বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। প্রতিদিন একই রকম পোস্ট লিখতে অনেকটাই একঘেয়েমি লাগছিল তাই আজকে আমি আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত নতুন একটা কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। এই প্রতিযোগিতাটা আয়োজন করার জন্য এ্যাডমিন ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা এবার প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দেওয়া যাক।
What is your preferred profession and why? |
---|
অন্যদের তুলনায় আমার পছন্দের কিছুটা ভিন্নতা রয়েছে। আমি সব সময় স্বাধীনভাবে চলতে পছন্দ করি। তাই যদি বলতে হয় তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলব যে আমার পছন্দের পেশা হলো ব্যবসা করা। ব্যবসা করলে যেমন স্বাধীনতা পাওয়া যায় অন্য কোন পেশাই এমন স্বাধীনতা থাকে না। ব্যবসা মধ্য দিয়ে অন্যদেরকে চাকরির ব্যবস্থা করতে পারবো। এখন সবাই চাকরির পেছনে ছুটে কিন্তু আমি উদ্যোক্তা হতে চাই এবং আমার পছন্দের পেশা ব্যবসা করা যেমন গরু, ছাগলের , হাঁস, মুরগি ফারাম পরিচালনা ইত্যাদি।
Are you satisfied with the profession you are recently attached to? Justify your answer. |
---|
বর্তমানে আমি মালয়েশিয়াতে রয়েছি দীর্ঘদিন যাবত তবে প্রথম যেখানে জব করতাম সেখানকার কাজ ততটা সন্তুষ্ট জনক ছিল না। আলহামদুলিল্লাহ আমি এখন যেখানে কর্মরত রয়েছি সেখান কার কজে অনেক সন্তুষ্ট। মালয়েশিয়াতে এমন কাজ হয়তোবা সবার ভাগ্যে থাকে না। হয়তো বা আমি কোনো ভালো কাজ করছিলাম সেই কাজের বিনিময়ে আল্লাহ সুবাহানাতালা আমার এখানে রিজিক রেখেছে।
সেলারিটা বড় কথা নাই বসের আচার ব্যবহার, মন মানসিকতাই কাজে মনোযোগ বৃদ্ধি পায়। কাজ করতে ভালো লাগে। আমরা যে কয়েকজন রয়েছি বাংলাদেশি সবাইকে অনেক যত্ন করে নিজের ছেলের মত করে দেখভাল করে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাই। এবং সমস্ত খরচ বস বহন করে। সুস্থ না হওয়া পর্যন্ত ফোন করে খোঁজ খবর নেই। আপনারাই বলেন এর চাইতে সুযোগ সুবিধা কোথাও পাওয়া যায়। এর পাশাপাশি অনলাইন জগতে টুকটাক কাজ করি তার মধ্য Incredible India কমিউনিটিতে যুক্ত রয়েছি এখানে পার্ট টাইম জব হিসাবেই কাজটা করে থাকি আর এখানকার কাছে আমি অনেক সন্তুষ্ট কেননা সারাদিন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গেলেও বাসায় এসে বসে সুন্দর কিছু মনের ভাব প্রকাশ করতে পারি এই অনলাইন প্লাটফর্মে।
Do you believe job satisfaction is equally essential to earning? |
---|
আমি মনে করি প্রতিটি ব্যক্তির মধ্যেই কোন না কোন গুণ রয়েছে। কাজের মধ্যে দুটি দিক রয়েছে একটি হল প্যাশন আরেকটি হল প্রফেশন।
আর জরুরী নয় যে কোন ব্যক্তি কাছে তার প্যাশন আর প্রপেশন একই হবে। তো মনে করেন আমি গান এবং নাচের মধ্য দিয়ে ক্যারিয়ার বানাতে চাই।
তো এটি হলো আমার প্যাশন। তো এবার আমি হতে চাই তো সিঙ্গার জন্য বাধ্য হয়ে অফিসের কোন কাজ করতে হয়েছে। তো এটি হলো আমার প্রফেশন। আমি এটা বিশ্বাস করি না কাজের সন্তুষ্ট উপার্জনের জন্য সমানভাবে প্রয়োজনীয়। যে কাজ করে আপনার শান্তি মেলে না আপনি উপার্জন দিয়ে কি করবেন যদি মনে শান্তি না থাকে তাহলে অর্থের কোন মূল্য নাই।
What is your dream profession that you would like to pursue? |
---|
সবার জীবনে স্বপ্ন থাকে, কিছু স্বপ্ন পূর্ণতা পাই আবার কিছু স্বপ্ন অপূর্ণতায় রয়ে যায় । ছোটবেলা থেকে আপনার স্বপ্ন ছিল যে আমি সরকারি চাকরি করব এবং পুলিশ হব। তবে এখন এই স্বপ্নটা শুধু স্বপ্নই রয়ে গেছে। আমার এখন পছন্দের পেশা আগেই উল্লেখ করেছি ছোটবেলার স্বপ্ন আর এখনকার স্বপ্নের কিছুটা পরিবর্তন হয়েছে। তাই এখন আমার স্বপ্ন হলো ডেইরি ফার্ম দেওয়া, গরু, ছাগল নিয়ে কাজ করার অনেক ইচ্ছা রয়েছে। বলা চলে এটা এখন আমার স্বপ্নেই রূপান্তরিত হয়েছে।
আমার আব্বু একজন কৃষক তাই আমিও ভালো মানের উদ্যোক্ত হতে চাই যাতে করে আমি আরো পাঁচজনকে কাজ দিতে পারি। সফল একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সবার থাকে । তবে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার দোয়া প্রয়োজন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারি।
তো বন্ধুরা এ প্রতিযোগিতায় নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @sifat420, @hafizur46n,
@jahidul21 প্রিয় বন্ধুরা আপনারা এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকের ক্ষেত্রেই দেখেছি স্বাধীনভাবে চলতে অনেক বেশি পছন্দ করে। আসলে আমার কাছে মনে হয় নিজের স্বাধীনতাটা সবার আগে থাকা প্রয়োজন। কেননা কোন কোম্পানিতে চাকরি করলে স্বাধীনভাবে চলা যায় না, যেমনটা বর্তমান সময়ে আপনি রয়েছেন।
আপনার সবচাইতে পছন্দের পেশা হচ্ছে ব্যবসা। যেটা করলে আপনি স্বাধীনভাবে চলাচল করতে পারবেন। যার মালিকানা একমাত্র আপনি নিজেই, বর্তমান সময়ে আপনি মালয়েশিয়া তে রয়েছেন। আপনি আপনার বর্তমান কর্মস্থল নিয়ে সন্তুষ্ট আছেন, জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। আসলে সবাই চাই একটু স্বাধীনভাবে চলতে পরাধীনতার বাধা সবাই এড়াতে চাই। দোয়া করবেন যেন আমার স্বপ্ন পূরণ হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মে মাসের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কনটেস্টের মাধ্যমে জানতে পারলাম আপনার পছন্দের পেশা হলো ব্যবসা।
ব্যবসা করার মতো শান্তির জিনিস আর কিছু নেই। যদি ইচ্ছে হয় বাসায় বসে থাকা যায়, আবার ইচ্ছে হলে কাজে যাওয়া যায়। সম্পূর্ণটাই নিজের ইচ্ছেতে। বলতে গেলে একদম স্বাধীনতা নিয়েই কাজ করা।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক তাই ব্যবসার স্বাধীন একটি পেশা অনেকেই হয়তোবা ব্যবসার চিন্তাভাবনা মাথায় রাখে না সবাই চিন্তা করে যে চাকরি করব তবে সবাই যদি চাকরির বাজারে দৌড়ায় তাহলে উদ্যোক্তা কে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর হয়েছে মন্তব্য করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মেনশন করার জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit