"লোভ"

in hive-120823 •  2 years ago  (edited)

আসসালমু আলাইকুম প্রিয় পাঠ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

"আজকে আপনাদের মাঝে একটি লোভ নামক প্রবন্ধ নিয়ে এসেছি। সবাইকে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।"

money-1974707_640.jpgsource
মানুষ স্বভাবতই অর্থ সম্পদের কাঙাল।
এটা চলে এসেছে যুগ যুগ ধরে।
যে অর্ধেক সাম্রাজ্যের মালিক ,সে চায় পুরো পৃথিবী শাসন করতে।
মানুষ বড্ড অভাবী!
আসলে মানুষের চাহিদার শেষ নেই।
হয়তো মৃত্যুই শেষ করতে পারবে মানুষের অভাব আর চাহিদা।
মানুষ হচ্ছে রঙিন ফাণুসের মতো , এক নাম না জানা গন্তব্যে ভাসতে থাকে, ভাসতে ভাসতে সে বুঝতেই পারে না সে কতোটা পথ পাড়ি দিয়েছে কতো কিছু হারিয়েছে তার জীবন থেকে। তবুও সে আরো উঁচুতে ভাসতে আপ্রাণ চেষ্টায় ব্যাস্ত থাকে।
যখন সে বুঝতে পারে সে হারিয়েছে সব কিছু, তখন অনেক বেশিই দেরি হয়ে যায়।
ছোট সময় থেকে একটা প্রবাদ বাক্য পরে এসেছি

লোভে পাপ' ;পাপে মৃত্যু ।

currency-4008635_640.jpgsource
এটা সত্যিই লোভ মানুষের ধ্বংসের মুল কারন।
অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত ব্যায় , অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।

আমি এমন কিছু মানুষদের জানি যারা অতিরিক্ত লোভ,আর চাহিদার জন্য হারিয়েছে আপন মানুষ, সুস্থতা, এমনকি কিছু মানুষ লোভের বসে অন্যায় আর পাপ করতেও দ্বিধা বোধ করে না।
সমাজে চুরি, ডাকাতি,কিডন্যাপ , হত্যা, সব কিছুর অন্তরায় লোভ ব্যাতীত দ্বিতীয় কিছু আমার চোখে পরেনি।
তবে কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম , সমাজে অনেক অসহায় মানুষ আছে যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটু বেঁচে থাকার জন্য চুরি এর মতো জঘন্য কাজ করে থাকে।
সত্যি বলতে পৃথিবীতে কোনো কিছুই সাদা এবং কালো নয়, পৃথিবীতে সব কিছু ধুসর।
অর্থাৎ সাদা ও কালোর সংমিশ্রণ।
প্রতিটা মানুষের জীবনে পাপ পুণ্য দু'টো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে।
আমরা মানুষকে তাদের উপরের খোলস থেকে বিবেচনা করি।
কখনোই তাদের মনের গভীরে চলতে থাকা ষরযন্ত্র, পাপ সম্পর্কে জানতে পারি না।
তাঁদের মনে লুকিয়ে থাকা দুঃখ কষ্ট , কিংবা মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অমানুষদের দেখতে পাই না। এটা আমাদের ব্যর্থতা নয়।
বরং এটা আমাদের নাগালের বাহিরে।
আমরা একে অন্যের ক্ষতি চাই মনে মনে ,অথচ তাদের সাথে সব সময় হেসে কথা বলি।
আমরা অন্যের সম্পদ অন্যের সব কিছু নিজেদের কল্পনা করি। এবং তা পেতে জঘন্য অপরাধ করতে কুণ্ঠিত হই না।
কিন্তু দিন শেষে একটা অপরাধ বোধ , হতাশা , অস্থিরতা পাপের কালো ছায়া আমাদের ঘিরে ফেলে।
আমরা সেই পাপবোধ থেকে কখনোই বের হতে পারি না।
--আমাদের পাপ অন্যের চাপা কান্না আর দীর্ঘ শ্বাসে বেঁচে থাকে সারাজীবন।

  • মানুষ বলে পাপকে ঘৃণা করো পাপি কে নয়।
    তবে সত্যি এটাই পাপি'ই পাপের সৃষ্টি করে।
    আর এটাই চিরন্তন সত্য।
    ঠিক যেমন পথ নয় পথিকই পথের সৃষ্টি করে।

আজকের মত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  2 years ago (edited)

খুব ভালো হয়েছে আপনার লেখাটি। পৃথিবীতে যত নৃশংস ঘটনা বা দুর্ঘটনা দেখা যায় সবকিছুর পিছনেই এই লোভটা মোক্ষম কারণ হিসেবে থাকে। কারো অর্থ সম্পদের লোভ কারো ক্ষমতার লোভ।
এবং আমাদের সব থেকে একটি খারাপ দিক হচ্ছে আমরা মানুষের বাহ্যিক রূপ দেখে তাকে বিবেচনা করে ফেলি।

আপনাকে প্রথমেই বলি আমাদের কমিউনিটিতে মার্ক ডাউন বিষয়ে খুবই সুন্দরভাবে মার্ক ডাউনের গাইডলাইন দেওয়া হয়েছে। আশা করি সেটি দেখবেন এবং আপনার পোস্ট সৌন্দর্য বৃদ্ধি করবেন। আপনার লেখাগুলো এখনো ঠিক করতে পারেননি এক লাইন শেষ হতে না হতেই দ্বিতীয় লাইনে চলে এসেছেন কোন লাইন পূর্ণ নেই।

খুবই সুন্দরভাবে লিখেছেন আপনার কথাগুলো। আসলে লোভ বর্তমান সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়ে গেছে। যেখানেই যাই না কেন লোভ ছাড়া আর কিছুই নেই। আপনি ঠিকই বলেছেন মানুষ এখন রঙ্গিন মানুষের মতো উড়ে বেড়াচ্ছে আকাশে। কিন্তু সে জানেনা আকাশে উড়ে বেড়াতে বেড়াতে কত কিছুই সে হারিয়ে ফেলতেছে। আরো উল্লেখ করেছেন ডাকাতি, ছিনতাই বা কিডন্যাপ এর মত সমস্ত অপরাধী এই একটি পেছনে রয়েছে ক্ষমতা প্রভাবশালী ব্যক্তি লোভী এগুলির মধ্যেই অন্তর্ভুক্ত।
ধন্যবাদ জানাই আপনার এত সুন্দর লেখা আমাদের মাঝে উপহার দিয়েছেন।

Loading...

"

Congratulations! This post has been upvoted through steemcurator09.

Curated By - @deepak94
Curation Team - Team Newcomer
."
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCSedsGaDyEdcsTpYR8cbN72cwBGdiTbX9B8gvoRUCsomvqwooqWqyfAFUzA1Cbkf7VHS1bFeW.png

Thank you