আজকে শেয়ার করব আমার কাজের সাইট সম্পর্কে।

in hive-120823 •  last year 

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

শুভ সকাল,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার প্রতিদিনের কাজ সম্পর্কে।

Adobe_Express_20230716_1119300_1.png

Edited by Canva

বন্ধুরা পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, তাই আপনি যে কাজ করে না কেন মন দিয়ে করার চেষ্টা করুন ‌। পরিশ্রম করার মধ্য কোন ছোট বড় নাই। পরিশ্রম করে ইনকাম করা মানে এই নয় যে আপনি অন্যের চোখে ছোট হয়ে যাচ্ছেন। বরঞ্চ আপনি সৎ পথে যে ইনকাম করছেন এ থেকে আপনার মর্যাদা আরো বাড়ছে।

IMG_20230714_113954.jpg

তো বন্ধুরা যাই হোক আমি শেয়ার করব আজকে আমার কাজের সাইট সম্পর্কে আপনার অনেকে অবগত আছেন যে আমি দীর্ঘ সাত বছর যাবত মালয়েশিয়াতে আছি এবং একটি লিকুইড নাইট্রোজেন কোম্পানিতে কাজ করি । এই কোম্পানিতে কাজ করার সুবাদে অনেক অভিজ্ঞতা হয়েছে তার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব ভাবছি।

IMG_20230713_145906.jpg

আমি আগে নাইট্রোজেন লিকুইড গ্যাস সম্পর্কে আমার ধারণা ছিল না তবে এই কোম্পানি তে
আসার পর অনেক কিছু ধারনা হয়েছে যেমন। এই নাইট্রোজেন গ্যাস সাধারণ গ্যাসের মত নয় আমরা যে গ্যাস দিয়ে রান্না করে থাকি এটা বাতাসের সাথে উড়ে যায় খুবই হালকা। কিন্তু নাইট্রোজেন লিকুইড গ্যাস এটা তরল পানির মত।

IMG_20230714_113956.jpg

বন্ধুরা কেউ যদি এই নাইট্রোজেনের ভিতরে হাত এক নেনো সেকেন্ড রেখে দেয় তাহলে তার হাত বরফে পরিণত হয়ে যাবে এবং সেখান থেকে কেটে বাদ দিতে হবে কেননা এই গ্যাস এত পরিমান ঠান্ডা সেকেন্ডের ভিতরে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে সেই অংশে। তাই আমরা যখন এই নাইট্রোজেন লিকুইড ট্রান্সফার করি একটি ট্রেকার থেকে অন্য ট্যাঙ্কারে তখন আমরা সম্পূর্ণ সেফটি মেনে কাজটা করে থাকি।

IMG_20230714_113829.jpg

IMG_20230714_113939.jpg

IMG_20230714_113812.jpg

এখন আপনাদের জানাবো এত বড় বড় ট্যাঙ্কারগুলো কিভাবে আমরা স্থানান্তর করি এবং কিভাবে এটা গাড়ি থেকে আনলোড করি আজকে আপনাদের জানাবো কিভাবে আমরা গাড়ি থেকে আনলোড করি এবং অন্য আরেকদিন জানাবো কিভাবে আমরা গাড়ি লোড করে থাকি।

IMG_20230714_114204.jpg

IMG_20230714_114200.jpg

আপনার ছবিতে অনেকে দেখতে পাচ্ছেন যে একটি হলুদ রঙের লকার যেটা এই বিশাল ট্যাংকারের উপর রেখে নিচে থেকে লোক টেনে দিয়ে ক্রেনের সাহায্যে আনলোড করা হচ্ছে।

IMG_20230714_113806.jpg

আমরা এই কাজগুলো খুব সাবধানতার সাথে করে থাকি কেননা আল্লাহ না করুক যদি কোন রকম লক ছিটকে যাই তাহলে মৃত্যু অনিবার্য কেননা একটি ট্যাংকরের ওজন প্রায়ই ২০০ টনের উপরে। কেউ যদি নিচে পড়ে তাহলে রুটির মত চ্যাপ্টা হয়ে যাবে।

IMG_20230714_113755.jpg

IMG_20230714_113758.jpg

আমাদের কোম্পানিতে সেফটি নিয়ম খুবই ভালো আমরা যেমন এই ট্যাংকার গুলো স্থানান্তর করি তখন লম্বা দড়ি দিয়ে ট্যাংকরের গায়ে বেধে দূরে সরে যায় এবং দড়ির সাহায্যে একে ঘুরিয়ে থাকি যেদিকে ইচ্ছা দূর থেকে ঘোরাতে পারি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি লম্বা রশি ধরে দাঁড়িয়ে আছে। অনেক রোদ্রের কারণে ছবি খুব একটা বেশি পরিষ্কার হই নাই ক্যামেরাতে।

তবে আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার কাজের সাইট থেকে পরবর্তীতে আরো কিছু দেখানোর চেষ্টা করব একদিনই তো আর সবকিছু দেখানো সম্ভব নয় তাই আজকে শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করছি কিভাবে আমরা এই বিশাল ট্যাংকার গুলো আনলোড করে থাকি।

আমি কোন কাজকে ছোট করে দেখি নাই। আমি যে কাজ করি সে কাজ অন্যদের সাথে শেয়ার করতে কোন দ্বিধাবোধ করি না। আমি কাজ করে খাই। চুরি করি না অন্যের অর্থ আত্মসাৎ করিনা। তাই আমি আমার জায়গা থেকে বলতে চাই আপনারা যে কাজই করেন না কোন, আপনার কাজকে ছোট মনে করবেন না।

তো বন্ধুরা আজকের এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যে কাজটি করছি যেন মনোযোগ দিয়ে আরো ভালোভাবে করতে পারি শিখতে পারি এবং আপনাদের কাছে শেয়ার করতে পারি।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন, অসংখ্য ধন্যবাদ জানাই আমার ওই সকল বন্ধুদের যারা আমার লেখাটি পরিদর্শন করছেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

যে যেখানেই কাজ করুক না কেন সবাই যেন যার যার জায়গায় ভাল থাকুক।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিবে সুন্দর কমেন্ট করার জন্য।