছুঁয়ে যায়।

IMG_20230705_073938.jpg

হয়তোবা অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে সাদাকালো ফটোগ্রাফির ভিতরে কি রয়েছে আমি তাদের জন্য বলতে চাই যে, যারা ফটোগ্রাফির উপরে কাজ করে এবং মূলত ফটোগ্রাফি করে তারা সর্বদাই সৌন্দর্য প্রাধান্য এই সাদা কালো ফটোগ্রাফির ভিতরে লুকিয়ে আছে অন্যান্য সৌন্দর্য যখন প্রথম যুগে ক্যামেরা বের হয় শুরুটাই হয় সাদা আর কালো ছবি দিয়ে তাই এখনো পর্যন্ত এই সাদা কালো ছবি র মর্যাদা কম নাই আশা করি বুঝতে পারছেন।

IMG_20230705_074101.jpg

Picture # Photography

•Category flowers 🌹🌹
•Camera Used Handphone
•Model vivo15y
•Photographer @mdsahin111
•Location Aceh / Malaysia
Software Editing Adobe Lightroom

বন্ধুরা আজকের মত বিদায় নিচ্ছি আমার এই ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফুল সবাই পছন্দ করে! ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব দুঃসাধ্যকর ব্যাপার! কিন্তু আজকে দেখলাম,,, আপনি ফুলের ফটোগ্রাফি করেছেন,,, তাও আবার সাদা কালো।

আসলে প্রত্যেকটা ফটোগ্রাফি সাদা কালো দেখতেই সুন্দর লাগে! আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে! আজকে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

আপনার মূল্যবান সময় দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ,

সাদা কালো কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে সর্ব প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি ছবি উঠানোর সম্পর্কে কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমার আরো বেশি ভালো লেগেছে এবং আপনার প্রতিটা ছবি দেখতে অনেক সুন্দর হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।