hello
@baishakhi88 apu...
শাক আমার প্রিয় একটি সবজি। শাকের যেমন পুষ্টি তেমন স্বাদেও ভরপুর। সেরকম এই লাল শাকটাও একধরনের শাক, যেটা দেখতে যেমন সুন্দর তেমন স্বাদেও। সুন্দরের কথা বললাম কারন এই শাকটা হলো লাল বর্নের। ভাতের সাথে যখন এই শাক মিশে যায় তখন ভাতও লাল হয়ে যায়। এক অন্যরকম শাক ও সবজি। আপনার লালশাক ভাজির রেসিপিটা দারুন ছিলো। শাকের রেসিপিটা আমার আম্মুর থেকে এভাবেই শিখেছিলাম। আপনার সাথে মিল আছে অনেক টা।
আশাকরি আপনি ও আপনার ছেলে লালশাক ভাজি খেয়ে মজা অনুভব করেছেন। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।