আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,
সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
গতকাল থেকেই কিছুটা ধারণা পেয়েছি, আজকে আমার অনেক কাজ করতে হবে! প্রথমেই বলে রাখি, গতকালকে গ্যাসের লাইনে ঠিক করার জন্য, মিস্ত্রিকে ফোন দিয়েছিলাম। সে বলল আজকে সকাল বেলা আসবে তার জন্য সকাল বেলা অপেক্ষা করলাম। সে আসলো না সে ফোনও ধরল না। দুপুরে খাবার খেয়ে যখন ৫ মিনিট ঘুমাইলাম! এর মধ্যেই হঠাৎ করে মিস্ত্রি বাসায় এসে হাজির!
আমার কাঁচা ঘুম ভাঙ্গাইয়া, সে আমারে বলছে সোহাগ ভাই উঠেন, আমি বললাম আমি তো উঠেই গেছি।
আপনি আর সময় পেলেন না ভাই আসার জন্য। এই বলে দরজাটা খুললাম, কেউ যদি আমাকে কাঁচা ঘুম থেকে হঠাৎ করে ডাক দেয় খুবই বিরক্ত লাগে। বিকাল থেকে মাথাটাও বার হয়ে আছে, জানিনা কি হয়েছে। এটা হয়তোবা ঘুমের প্রভাব।
সারা বিকাল বেলা মিস্ত্রি কাজ করলো, আমরা প্রথমেই ভাবছিলাম লাইজার নষ্ট! পরে মিস্ত্রি সবকিছু খুলে দেখলো, লাইজার ঠিক আছে। লাইজার যদি নষ্ট হতো ৫ হাজার টাকা খরচ হতো, এর থেকে বেঁচে গেলাম। তারপরও কিছু ফিটিং করার জন্য শর্ট পিস দুইটা পাইপ লাগছে, দুইটা কস টিপ লাগছে ৫০০ টাকার ভিতরে কভার হয়েছে! আর মিস্ত্রীকে দিতে হলো আরো ৫০০ টাকা । মোট ১০০০ টাকার ভিতরে আমাদের কাজটি কমপ্লিট।
সন্ধ্যা হয়ে গেল; এখন আম্মারে নিয়ে গেলাম। উত্তরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, ওইখানে কিডনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলাম, মূলত আমার আম্মার সমস্যা হল, ইউরিনের ইনফেকশন হয়েছিল, এর জন্য আম্মাকে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ছিলাম।
সে কতগুলি টেস্ট দিয়েছিল। সবগুলো টেস্ট করিয়েছিলাম, এর ভিতর কিডনির সমস্যা দেখা দিয়েছিল, ওই জ্ঞানী বিশেষজ্ঞ বলেছিলেন এই ঔষধ গুলো খেয়ে যদি সমস্যা সমাধান না হয়।
|
---|
|
---|
তাহলে কিডনির বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। এর জন্যই আজকে এই কিডনির ডাক্তার আম্মাকে দেখালাম, কিডনির ডাক্তার দেখানোর পর। এই ডাক্তার ও প্রায় দশ হাজার টাকার মতন টেস্ট দিল! সত্য কথা হল, টেস্ট বড় কথা না, বড় কথা রোগী যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই আর আজকে রিপোর্টে টেস্টগুলো করাবো না! এমনে তো এতগুলো টাকা নিয়ে বাসা থেকে বের হয় নাই। তাই বাসায় চলে আসলাম। সবাই আমার আব্বু ,আম্মুর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষুদৃষ্টিতে দেখবেন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাঁচা ঘুমটা ভাঙলে মোটামুটি সবারই মেজাজটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করার যেহেতু প্রয়োজন আপনার আপনাকে ঘুম থেকে উঠতেই হবে, শুনেছিলাম আপনার মা অসুস্থ দোয়া করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, ধন্যবাদ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনার মায়ের জন্য অনেক অনেক প্রার্থনা করছি, তিনি যেনে খুব দ্রুত সুস্থতা লাভ করেন, মা বাবা অসুস্থ থাকলে মনটা যে কেমন করে তা খানিকটা বোঝার সাধ্য হয়েছে।
সারাদিন সত্যি ব্যস্ততার মধ্যেই কেটেছে আপনার সকাল বেলায় তো মেজাজ গরম হয়ে যাওয়ার মত অবস্থা। কাঁচা ঘুম ভাঙলে কি যে বিরক্ত লাগে আর মন যে কি চায় তা আর নাই বলি।
এরপরে সংসারের কাজের থেকেও বেশ মনোযোগ দিয়েছেন এরপরে মাকে নিয়ে আবার দৌড়াদৌড়ি, সব মিলিয়ে ভালো লাগলো পড়তে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাঁচা ঘুম ভেঙ্গে গেলে শুধু আপনার না, কম বেশি সবার মেজাজ খারাপ হয়। ঘুম যদি ঠিক ঠাক ভাবে পূরণ না তাহলে ক্লান্তি কাটে না আর কোন কাজেও মন বসে না।
আপনার মা এর দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি যেনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে জান। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন কাঁচা ঘুম ভেঙ্গে গেলে পরিমাণ মেজাজ খারাপ হয়ে যায়। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যখন আপনার পরিবারকে সময় দেবেন তখন একটু সময় তো অবশ্যই নিজের থেকে ব্যয় হবে এবং ব্যস্ততা কাটিয়ে দিতে হবে একমাত্র পরিবারের কাজের পেছনে তবে আপনি অন্য কাউকে না আপনার নিজের মানুষগুলোকেই আপনার সময় দিয়েছেন যেটা জানতে পেরে ভালো লাগলো।
আসলে যেকোনো ধরনের মিস্ত্রি সকালবেলা কাজ করে থাকে যেহেতু আপনি সকালবেলা অনেকটা সময় নিয়ে ঘুমানোর চেষ্টা করেছেন আপনার সেই ইচ্ছাটা পূরণ হলো না সে সাথে আপনার মাকে বিভিন্ন ধরনের টেস্ট এবং ডাক্তার দেখানো সবকিছু মিলিয়ে আপনার সময়টা একটু ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছে দোয়া করি আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনার একটা দিনের কার্যক্রম বললে ভুল হবে ব্যস্ততা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit