আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনি আপনার পোস্টে ভ্যাক্সিনেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, সংক্রমণেের পদ্ধতি আপনি আমাদের সামনে লিখেছেন । এবং এই ভাইরাসটি আমাদের শরীরে প্রবেশ হয় তাহলে তাহলে এই জন্য ক্ষতি কি কি হতে পারে সেটা আমাদেরকে বলে দিয়েছেন।
আমি জানি অনেকেই হয়ত হাসবেন কিন্তু আমার বরাবর ইনজেকশন নিতে ভালো লাগে।ইনজেকশন নেওয়ার আগের মুহূর্তে যে উত্তেজনা তৈরী হয় সেটা আমার একটা পছন্দের অনুভূতি।
ভাইরে ভাই আপনি এসব কি বলেন...! 😳, আমার জীবনের ভয়ের মধ্যে এটা একটা বড় ভয়, সেটা হলো এই ইনজেকশন। ছোটবেলায় যখন আমার অসুখ হতো তখন ডাক্তারের কাছে নিয়ে যায় আব্বু। আর ডাক্তার যখন বলতো ইনজেকশন দিতে হবে। তখন আমি আব্বুর হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়ে বাঁশতলা যাইতাম পালাইতে।😄
খুব বেশী ভয় পেতাম ইনজেকশনে । আমাদের জীবনে আমার হাতে গড়া সম্মত দুই থেকে তিনবার দেয়া হয়েছে। তবে আম্মু টিকা দিয়েছে সেটা খেয়াল নাই। কিন্তু বর্তমানে এসে এখনো অনেক বেশি ভয় পাহ ইনজেকশনে। যাইহোক ভালো থাকবেন।
😆😆😆আমার মাসির মেয়ে আপনার মতনই ভীষন ভয় পায় ইনজেকশন নিতে।তাকে নিয়ে অনেক গুলো মজার ঘটনা রয়েছে এই শুধু ইনজেকশন না নিতে চাওয়ার কারণে,কখনো সুযোগ পেলে সেগুলো লিখব।
আর আপনি দৌড়ে বাঁশতলা পালতেন ঠিকই কিন্তু তার পর আপনার আব্বু আপনাকে ধরে এনে কি করত সেটা কিন্তু শেয়ার করেন নি😂😂😂সে মজার গল্প পড়ার অপেক্ষায় থাকলাম❤️ভালো থাকবেন দাদা❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit