আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
সকালবেলা ঘুম থেকে উঠলাম নয়টার সময়, উঠার পর ফ্রেশ হয়ে নিলাম! এবং নাস্তা করে নিলাম। তারপর আমার SEO ক্লাসের ভিডিও গুলো দেখলাম ও প্র্যাকটিস করতে থাকলাম প্রায় অনেক সময় ধরে, হঠাৎ করে শুনি! যোহরের আযান দেওয়া শুরু করল। তখন গোসল করে নিলাম এবং দুপুরের খাবার খেলাম! কয়েকদিন ধরে গলা ব্যথা এবং শরীরটাও অসুস্থ, হঠাৎ করে কখন যে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে বিকাল চারটা, আর ঘুম ভাঙলো সাদি ভাইয়ের ফোনে!
সাদি ভাই আমায় এমনেতে ফোন দেয় না!
বিশেষ কোন কাজেই ফোন দেয়, আজকে হঠাৎ সাদি ভাই আমাকে ফোন দিল বলল! আমাকে নিয়ে একটি জায়গায় যাবে, আমিও চটপট বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। সাদি ভাইয়ের সাথে দেখা করলাম, সাদি ভাইকে বললাম এত জরুরী ফোন দিলেন যে আমাকে ভাই!
কোনো সমস্যায় হইছে ভাই। সাদি ভাই আমাকে বলল তেমন কোন কাজ নেই! আপনাকে নিয়ে একটি জায়গা যাব, সাদি ভাই বলছে তাঁর এক বড় ভাইয়ের ইভেন্ট একটা কাজ হচ্ছে ওইখানে একটু থাকতে হবে।
একটু ভেবে চিন্তা করে বলাম,ভাই চলেন যাই, এমনিতে আজকে বিকালটা অনেক সুন্দর!
আমি আর সাদি ভাইকে না করতে পারলাম না, সাদি ভাই আর আমি একটা রিস্কা চড়ে নিকুঞ্জ যাচ্ছি, রিক্সা মামা আমাদেরকে নিকুঞ্জ একে নামিয়ে দিল! আর ওইখান থেকে ২-৩ মিনিট হেঁটে আমি আর সাদি ভাই আমাদের গন্তব্যস্থলে পৌছালাম!
একটি সুন্দর স্থানে আমাকে নিয়ে গেল, আর এমনেতে আজ আমার মন ছিল ফুরফুরা, আমি দেখি মুগ্ধ হয়ে গেলাম জাগায় টা অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন! এত বড় সাজানো গোছানো একটি মাঠ , চারপাশে নানা ধরনের ফলের গাছ, আশেপাশের ছেলে পেলে মাঠে খেলাধুলা করছে, দেখে মনটা অনেক ভালো লাগছে। মনে ইচ্ছাও জাগচ্ছিল মাঠে খেলার জন্য, কিন্তু কিছু করার নাই! হাতের অনেক কম সময় ছিল!
এমনিতেও বাসা থেকে আব্বু বার-বার ফোন দিচ্ছে, বাসায় গ্যাসের জানি কি সমস্যা হয়েছে! কয়েকদিন আগে গ্যাসের লাইন ঠিক করিয়েছি, আজকে আবার কি বলে সমস্যা হয়েছে। আর সাদি ভাইকে বললাম, এখানে কি বিয়ের অনুষ্ঠান হবে , সাদি ভাই আমাকে বললো , সাদি ভাই নিজেও জানে না এই খানে কি হবে!
সাদি ভাইয়ের এই কথা শুনে আমার অনেক হাসি পেল! আমরা শুধু একঘন্টা মতো এইখানে দেখা শুনা করবো, এইটাই সাদি ভাই জানে, পরে অন্য একজন ব্যক্তি আসবে। যাই হোক, আমার এতো কিছু জানার দরকার ও নাই, আমি তো এই সুন্দর রুপালী বিকেল, মিষ্টি রোদ হরণ করতে এসেছি।
আর এমনিতেও আজকে একটু মিষ্টি রোদ ছিল, সাথে ঠান্ডা বাতাস সবকিছু মিলিয়ে আবহাওয়াটা অস্থির ছিল। পরে সাদি ভাইকে বললাম, ভাই আমার বাসা যেতে হবে আমার খুব জরুরী কাজ পড়েছে ! হয়তো কোন একদিন এই মাঠে এসে খেলব , এই বলে সাদী ভাইয়ের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি গ্যাসের লাইনের লিক হয়ে গেছে, গ্যাস বের হচ্ছে, সঙ্গে-সঙ্গে মিস্ত্রিকে ফোন করলাম।
মিস্ত্রির সাথে প্রায় রাত দশটা পর্যন্ত কাজ করলাম। পরে আমাদের গ্যাসের লাইনটি ঠিক হলো। এইতো এভাবে আজকের সারাটা দিন শেষ হলো, শুকরিয়া করি আল্লাহর কাছে, আরেকটি দিনের বাঁচার সুযোগ করে দিল আমায়!
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mdsuhagmia আপনার লেখায় আজকে ডায়রি কম আর আপনার সাদি ভাইয়ের কথা বেশি!
এটা শুধু আপনার নয়, বেশিরভাগ ডায়রি পড়তে আমার এক ঘেয়েমি লাগে কারণ, একটা দিনের বর্ণনায় খুঁজে পাই এক ঘেয়েমি কথা!
একটা দিন থেকে কতখানি কি শিক্ষা বা রসদের জোগান পাওয়া গেল তার উল্লেখ পাওয়া যায় না বললেই চলে, আর ঠিক এই কারণে অন্য ভাষা ভাষীদের লেখা পড়া উচিত।
নিজের লেখা তথা ডায়েরি উপস্থাপন শেখা যায়।
শব্দ সংখ্যা বৃদ্ধির প্রয়াস এই কমিউনিটির বেশিরভাগ মানুষ করেন যেখানে লেখ পড়লেই বোঝা যায় জোর করে কিছু শব্দ ভয়েসে টাইপ করা!
না আছে সেখানে আন্তরিকতা, আর না আছে লেখায় গভীরতা। ঠিক সেই কারণে এখানে কিউরেটর দের সমাগম অনেক কম।
অনেকেই ভাবেন লেখা কেউ পড়েন না, কিন্তু বিষয়টা কিন্তু আদেও সেরকমটা নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। পরবর্তী লেখার পূর্বে, এই বিষয়গুলো আমি মাথায় রাখবো!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনলাইনের ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো সঠিকভাবে প্র্যাকটিস করা এবং কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা খুব প্রয়োজন যদি একটা ক্লাস মিস হয়ে যায় তাহলেই ঝামেলা শুরু হয়ে যায় আপনি সেই ক্লাসগুলো করতে করতে যোহরের আযান দিয়ে দিল আসলে সময়টা খুব দ্রুতই চলে যাচ্ছে শীতের সময় কখন পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না।
ওখান থেকে আপনি আবার আপনার একজন বড় ভাইয়ের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন আসলে আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর বাসায় এসে দেখলেন গ্যাস লিক হয়ে গেছে গ্যাস লিক হওয়া খুবই সমস্যা আর একটা বিষয় সেটা আবার দ্রুত সম্পূর্ণ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু, আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit