বল হারানোর অনুভূতি টা অন্যরকম। একসাথে সবাই মিলে বল খুঁজাখুঁজি করার খুনসুটি। এমন জংগলে কত শত শত বল হারানোর ইতিহাস আছে তা বলায় বাহুল্য। আপনাদের বল খুঁজাখুঁজি করা দেখে আমারও বল খুজার একটা কথা মনে পড়ে গেলো। অনেকদিন আগে আমার এক বন্ধু ব্যাট করতে ছিলো, হটাৎ বলটি হাকাতে গিয়ে বলটি জংগলে গিয়ে পড়লো। জংগলের পাশে আমিই ছিলাম ফিল্ডিংয়ে। তাই বাধ্য হয়ে আমাকেই সেই বলটি খুজতে যেতে হলো৷ আমি আবার একটু শয়তানি করলাম। আমি বলটা দেখেও না দেখার ভান করে, সবাইকে বললাম, বল পাওয়া যাচ্ছে না, সবাই এসে সাহায্য করো। বল আমার পায়ের নিচে রেখে দিয়েছিলাম। ওরা কিছুক্ষণ খোঁজার পর। আমি বলটি হাতে বললাম বল পাওয়া গেছে 🤣🤣। কী বুঝলেন?? আমি একাই জংগলে যাবো?? আর আপনারা বসে বসে আংগুল চুশবেন? তা কী করে হয়...! 🙄
যাইহোক আপনার বল হারানোর গল্পটি অসাধারণ ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ভালোই লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines for February
Curated by - @heriadi
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you for comment and upvote
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই গল্পটা কিন্তু আমার আরো বেশি মজার লাগল😂😂😂❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit