আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
সকাল ৯ টায় ঘুম থেকে উঠি, যেমনটা সাধারণত করি। পরে নাস্তা করি ছোটখাটো কাজগুলোর মধ্যে আমার প্রথম কাজটা থাকে ফোন চেক করা এবং দিনের পরিকল্পনা সাজানো। এবং জানালার বাইরে তাকিয়ে ভাবছি, আজকের দিনটা কেমন যাবে আল্লাহই জানে!
আমার সকালটা সাধারণত একটু অলসভাবেই চলে যায়। কাজকর্মের মধ্যে প্রথমেই আমি আমার ভালোবাসার কবুতর গুলোকে খাবার দেই এবং তাদের যত্ন নেই। এগারোটা বাজে একটু বাইর যাই, বাইরে যেয়ে কিছু সরিষার তেল দোকান থেকে কিনে আনি। বাসায় এসে জামা কাপড় গুলো ধুয়ে গোসল করে একটু ছাদে যাই। এই সব সাধারণ কাজের মাঝে-মাঝে বন্ধুদের সাথে ফেসবুকে চ্যাট করি, একে অপরের খবর নিই। কিছুক্ষণ পরে ঘড়িতে তাকিয়ে দেখি দুপুর ২টায় বেজে যাচ্ছে।
আজকের বিকালটা একটু আলাদা ছিল। বিকেলে ঘর থেকে বের হবার পরিকল্পনা ছিল। বন্ধুর সাথে আমার একটা ছোট্ট পরিকল্পনা ছিল - মাছের দোকানে যাওয়া এবং কিছু শখের মাছ কিনে আনা। বন্ধুর নামটা একটু বলে রাখি আমার বন্ধুর নাম হলো সাদি দুই, তিন দিন আগেই আমাকে বলেছিল সে কিছু মাছ কিনবে আরেকটা অ্যাকুরিয়াম কিনবে তাকে একটু সময় দেওয়ার জন্য!
আমার বন্ধু আর আমি একটি মাছের দোকানে ঢুকলাম। তখন দোকানের মালিক আমাদের কিছু নতুন প্রজাতির মাছ দেখিয়ে বলে, এগুলি খুব সুন্দর, একটু আলাদা ও বিভিন্ন রঙের। আমার বন্ধু সেগুলো দেখে সিদ্ধান্ত নিলো, এই মাছগুলো তাঁর অ্যাকুরিয়ামে রাখবে।
মাছ পালার একটা অদ্ভুত শখ এই শখটা কখনো আমার হয়ে উঠে নাই। দোকানে গিয়ে দেখি নানা ধরনের মাছের কাঁচের খাঁচা সাজানো। একদিকে আর্টিফিশিয়াল লাইট দিয়ে নীল জলরাশির মধ্যে সাঁতরাচ্ছে নানান রঙের মাছ, এবং মিষ্টি স্বচ্ছ পানির অ্যাকুরিয়ামে ছোট-ছোট মাছেরা শাঁক-বাঁক করে চলেছে। আজকে আমরা কিছু নতুন প্রজাতির মাছ কিনলাম। বিভিন্ন কালারের গাপ্পি মাছ। মাছের দাম পরল ৬০ টাকা করে জোড়া মোট আমার বন্ধু তিন জোড়া মাছ কিনেছি।
|
---|
|
---|
আপনারা উপরে যে মাছের ছবিগুলো দেখছেন, এই মাছগুলো গাপ্পি মাছ নামে পরিচিত। এই মাছগুলি খুব অতি সহজে ছোট্ট অ্যাকুরিয়ামে মধ্যেই তারা ডিম বাচ্চা করে থাকে এবং তারা খুবই কম সময়ের মধ্যে ডিম দিয়ে থাকে। এই গাপ্পি মাছের তেমন কোন যত্ন নিতে হয় না। যতটুকু জানতে পেরেছি এই মাছের সম্পর্কে।
আপনারা উপরে যে মাছগুলোর ছবি দেখতে পাচ্ছেন। এই মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছে। এই মাছের নাম আমি জানিনা কিন্তু এই মাছগুলো বলে ছোট জায়গায় ডিম দেয় না। এদের ডিম বাচ্চা করাইতে হইলে অনেক যত্ন নিতে হয় এবং বিশাল বড় অ্যাকুরিয়ামে রাখতে হয়।
আপনারা উপরে যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হল ফাইটার মাছ। এই মাছটার দাম হল পাঁচ হাজার টাকা জোড়া। এই মাছটার একটা বিশেষ গুণ রয়েছে, এই মাছটা রাতের বেলায় লাইট জ্বলে। এরা যখন প্রাপ্তবয়স হবে তখন এই মাছের এই বিশেষ গুণগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আল্লাহ তাআলার সৃষ্টি সত্যিই অনেক অসাধারণ। দাম শুনে, অবাক হয়ে গেলাম দোকানের মালিক আমাকে আরো বললো এই মাছটি বিক্রি হয়ে গিয়েছে।
বিকালটা একেবারে শেষ হয়ে আসছিল, মাছের দোকান থেকে বের হয়ে আমরা পাশের একটি চায়ের দোকানে বসে কিছু খেতে বসি। আমার বন্ধুর সাথে ওই মুহূর্তগুলোতে কিছু কথা শেয়ার করি ও হাসাহাসি করি এবং নিজেদের ছোট-ছোট শখের বিষয় নিয়ে আলোচনা করি।
এইতো অতি সাধারণভাবে আজকে আমার সারাটা দিন শেষ হয়ে গেল। আশা করি পরবর্তী সময় নতুন কোন গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit