আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আজকে সকাল নয়টার সময় ঘুম থেকে উঠলাম। উঠার পর ফ্রেশ হয়ে নিলাম! ফ্রেশ হওয়ার পর, সকাল বেলা রুটি আর সবজি দিয়ে সকালের নাস্তা শেষ করলাম! বাসায় আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল এই গুলো শেষ করলাম!
|
---|
|
---|
কিছুক্ষণ পর আম্মু বলছে আমাকে, বেশ কয়েকদিন ধরে আমাদের পুঁইশাকের মাচা ভেঙ্গে গেছে, একটু ঠিক করতে হবে ! কেননা পুইশাকের ভারে সম্পন্ন মাচাটা ভেঙ্গে যাচ্ছে, অধিক পরিমাণের পুঁইশাক হয়েছে,আল্লাহর রহমতে। আমাদের এই ছোট্ট একটি পুঁইশাকের গাছ থেকে, অনেক পুঁইশাক খেয়েছি এবং আশেপাশের মানুষকেও দিয়েছি, বেশ কিছু! এভাবে সকালের প্রায় এক ঘণ্টার মতো, পুঁইশাকের গাছের পরিচর্যা করলাম এবং দুই দিকে দুইটা খুটি দিয়ে দিলাম! যাতে পুঁইশাক ও মাচার ওজনটা ধরে রাখতে পারে।
আজকে যেহেতু শুক্রবার তাই তাড়াতাড়ি গোসল করতে হবে। গোসল করা শেষ হলে নামাজে যেতে হবে, নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম! বের হয়ে তাকিয়ে দেখি। আজকের অধিক মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে! মসজিদের বাহিরেও রাস্তাতে মানুষ বসে রয়েছে নামাজ পড়ার জন্য। আমাদের এলাকার যে মসজিদটি আছে! মসজিদটি তিনতলা পর্যন্ত কিন্তু প্রতি শুক্রবারে অধিক মানুষ হওয়াতে, রাস্তারও মানুষ নামাজ পড়ে থাকে। তারপর নামাজ শেষ করে বাসার দিকে চলে আসলাম!
দুপুর বেলার খাবার খেলাম, পরে এক ঘন্টার মতন বিশ্রাম নিলাম, বিশ্রাম নেওয়ার পর একটু ছাদে গেলাম, মনের সুখগুলো আকাশে উড়িয়ে দেওয়ার জন্য। পরে কবুতরগুলো আকাশে উড়াইলাম!
আমাদের পাশের বাড়িতে তাকিয়ে দেখি, একটি আম গাছে অনেক মুকুল ধরেছে। এত পরিমাণে মুকুল দেখে খুব আনন্দই পেলাম, আর ভাবতে ছিলাম, হয়তোবা শীত চলে যাবে। এই শীত আমরা হয়তোবা মিস করবো অনেকে, গরম চলে আসবে অতি শীঘ্রই! আমার গরম পছন্দ হয় না, শীতকাল, টা,আমার কাছে অনেক ভালো লাগে! ওই যে কথা আছে না, কারো পৌষ মাস,কারো আবার সর্বনাশ।
আমার হয়তোবা শীতকাল অনেক পছন্দের! আবার অপরদিকে এই শীতের কারণে মানুষের কতই না কষ্ট পাচ্ছে, এই সবকিছু আল্লাহর ইচ্ছা! আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন, পরে কিছুক্ষণ ছাদে ছিলাম পরে দেখলাম মাগরিবের আযান দেওয়া শুরু করল। সন্ধ্যা হয়ে যাচ্ছে পরে ঘরে চলে আসলাম।
আজকের চিন্তা করলাম বাসা থেকে বের হবো না! আমার seo ক্লাস গুলো প্র্যাকটিস করতে হবে! এর জন্য কম্পিউটারটা ওপেন করলাম কিছুক্ষণ পরে, আব্বায় আমাকে ডাকছে, আমাদের মশার ব্যাট নাকি নষ্ট হয়ে গেছে! এখন আগের মতন মশা মরে না, এই মশার ব্যাট নিয়ে এখন আমার মিস্ত্রির দোকানে যেতে হবে। এই মশার ব্যাটটা কি হয়েছে এটা জানার জন্য।
পরে মাশার ব্যাট নিয়ে মিস্ত্রির দোকানে গেলাম, দোকানে যেয়ে মাশার ব্যাট,টা, খুলে দেখতে পারলাম ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এখন ব্যাটারিটা পরিবর্তন করাতে হবে, পরে ব্যাটারি পরিবর্তন করলাম এবং ঠিক করে বাসায় নিয়ে আসলাম। এইতো এভাবে আজকের দিনটি আমার শেষ হইল! দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আরেকটি দিনের বাঁচার সুযোগ করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for supporting me 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফির হাত অনেক সুন্দর।
সেই সাথে একদিনের পুরো ঘটনাবলী আমাদের সাথে শেয়ার করেছেন। ব্যাস্ততম একটি দিনের ঘটনাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit