আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু না কিছু করি আমি। কিন্তু আজ কয়েকদিন ধরেই শরীরটা খুবই দুর্বল লাগছে এবং পানি শূন্যতায় ভুগছি। সেহরির সময় একবারে পানি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। এরমধ্যে কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ উঠছে, তাই পানি শূন্যতার কারণে গলাটা একদম শুকিয়ে যায় আর শরীরটাও দুর্বল লাগে তার সাথে গলা ব্যথা ও ঠান্ডা।
আজকের সকাল বেলা ঘুম থেকে উঠে, প্রথমে একটাই কাজ করেছি-আমার ভালোবাসার কবুতরগুলোকে খাবার দিয়েছি। কবুতরগুলোকে খাবার দেওয়া শেষ করে, তারপর ঘরে চলে আসলাম কিছুই ভালো লাগছিল না। কিছুক্ষণ শুয়ে থাকার পর, আবারও ঘুমিয়ে পড়লাম। কেন জানি না, ঘুমটা ভালো লাগে। ঘুমালে মনে হয় যেন পৃথিবীর কোনো চিন্তা বা দুশ্চিন্তা নেই আমার। কোথাও হারিয়ে যাই, অজানা পথে। আমি নিজেও জানি না!
আজকে একটা বিষয় খুব ভালোভাবে অনুভব করলাম-যদি সৃষ্টিকর্তা মানুষের ঘুম না দিতেন, তাহলে হয়তো মানুষ খুব বিভ্রান্ত পড়ে যেত। কারণ কিছু-কিছু মানুষের বুক ভরা কষ্ট, মাথা ভরা চিন্তা থাকে। ঘুম হয়তো সেই কষ্টগুলো বা চিন্তা গুলো কিছুটা হলেও মুছে ফেলে, শরীরটা ও মনটা হালকা করতে সাহায্য করে এই ঘুম।
ঘুম থেকে উঠলাম দুপুর সাড়ে বারোটায়। আজ শুক্রবার, তাই মসজিদে যেতে হবে। জুম্মার নামাজ পড়া খুব জরুরি, আমি প্রতিদিন নামাজ পড়ি আর না পড়ি শুক্রবার হলে নামাজ পড়তেই হবে, এই একদিন নামাজ না পড়লে ভালো লাগে না। আযান শুনে উঠে পড়লাম, গোসল করে নামাজের জন্য বাসার থেকে বের হলাম। নামাজ পড়া শেষ করে আবার বাসায় ফিরে এলাম এবং বিছানায় রেস্ট নিলাম।
এরই মধ্যে আমার অটো রিস্কার ড্রাইভারকে ফোন দিলাম, জানতে চাইলাম সে কী করছে। জানতে পারলাম, সেও অসুস্থ, তাই রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর মোবাইলে ইউটিউবে একটা হাসির নাটক দেখতে শুরু করলাম। কেন জানি, সময়টাও ভালো কাটছিল না। মন যা চাচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম না, হয়তো আমি মনকে কন্ট্রোল করতে পারি না। যারা মনকে কন্ট্রোল করতে পারে, তারা জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে।
এটা ভাবতে-ভাবতে, ইউটিউবে একটা ফিমেল ৩ নাটক দেখলাম। নাটকটা বেশ ভালো লাগলো হাসির নাটক, আর এখনকার মডার্ন যুগের সাথে বেশ ভালো মানিয়ে চলছে। অপরদিকে পরিবার নিয়েই এই ধরনের নাটকগুলো মাঝে-মধ্যে দেখা যায় না। নাটক দেখে কিছু সময় পার করলাম, তারপর আবার ঘুমিয়ে পড়লাম।
আমিও বিশ্বাস করি যায় দিন ভালো আসে দিন খারাপ। আল্লাহই জানে আগামীকালকে আমার জীবনে কি আসবে। কিন্তু যেটাই হবে না কেন আমার মঙ্গলের জন্যই হবে!
বিকালের সময় একটু ঘর থেকে বের হলাম, তাকিয়ে দেখি আম্মু বেগুনি আলুর চপ ইফতারির জন্য তৈরি করছে। একটু ছাদে গেলাম দেখি আমাদের টিনের ঘরের উপরে আমার একটি কবুতর এসে বসে রয়েছে আর আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে ছিল। সে যে সকাল বেলা বাসা থেকে বের হয়েছে, সারাদিন কোথায় যে ছিল আল্লাই জানে।
কবুতরের একটি বিশেষ গুণ রয়েছে, যদি কবুতরের মন আপনার বাসা থেকে উঠে যায়। তাহলে সে কবুতরটি আপনার বাসায় আর থাকবে না, যদি কোনদিন সুযোগ পায় তাহলে সে চলে যাবে অজানা পথে আমি আর কখনো আপনার ঘরে ফিরবে না। আরেকটি বিশেষ কোন রয়েছে কবুতরের কবুতর ভূমিকম্পের অনুমান করতে পারে।
যদি আমারা মানুষ জাতি কবুতরের মতো উড়ার সুযোগ থাকত, তবে আমি হয়তো আকাশে মুক্তভাবে উড়ে বেড়াতে পারতাম। হয়তো কিছু মানুষ ভাববে, জীবনে এখনও আমি অনেক কিছু দেখিনি। এটা সত্য, কিন্তু যতটুকু দেখেছি, ততটুকু আমার কাছে পৃথিবীর সবকিছুই মিথ্যা মনে হয়েছে-মিথ্যা মায়া, মিথ্যা ভালোবাসা, সবই মিথ্যা।
এই সব ভাবনার মধ্যে, আমার আম্মু ডাকলেন ইফতারি করার জন্য। ইফতারি শেষ করে নামাজ পড়ে বসে পড়লাম পোস্ট লেখার জন্য। আজকের অলস দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ★
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বর্তমান সময়ে রোদের পরিমাণটা অনেক কম তবে বলবো এই রোজা আলহামদুলিল্লাহ ভালো না পানির পিপাসা লাগে না বেশি ক্লান্ত লাগে তবে অলসতার মধ্যে কখনোই দিনভর করবেন না শুয়ে বসে দিন পার করলে রোজা সমস্যা হয় যতটুকু আমি হুজুরের ওয়াজের মধ্যে শুনলাম।
ফাল্গুন মাস শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে লাউ গাছের ডগা সাধারণত শীতকালের সময় ভালো থাকে এরপর থেকে একটু একটু করে মরে যাওয়া শুরু হয় এখন ফাল্গুন মাস শেষ হয়ে যাচ্ছে তাই হয়তোবা এমন হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনারা অলসতা আমায় একটা দিনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit