( 🍂🌿 একা চলা 🍂🌿)

in hive-120823 •  4 days ago  (edited)

আসসালামু আলাইকুম।আশাকরছি সবাই ভালো
আছেন,
আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।


1000005713.jpg

আমি বেশ কয়েকদিন ধরে ঘর থেকে বের হই না, মাথাব্যথার সাথে জ্বর ও ছিল ইত্যাদি নান কারণে, ঘর থেকে বের হতে পারিনি, তাই আজকে চিন্তা করছি একাই বের হব। আর আগে মত বন্ধু বান্ধব অনেক কমিয়ে দিয়েছি আমি। এখন একা চলতে- চলতে বেশির ভাগ সময় আমার অনেক ভালো লাগে। তাই আজকে চিন্তা করলাম বাড়ির অনেক দূরে কোথাও ঘুরতে যাবো, নিজের সাথে একটু সময় দেই। আর আম্মুও বলছিল একটা গাছের পাতা লাগবে, বাজারে অনেক খোঁজাখুঁজি করেছি, মাঝে,মাঝে এই গাছের পাতা বাজারে ওঠে, কিন্তু আমি যেদিন খোঁজাখুঁজি করেছি ঐদিন এই গাছের পাতা বাজারে উঠে নাই।


1000005703.jpg
(ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া)


এই গাছের পাতা নাম বলে পয়সা পাতা, আপনারা হয়তোবা কি বলেন আমি জানিনা। এই গাছের পাতা নাকি ওষুধের কাজ করে, যাইহোক আমার কয়েকদিন ধরে বাসায় থেকে খুব খারাপ লাগছিল। তাই একটু ঘুরতে বের হলাম বিকালবেলা কি সুন্দর আবহাওয়া!


আগে ইউনিভার্সিটি থেকে যখন বাসায় আসতাম, বাসায় এসে কোন রেস্ট নিতাম না, বিকালবেলা চলে যেতাম মাঠে খেলা করার জন্য। অনেক বন্ধু-বান্ধবও ছিল ওই সময় সবাই খেলার উদ্দেশ্য বাসা থেকে বের হতাম, এখন কিছু কাজের বা ব্যস্ততার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলি মাঝে- মাঝে।

1000005711.jpg

একটা দল বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতাম, এখন শুধু মাঝে - মাঝে এই গুলো করা হয়, হঠাৎ যদি কোনো বন্ধুবান্ধবের সাথে দেখা হয়ে যায় রাস্তা। তখন কিছুটা সময় আড্ডা দিয়ে থাকি। আমার এই ছোট্ট জীবনে, আমি অনেক বন্ধু-বান্ধ তৈরি করেছি, বিপদে পড়লে কোন বন্ধু সাড়া দেয় না। শুধু ফ্যামিলি ছাড়া, আগে একটা বন্ধু আমাকে ফোন দিলে হত, একটা কাজ আছে করবি নাকি , সেটা খারাপ হোক, সেটা ভালো হোক, আমি বুঝতাম না, আমি বন্ধুর কাছে চলে যেতাম। এখন হয়তো সময়ের ব্যবধানে অনেক কিছুই বুঝি, এখন বুঝতে পারি সবচেয়ে বড় আপনজন হচ্ছে পরিবার।


1000005720.jpg

1000005710.jpg

1000005707.jpg


সময়ের মূল্য দেওয়া যায়। একা চলতে গেলে কোন খারাপ কাজের সাথে যুক্ত হই না। আগে সবসময় নেগেটিভ একটা চিন্তা মাথায় কাজ করতো,এখন আর তা করি না। কাউকে নিয়ে সমালোচনা করি না, কেউ আমাকে নিয়ে সমালোচনা করে না।

একা চলার মজা আলাদা, আগে আমার অনেক কষ্ট হতো একা চলতে, এখন আর হয় না কেননা, একা চললে অনেক সুবিধা, যেমন ধরেন ঘোরাঘুরি খরচ অনেক কম হয়, বাজে আড্ডা দেওয়াটাও অনেক কমে যায়, নিজের সাথে সময় দিলে অনেক কিছু শেখা যায়!


আগে আমি আব্বাকে বলতাম, অফিস থেকে শুধু বাসায় চলে আসো। তুমি বাইরে আড্ডা দাও না কেন, তোমার কি বন্ধু নাই। আব্বা আমার কথা শুনে হাসতো বলতো তুই বড় হলে বুঝতে পারবি। এইসব বন্ধুবান্ধব কেউই আপন না, সত্যিই আব্বার কথাগুলো মনে পড়ে যায় যখন, একা আড্ডা দেই, নিজের সাথে সময় দেই।


1000005712.jpg

1000005717.jpg

1000005716.jpg

1000005708.jpg

একা-একা সারাটা বিকাল মন খুলে আড্ডা দিলাম, মনের ভিতর একটা শান্তি কাজ করলো, বিশ্বাস করেন কি যে ভালো লাগছিল আজকে, যা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি তো এই জন্য। একটা ছোট্ট দোকানের চা খাইলাম, চা ও গুড়ের চা ছিল, অনেক মজার চা ছিল। আর চারদিকে দেখি শুধু গ্রাম্য দৃশ্য, অনেক আনন্দ উপভোগ করছি একা-একা, কেউ ক্ষেত লাগাচ্ছে কেউ খেতে পানি দিচ্ছে। কিন্তু আম্মাযে পয়সা পাত আনতে বলেছিল, এই গাছটা আমি খুঁজেই পেলাম না। কথা আছে কাজের জিনিস সহজে খুঁজে পাওয়া যায় না।

1000005617.jpg

1000005615.jpg


কিছু কথা

আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন।


২৪- ডিসেম্বর -২০২৪ সাল

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ভাই আপনার লেখা পোস্টটি খুবই হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণাদায়ক। একা চলার অভিজ্ঞতা এবং নিজের সময় কাটানোর ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি খুবই সুন্দর।

সত্যিই, কখনও কখনও একা থাকতে পারলে নিজের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করা যায়। আপনার আব্বার কথাগুলোও মনের মধ্যে স্থান করে নেয়।

আশা করি আপনি ভবিষ্যতেও এমন শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করবেন।আপনার পোস্টটি অনেক ভালো লাগলো ভালো থাকবেন।

ধন্যবাদ আপু, এত সুন্দর একটি মন্তব্য করার জন্য । ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।