আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
ছোটবেলায় আমরা সবাই কম-বেশি কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতাম, যেগুলো দিয়ে খেলাধুলা করতাম। আমার সবচেয়ে পছন্দের ছিল কাগজের প্লেন এবং কাগজের নৌকা। কেননা আমি এই দুইটা জিনিসই বানাতে পারতাম, বিকেলবেলা বন্ধু-বান্ধবের সাথে এই কাগজের খেলনা তৈরি করে নানা রকম খেলা করতাম। সেই স্মৃতিগুলো আজও মনে পড়েগেলো।
কিছুদিন আগে আমি আমার ভাতিজির ঘরে প্রবেশ করলাম এবং দেখলাম সে কাগজ দিয়ে তার ঘরের জন্য একটি শোপিস তৈরি করার পরিকল্পনা করছে। আমি তার আগ্রহ দেখে তাকে বললাম, চল, আমরা দুইজন মিলে কিছু কাগজ দিয়ে শোপিস বানাই।
তাহলে, শুরু করলাম আমাদের শোপিস তৈরির প্রক্রিয়া। আমরা দুজন মিলে কয়েকটি কাগজ সংগ্রহ করলাম। এখনকার ছোটরা অবশ্য বেশ রঙিন কাগজ দিয়ে নানা ধরনের সুন্দর ডিজাইন করে ঘরের শোপিস তৈরি করে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর।
আমরা তো আগের দিনে যেকোনো কাগজ দিয়েই খেলনা তৈরি করতাম। এখন স্কুল থেকে এসাইনমেন্টের জন্য লাল, নীল কাগজ বলে দেওয়া হয়, আর সেগুলো দিয়ে নানান ধরনের ডিজাইন করে শোপিস বা খেলনার জিনিস তৈরি করা হয়। এখনকার সময়ে, প্রায় প্রতিটি স্কুল এবং কলেজে এই ধরনের কাজ এসাইনমেন্টে তৈরি করতে বলে। আসলেই, এখন এই সব কিছু একদিকে যেমন শিক্ষণীয়, তেমনি যেন একটি অর্থ উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে স্কুল কলেজের মালিকদের।
আমাদের শোপিস তৈরির প্রক্রিয়া:
আমরা একটি A4 সাইজের কাগজ নিলাম তার সাথে একটি আইকা গাম। তারপর, এই কাগজটি ছোট ছোট টুকরো কেটে, সেগুলোকে পাতার মতো তৈরি করলাম। এই টুকরোগুলো পরবর্তীতে আমরা শোপিসে ব্যবহার করব।
পরবর্তী ধাপে, আমরা কাটা পাতাগুলোর জন্য একটি ঠাইল তৈরি করলাম। এটি আমাদের শোপিসের পাতার মূল শাখা হবে।
একটি কাগজকে পাতার মতন গোল করে কেটে রাখলাম, এই গুলো পাতা হিসেবে ব্যবহার করা হবে।
এই ঠাইল এবং পাতাগুলোকে একে অপরের সঙ্গে সুন্দরভাবে জোড়া দিলাম, যেন এগুলো ঝুলন্ত পাতা হিসেবে দেখা যায়।
আমরা একটি পারফিউমের কাগজের প্যাকেট সংগ্রহ করলাম এবং তার মধ্যে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে সাজিয়ে এর সৌন্দর্য বাড়ালাম।
এখন, সেই পারফিউমের প্যাকেটের উপর পাতাগুলো এবং ঠাইলগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে শোপিসটি আরো আকর্ষণীয় করলাম।
এই ধাপে, কিছু কাগজকে কাঠির মতো করে চারটি কোনার আকারে কেটে ফ্রেম তৈরি করলাম। তারপর দুইটি সুন্দর ফ্রেম তৈরি করে শোপিসটির ডিজাইন সম্পূর্ণ করলাম।
আমাদের কাগজ দিয়ে তৈরি করা শোপিসটি সম্পূর্ণ হলো। এইভাবে কাগজ দিয়ে নানা রকম জিনিস ডিজাইন করে বা শোপিস আমরা অতি সহজে বানাতে পারি বাচ্চাদের জন্য!
ইউটিউবের সাহায্যে আপনি নিতে পারেন, অনেক মানুষই এই ধরনের কাগজের ডিজাইন তৈরি করে শোপিস তৈরি করে যা প্রিমিয়াম কোয়ালিটির মতন।
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে থাকে আসলে আমার চাচাতো বোন বেশ ভালোভাবে অনেক ধরনের জিনিস তৈরি করতে পারে আমি মাঝে মাঝে ওর কাছে গেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনি ঠিকই বলেছেন ইউটিউবে সাহায্য নিয়ে অনেক কিছুই তৈরি করা সম্ভব অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit