বিসমিল্লাহির রাহমানির রাহিম,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। প্রতিটি মানুষের জীবনে সুস্থতা অন্যতম একটি আল্লাহর রহমত।
Edited by Canva
কোম্পানির উন্নতি করতে সহায়তা করে। তেমনি
ভাবেই প্রযুক্তি উন্নতির কারণে এখন বিভিন্ন কাজের
প্লাটফর্ম তৈরি হয়েছে অনলাইন জগতে। আর
এখানেও কিছু নিয়ম রয়েছে যেগুলো প্রত্যেক
ইউজারদের মেনে কাজ করতে হয়। কেউ কারো
ইচ্ছামত নিয়ম বানিয়ে কাজ করতে পারবে না। বেশি
ইনকামের লোভ অন্যের জ্ঞান চুরি করতে পারবে না।
এই মাসের চ্যালেঞ্জে,
Incredible India কমিউনিটি তারা এত সুন্দর একটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতার তিনটি বিষয় প্রথমে আমি তিনটি বিষয় একসাথে উপস্থাপনা করব তারপর প্রতিটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমত চলুন জেনে নেওয়া যাক প্রথম তিনটি প্রশ্ন।
1/ ডাউনভোট সম্পর্কে আপনার উপলব্ধি শেয়ার করুন।
2/ ডাউনভোটগুলি কীভাবে আমাদের অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করে বর্ণনা করুন।
3/ আপনি কি মনে করেন ডাউনভোট চুরি, অপব্যবহার এবং স্প্যামিং কমাতে সাহায্য করতে পারে? আপনার মতামত শেয়ার করুন!
*** নিজের অভিমত,
ডাউনভোট শব্দটি আমি এই অনলাইন জগতে এসে শিখেছি।ডাউনভোট তখনই একজনের একাউন্টে দেওয়া হয় যখন সে কোন অন্যায় কাজ অথবা কারোর জ্ঞান চুরি ও কমিউনিটির আদেশ অমান্য করার কারণে। নিজের একাউন্টে যদি কখনো ডাউন ভোট পড়ে তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগে এবং ভেতর থেকে যেন লজ্জাবত ফিল হয়। এটা উন্মুক্ত সবাই আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছে এবং সকোলের সামনে অপমানিত হতে হচ্ছে। কিছু কিছু সময় রয়েছে কাউকে মারলে সে অপমানিত হয় তবে আবার অনেক সময় রয়েছে কথার মাধ্যমে বিভিন্ন উপায়ে অপমানিত করা যায় সেটা ঐ ব্যক্তির কাজের উপরে নির্ভর করে।
তবে অনলাইন জগতে ডাউনভোটের মাধ্যমে একজন
ব্যক্তিকে যে অপমানিত করা হয় আমি মনে করি এর
চেয়ে বড় শাস্তি আর নাই। নিজেকে কখনো
অপমানিত মুখে ঠেলে দেবো না অধিক উপার্জনের লক্ষ্যে।
চ্যালেঞ্জের দ্বিতীয় নাম্বার প্রশ্ন,
***2/ ডাউনভোটগুলি কীভাবে আমাদের অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করে বর্ণনা করুন।
ডাউনভোটগুলি আমাদের একাউন্টের জন্য কখনোই সুফল বয়ে আনে না, নিজের কষ্ট যেমন বিফলে যাই একইভাবে নিজের উপার্জিত পয়সা কুমতে থাকে, আমাদের একাউন্টগুলোর রেপিটেশন কমে যায়। আর অন্যের সামনে এই একাউন্ট গুলো পড়লে ঘৃণার চোখে দেখে। এতে করে আমাদের অ্যাকাউন্টগুলোতে কাজ করার অসুবিধা হয়ে পড়ে।
ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি,
আমি যখন প্রথম অনলাইন জগতে আসি তখন খুব একটা ভালো ভালো বুঝতাম না , এবং তেমন কেউ ছিল না যে আমাকে বুঝিয়ে দিবে। তাই নিজে নিজেই যতটুকু পারি ততটুকুই করছিলাম। ওই সাইটের একটি নিয়ম ছিল যে আমি কোন কোম্পানির বিজ্ঞাপন দিতে পারবো না কোম্পানির সাস্থে। আমি এই বিষয়টা জানতাম না। একদিন আমি আমার নিজের কোম্পানি নিয়ে লিখি কিছু শব্দ বিজ্ঞাপনমূলক হয়ে যায় লেখার মাধ্যমে। আমি ওই প্লাটফর্মে নিয়মাবলী অমান্য করার কারণে আমার এক সপ্তার উপার্জন ডাউনভোট দিয়ে সব নষ্ট করে দেয় এবং আমার একাউন্টটি কালো তালিকার অন্তর্ভুক্ত করে দেয়। তারপর থেকে আমি ওই সাইটে আর কাজ করতে পারি নাই। সবার সতর্কতার জন্যই আমার নিজের একটি উদাহরণ দিয়েছি।
চ্যালেঞ্জের তৃতীয় প্রশ্ন,,,
সত্যি বলতে প্রতিটি অন্যায় কাজের শাস্তি স্বরূপ ব্যবস্থা রয়েছে। যে যেমন অন্যায় করবে তার জন্য তেমন শাস্তি বরাদ্দ, তাই আমি মনে করি যে কেউ যদি কারো ছবি অথবা অন্যের লেখা চুরি করে তার জন্য অবশ্যই শাস্তি দেওয়া উচিত ডাউনভোটের মাধ্যমে। যদি ওই ব্যক্তিকে শাস্তি না দেয়া হয় তাহলে সে এভাবেই চুরি করতে থাকবে। এবং অন্যরাও তার দেখাদেখি চুরি করবে। আমাদের নিজের ক্রিটিভিটি প্রকাশ করতে ইচ্ছা জাগবে না। কেননা চুরি করে তো আমাদের ইনকাম হয়ে যাচ্ছে। তাই অবশ্যই স্প্যামিং কমাতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
চুরি ও অপব্যবহার এবং স্প্যামিং কমাতে আমার মতে তিনটি পদক্ষেপ নেওয়া উচিত।
১/ steemit সকল সদস্যের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট লেখা।
২/ প্রথম ভুলের কারণে ওই ব্যক্তিকে দুই মাস ডাউন ভোটের আওতায় নিয়ে আস। যদি পরবর্তীতে সে আবারও ভুল করে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি আরও বাড়ানো।
৩/ যতদিন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় কার্যকালাপ না শেষ করবে তাকে কালো তালিকা অন্তর্ভুক্ত করে রাখতে হবে।
আশা করি আপনারা আমার মতামতের সাথে একমত হবেন।
আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য,,, @sabus @baizid123 @sayeedasultana
তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদাই প্রত্যাশাই করি। আর আমার লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সবার মঙ্গল করুন।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
এরপরে দেখলাম আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার চেষ্টা করেছেন। এবং ব্যাখ্যা করেছেন আসলে যারা অপকর্মের সাথে জড়িত। তারা যদি নিজেদের থেকে নিজেদের ভুল বুঝতে না পারে। তাহলে ডাউনভোট দিয়েও মাঝে মাঝে কোন লাভ হয় না। কারণ তারা আবার নতুন একটা অ্যাকাউন্ট করে কাজ করা শুরু করে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি ঠিক বলছেন অপকর্মের সাথে জড়িত। তারা যদি নিজেদের থেকে নিজেদের ভুল বুঝতে না পারে সেই ক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না। তবে যদি নতুন অ্যাকাউন্ট খুলে লাভ নাই সে ভেরিফাই করবে পারবেনা। ভেরিফাই করার সময় ধরতে পারলে তাকে চিরতরে ব্লক করে দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য,
এবং আপনি প্রতিযোগিতার সব প্রশ্নের উত্তর খুবই সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে আসলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য। ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have made an interesting point that down votes serves as purnishment just like we have in every work place when rules are broken.
Best wishes
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য,
আসলে আমরা যদি নিজের কাজকে সম্মান দেই। তাহলে কখনো অকর্মে লিপ্ত হব না। কিন্তু কিছু অসাধু ব্যক্তিরা আছে অধিক ইনকামের লোভ steemit নিয়ম ভঙ্গ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit