সকালের মনোরম দৃশ্য সবুজ সেমল মাঠ দেখেই তো মন ভরে গিয়েছে। গ্রাম বাংলার ফসলের মাঠগুলো সকালে দেখতে বেশ সুন্দর লাগে শেষের ভেজা ঘাস গুলো পায়ের উপরে যখন পড়ে তখন আরো বেশি ভালোলাগা কাজ করে। আপনার আম্মু আজকে বাড়িতে ছিল না তাই সকালের নাস্তা বাইরে থেকে কিনে খেয়েছেন।
যাইহোক আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই অবস্থানা করেছেন এজন্য আপনাকে যেন অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।