আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আজকের দিনটি আমার জীবনের অন্যতম আনন্দের দিন। বহু দিন ধরেই এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। হয়তো আপনারা জানেন, প্রায় ২৫ দিন আগে আমি বলেছিলাম যে আমি একটি অটো রিকশা কিনবো। প্রায় ৫-৬ মাস ধরেই আমার হাতে কোনো চাকরি নাই, চাকরির বাজার অনেক খারাপ তাই আমি ভাবছিলাম, কিছু একটা করতে হবে। এরই মধ্যে, সিদ্ধান্ত নিলাম একটি অটো রিকশা ব্যবসা শুরু করার। (আলহামদুলিল্লাহ) আজ আমার মনের একটি স্বপ্ন পূরণ হলো।
আজ সকাল ১০টার দিকে অটো কারখানার মালিক আমাকে ফোন দিলেন। আর বললেন, ভাই একটা সেকেন্ড হ্যান্ড অটো রিস্কা ম্যানেজ হয়ে গিয়েছে। আপনি কবে নিবেন। ফোনটা পেয়ে আমি খুশিতে আত্মহারা! আমার স্বপ্ন একে-একে বাস্তবে রূপ নিচ্ছিল। তাৎক্ষণিক ভাবে আমি তাকে বললাম, আপনি গাড়িটি ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিন। আগে দেখি পরে দাম। কেননা আমার নতুন গাড়ির নেওয়ার কথা ছিল, কিন্তু খুব অল্প টাকার মধ্যে মাত্র তিন মাস ব্যবহার করেছে ,একটা গাড়ি পেয়েছি তাই আর নতুন ক্রয় করি নাই।
অটো কারখানার মালিক, মানিক ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ। এক ঘণ্টা পর তিনি ড্রাইভার দিয়ে গাড়িটি আমার বাড়ির সামনে পাঠিয়ে দিলেন। আমি বাসা থেকে বেরিয়ে দেখি, আমার অটো গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সত্যিই ভালো লাগছিল। অটো গাড়িটির দাম পরল ৭০ হাজার টাকা !
তারপর, বাড়ির সবাইকে জানালাম আমার অটো রিকশার কথা। আমার ভাতিজা, যিনি বাড়িতে ছিল, সঙ্গে-সঙ্গে রাস্তায় চলে এলো অটো রিকশা দেখার জন্য। আমরা কিছুক্ষণ গাড়িতে বসে ফটোশপ করলাম এবং তারপর প্রথমবারের মতো আমাদের অটো রিকশাটি নিয়ে ঘুরতে বের হলাম। আমাদের ড্রাইভার বেশ কয়েকটি জায়গায় নিয়ে ঘুরিয়ে দেখালো।
এছাড়া, আমি একটি ড্রাইভারও নিয়েছি এবং গ্যারেজও আমার বাড়ির পাশে ঠিক করে রেখেছি। যেন সবকিছু সহজে পরিচালনা করা যায়। এখন, আল্লাহর রহমতে, আমি জানি না কতদূর এই ব্যবসা নিয়ে আমি এগিয়ে যেতে পারব। তবে আমি আশাবাদী।
সবার কাছে দোয়া চাই, যেন আমার এই ছোট্ট ব্যবসায় আমি ভালোভাবে পরিচালিত করতে পারি এবং এতে অর্থ ও বরকত যেন আল্লাহ দেয় আমায়।
আমি গাড়িটি গ্যারেজে রেখে দিলাম। এরপর, দুপুর ২টা বেজে গেল। আমি ড্রাইভারকে গাড়ির সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিলাম। তারপর বাসায় ফিরে গোসল করে দুপুরের খাবার খেলাম। খাবারের পর, কবুতরের খাঁচার কাছে গিয়ে দেখলাম, আরেকটি কবুতরের জোড়া দুইটি বাচ্চা ফুটিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখে মন ভরে গেল।
আজকের এই দিনটি আমার জীবনের একটি স্বপ্ন পূরণের দিন। সবাই আমার নতুন ব্যবসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই ব্যবসায় বরকত দান করে ।
এটা শুধু একটি ব্যবসায় নয়, এটি আমার নতুন একটি যাত্রা, একটি নতুন পথচলা। সবার কাছ থেকে পাওয়া ও দোয়া এবং সমর্থন আমার জন্য অনেক বড় কিছু । আমার বিশ্বাস, আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। আমি আশা রাখি, এই ব্যবসায় আমাকে একদিন বড় সফলতার দিকে নিয়ে যাবে।
আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you @tipU Sir 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you @tipU Sir for supporting me 💕🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations! This post has been voted through steemcurator09 We support quality posts, good comments anywhere and any tags.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you @okere-blessing mam 💕 💕🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাইহোক দীর্ঘদিন অপেক্ষা করার পর আপনার স্বপ্ন পূরণ হয়েছে জানতে পেরে ভালো লাগলো আসলে অটো গাড়ি ভাড়া দিলেও ভালো পরিমাণে টাকা আয় করা যায় মাস শেষে আশা করি আপনি এখান থেকে ভালো একটা এমাউন্ট বের করতে পারবেন এর সাথে আপনার আরো একটা কবুতরের বাচ্চা হয়েছে জানতে পেরে আরো বেশি ভালো লাগলো আসলে আনন্দঘন মুহূর্তে আরো একটু আনন্দ যেটা দেখে আরও বেশি ভালো লাগার মুহূর্ত অসংখ্য ধন্যবাদ আপনার স্বপ্ন পূরণের মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি মানুষের মধ্যে কোন না কোন স্বপ্ন লুকিয়ে থাকে আর সেটা যখন পূরণ হয় তখন সত্যি অনেক আনন্দ লাগে।। এখন থেকে আপনাকে একজন ব্যবসায়ী বলা যেতে পারে অনেকে আছে এরকম অটকে নিয়ে ভাড়া দিয়ে থাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit